Advertisement
২০ এপ্রিল ২০২৪
Virat Kohli

বিরাটের টনিকে বদলে গেল ভারত

মরণ-বাঁচন ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই ফাঁস হয়ে গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই অনবদ্য জয়ের রহস্য। রহস্যই বটে। তাও আবার ভারতীয় দলের অন্দর মহলের।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ জুন ২০১৭ ১৭:২৪
Share: Save:

এই ভারতীয় দল তো বলে বলে মাত দিয়ে এসেছে গোটা বিশ্বকে। দেশের মাটিতে পর পর সিরিজ জয় থেকে শুরু করে ব্যাক্তিগত পারফর্মেন্স, সবই ছিল ভারতের দখলে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুটাও হয়েছিলই সেরকমই। তাও আবার চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু পরের ম্যাচেই ছন্দপতন। হার শ্রীলঙ্কার মতো দূর্বল দলের কাছে। তা হলে কি ফর্ম হারাতে শুরু করল ভারত? প্রশ্নটা উঠতে না উঠতেই জবাবও এল। তাও আবার মাঠেই ব্যাট-বল হাতে। দলের প্রতিটি ক্রিকেটারকে দেশের প্রতি দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘‘কোটি কোটি মানুষের মধ্যে আমরা সুযোগ পেয়েছি এই পর্যায়ে খেলার। ফলে যে সুযোগ আমাদের কাছে এসেছে তাকে কাজে লাগিয়ে দেশের জন্য ভাল কিছু করতে হবে। আরা আমার বিশ্বাস আমাদের মধ্যে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে।’’

আরও পড়ুন: দাদার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন, পোস্ট করলেন মারাদোনা

মরণ-বাঁচন ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই ফাঁস হয়ে গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই অনবদ্য জয়ের রহস্য। রহস্যই বটে। তাও আবার ভারতীয় দলের অন্দর মহলের। সেখানে খোঁজ নিয়েই জানা গেল ড্রেসিংরুমে ক্যাপ্টেন কোহালির ভোকাল টনিকেই নাকি বদলে গিয়েছে রোহিত-ধবনদের শারীরিক ভাষা। এ দিন দলের প্লেয়ারদের উদ্বুদ্ধ করতে কোহালি বলেন, ‘‘আমাদের নিজেদের প্রতি সৎ থাকতে হবে। কখনও কখনও এ রকম খারাপ সময় আসে, কিন্তু এটাকে মেনে নিয়েই ঘুড়ে দাঁড়াতে হয়। নিজেদেরকে আবারও প্রমাণ করতে হবে।’’

পাকিস্তানের বিপক্ষে ভাল শুরু করলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ে মেন ইন ব্লু। এর পরই গোটা দলকে ড্রেসিংরুমে একত্রিত করে ভোকাল টনিক দেন বিরাট। বারবার একই ভুল যে মেনে নেওয়া যায় না তা মনে করিয়ে দিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘‘একই ভুল আমরা বার বার করতে পারি না। খেলার ফল কোনও দুই বা তিনজন খেলোয়াড়ের উপর কখনওই নির্ভর করতে পারে না। সকলে মিলে দলের হয়ে লড়তে হবে।’’

ছবি-রয়টার্স

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE