Advertisement
২৬ এপ্রিল ২০২৪

যুব ডার্বিতে গোল শুভর, হেরে গেল ইস্টবেঙ্গল

অনূর্ধ্ব ১৮ আই লিগে অবশ্য মঙ্গলবার রঞ্জন চৌধুরীর ইস্টবেঙ্গলকে টপকে গেল জো পল আনচেরির মোহনবাগান।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৮ ০৪:১৯
Share: Save:

আই লিগে সনি নর্দেরা লিগ শীর্ষে থাকা ইস্টবেঙ্গলকে টপকাতে পারবে কী না তা নিয়ে ক্লাবের অন্দরেই চূড়ান্ত ধোঁয়াশা।

অনূর্ধ্ব ১৮ আই লিগে অবশ্য মঙ্গলবার রঞ্জন চৌধুরীর ইস্টবেঙ্গলকে টপকে গেল জো পল আনচেরির মোহনবাগান। এবং সবথেকে বড় কথা বড়দের মতোই ডার্বি জিতে। এ দিন বারাসত স্টেডিয়ামে জুনিয়র ডার্বিতে মোহনবাগান ১-০ হারাল চির প্রতিদ্বন্দ্বীকে। ম্যাচের বারো মিনিটে গোলটি করেন শুভ ঘোষ। শ্যামনগরের ছেলে শুভর বাবা পেশায় সিকিওরিটি গার্ড। আগে সাব জুনিয়র লিগে শুভ খেলত ইউনাইটেড স্পোর্টসের হয়ে। কিন্তু শুভর বাবা আর্থিক সমস্যার জন্য দুর্গাপুরে মোহনবাগানের আবাসিক অ্যাকাডেমিতে ভর্তি করে দেন। দু’বছর আগে। সেই ছেলেই এ দিন ডার্বিতে গোল করে চমকে দিলেন। এই ম্যাচটি জিতে যাওয়ায় লিগ টেবলে দ্বিতীয় স্থানে চলে আনচেরির দল। সাত ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ১২। শীর্ষে রয়েছে সাই। তাদের সমসংখ্যক ম্যাচ খেলে পয়েন্ট ১৬। ছয় দলের পূর্বাঞ্চলীয় গ্রুপ থেকে দুটি দল যাবে পরের পর্বে। সে জন্যই হেরে হতাশ লাল-হলুদ টেকনিক্যাল ডিরেক্টর রঞ্জন। বলে দিলেন, ‘‘সুযোগ নষ্টের খেসারত দিলাম আমরা। এই টুর্নামেন্ট থেকেই ফুটবলার নেয় আই লিগ ক্লাবগুলো। সেই সুযোগটা ছেলেরা কাজে লাগাতে পারল না। যা পরিস্থিতি তাতে আমাদের পরের তিনটি ম্যাচ জিততেই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE