Advertisement
২৩ এপ্রিল ২০২৪

পদত্যাগ, ডামাডোল তুঙ্গে বাংলার হকিতে

এ বার সিনিয়র বাংলা দলের ম্যানেজার নির্বাচন কেন্দ্র করে বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনে ফের ডামাডোল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জুন ২০১৭ ০৫:০১
Share: Save:

জাতীয় স্তরে সাফল্য নেই। গত পাঁচ বছর সংস্থায় নির্বাচন হয় না। কর্তাদের মধ্যে কাজিয়া তুঙ্গে। এ বার সিনিয়র বাংলা দলের ম্যানেজার নির্বাচন কেন্দ্র করে বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনে ফের ডামাডোল।

আর সেই ঝামেলার পরিধি এতটাই বিস্তৃত যে এ দিনই বিএইচ-এর পরিষদীয় সদস্যপদ ত্যাগ করলেন অর্জুন শান্তি মল্লিক-সহ তিন জন। কেন এই পদত্যাগ? জানতে চাইলে শান্তি বললেন, ‘‘গত পাঁচ বছর ধরে কোনও নির্বাচন নেই। সচিব, সভাপতি সংস্থার ব্যাপারে অনেক খবরই রাখেন না। তাই পদত্যাগ।’’

এ দিনই জাতীয় প্রতিযোগিতায় খেলতে লখনউ রওনা হল বাংলা দল। জানা গিয়েছে, সেই দলের সঙ্গে ম্যানেজার হিসেবে গিয়েছেন আনন্দকুমার নামে এক ব্যক্তি। বিএইচএ-র কয়েক জনের অভিযোগ, তিনি নাকি খেলোয়াড় হিসেবে ট্রায়ালে ছিলেন। বাদ পড়ে গিয়ে ম্যানেজার হিসেবে নির্বাচিত হয়েছেন। তাই নিয়েই ক্ষোভ বিএইচএ-তে।

যার এটা দেখার দায়িত্ব সেই সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘‘আমাকে না জানিয়েই এই সব হচ্ছে। কয়েকজন সংস্থায় নিজের ইচ্ছামতো কাজ করছেন। এই ম্যানেজারকে চিনি না। সভাপতিকে চিঠি দেব ভাবছি।’’

টিম নির্বাচনের সঙ্গে জড়িত সংস্থার আর এক কর্তা ইশতিয়াক আলি যদিও বলছেন, ‘‘সচিব সব জানেন। ম্যানেজারও তাঁর স্বাক্ষরেই চূড়ান্ত হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE