Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Sports News

শেষ হয়ে গেল ভারতের বিশ্বকাপ

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি ভারত-ঘানা। এই ম্যাচে জয় ভারতকে একটা আশার আলো দেখাতে পারে। তার পরও তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে কিন্তু হেরে গেলে আজই শেষ হয়ে যাবে ভারতের বিশ্বকাপ।

সুচরিতা সেন চৌধুরী
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৭ ১৯:৫২
Share: Save:

ভারত ০

ঘানা ৪ (এরিক-২, রিচার্ড, ইমানুয়েল)

খেলা শেষ।

হতাশায় মাঠের মধ্যে শুয়ে পড়ল দল।

২ মিনিট অতিরিক্ত সময়।

৮৭ মিনিট, ইমানুয়ের ৪-০ করল।

গোওওল...

৮৬ মিনিট, ঘানার হয়ে ৩-০ করল রিচার্ড।

গোওওল...

৮৩ মিনিট, লালেংমাউইয়ার শট গোলকিপারের হাতে।

৮১ মিনিট, ঘানা দলে পরিবর্তন।

আজকের ম্যাচে দর্শকের সংখ্যা ছিল ৫২৬১৪। ছাপিয়ে গেল আগের দুই দিনকে।

৮০ মিনিট, ভারতের গোলে শট। সরাসরি গোলকিপারের হাতে।

৭৭ মিনিট, অনিকেতকে তুলে লালেংমাউইয়াকে নিয়ে আসা হল মাঠে।

৭৪ মিনিট, ঘানায় পরিবর্তন।

৬৯ মিনিট, ভারতের রক্ষণে বেশ কিছু ফাকফোকর দেখা যাচ্ছে।

৬৩ মিনিট, অমরজিতকে তুলে রহিম আলিকে নিয়ে এলেন মাতোস।

৬১ মিনিট, ঘানার গোলমুখি শট সরাসরি ধীরাজের হাতে।

খেলা চলছে ভারতের অর্ধেই।

৫৮ মিনিট, নাওরেমের জায়গায় মাঠে এল মিতেই।

৫৪ মিনিট, ফাউল করে হলুদ কার্ড দেখল অমরজিৎ।

৫২ মিনিট, সেই এরিকের গোলেই ২-০ করল ঘানা।

আবার গোওওওল...

৫০ মিনিট, ঘানার অ্যাটাক।

৪৮ মিনিট, ভারতের গোলকিক।

৪৭ মিনিট, আনোয়ারের লম্বা ফ্রি কিক।

শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা।

৪৫+৪ মিনিট, ইব্রাহিমের নিশ্চিত গোলমুখি শট কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দিল আনোয়ার।

৪ মিনিট অতিরিক্ত সময়।

৪৩ মিনিট, গোল করে ঘানাকে এগিয়ে দিল এরিক। সাদিকের শট শুয়ে পড়ে বাঁচিয়ে দিয়েছিল ধীরাজ। ফিরতে বলে এরিকের শট চলে যায় সরাসরি গোলে।

গোওওওল...

৩৮ মিনিট, আনোয়ারের অসাধারণ সেভ।

দুরন্ত বরিস। যেমন রক্ষণ তেমনই আক্রমণে লোক বাড়াতে।

৩৭ মিনিট, কাউন্টার অ্যাটাকে ভারত। কিন্তু কাজে লাগল না।

৩৫ মিনিট, বল সরাসরি ধীরাজের হাতে।

৩৪ মিনিট, এরিকের শট চলে গেল গোলের উপর দিয়ে।

৩৩ মিনিট, ভারতের বিপক্ষে ফাউল। বড় বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পেল ঘানা।

৩২ মিনিট, কাউন্টার অ্যাটাকে ঘানা। যদিও বক্সের মধ্যে থেকে বল ক্লিয়ার করে দিল বরিস।

৩১ মিনিট, ঘানার অর্ধে চলছে খেলা।

৩০ মিনিট, জল পানের বিরতি।

২০ মিনিট, ঘানার কর্নার ভারতের বক্স থেকে ক্লিয়ার করা হল।

১৯ মিনিট, আক্রমণে ভারত। বরিসের দুর্বল শট গোলকিপারের কাছে।

কাজে লাগল না।

থ্রো ভারতের পক্ষে।

১৫ মিনিট, সঞ্জীব স্টালিনের ফ্রিকিক ঘানা ওয়ালে ধাক্কা খেয়ে ফিরল।

১৪ মিনিট, বক্সের বাইরে ভারতে ফাউল। ফ্রি কিক পেল ভারত।

১৩ মিনিট, কাউন্টার অ্যাটাকে ভারত।

১৩ মিনিট, ঘানার ফ্রিকিক বাইরে পাঠাল ধীরাজ।

১০ মিনিট, কর্নার পেল ঘানা।

৫ মিনিট, ভারতের একটা মিসপাস ধরে প্রায় গোল করেই ফেলেছিল ঘানার এরিক। অফ সাইডের জন্য তা বাতিল হয়।

৪ মিনিট, তৎপরতার সঙ্গে ঘানার আক্রমণ ক্লিয়ার করল সঞ্জীব।

৩ মিনিট, ঘানার আক্রমণ সরাসরি ধীরাজের হাতে।

২ মিনিট, আক্রমণে ভারত।

খেলা শুরু।

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে খেলা। তার আগে তাতছে গ্যালারি।

চোটের জন্য আনোয়ার আলি ও অমরজিতের খেলা নিয়ে ২৪ ঘণ্টা আগেও সংশয় ছিল। কিন্তু ঘানার বিরুদ্ধে ম্যাচে প্রথম দলেই দু’জনকে রাখলেন কোচ মাতোস। বাদ গেলেন দুই বাঙালি অভিজিৎ সরকার ও রহিম আলি। নমিত দেশপাণ্ড্যর জায়গা পাওয়ার কথা থাকলেও আসতে পারননি। এই অবস্থায় ঘানার বিরুদ্ধে মরন-বাঁচন ম্যাচের আগে আবারও দলে একগুচ্ছ পরিবর্তন করলেন কোচ মাতোস। আজ ঘানার বিরুদ্ধে জিতে থাকতে পারলে একটা আশা জিইয়ে থাকবে ভারতীয় ফুটবল দলের। তার পর অবশ্য নির্ভর করে থাকতে হবে অন্যগ্রুপের ম্যাচের দিকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football India Vs Ghana U-17 World Cup FIFA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE