Advertisement
১৬ এপ্রিল ২০২৪

বোলারের মাথায় লেগে ওভার বাউন্ডারি! দেখুন ভিডিও

খেলা চলছিল নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ফোর্ড কাপের। অকল্যান্ড এবং ক্যান্টারবেরির সেই ম্যাচে ব্যাট করছিলেন জিত রাভাল। বিধ্বংসী ফর্মে থাকা ভারতীয় বংশদ্ভূত এই বাঁহাতির ব্যাটে তখন বাউন্ডারি আর ওভার বাউন্ডারির বন্যা।

আশ্চর্যজনক ভাবে তেমন আঘাত লাগেনি বোলারের।

আশ্চর্যজনক ভাবে তেমন আঘাত লাগেনি বোলারের।

সংবাদ সংস্থা
ওয়েলিংটন শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৫২
Share: Save:

ফিল্ডারের হাতের ফাঁক গলে, উইকেট কিপারের মাথার উপর দিয়ে বা ব্যাটের কোনায় লেগে— ক্রিকেটের বাইশ গজ বহু বিচিত্র ওভার বাউন্ডারির সাক্ষী। কিন্তু এরকম ভাবে ওভার বাউন্ডারি হতে এর আগে কখনও দেখা যায়নি।

সহবাগ, ক্রিস গেল, আফ্রিদিরা যা করে দেখাতে পারেননি, তেমনই কাণ্ড ঘটালেন জিত রাভাল। বোলারের মাথার উপর দিয়ে নয়, একেবারে বোলারের মাথায় মেরে ছক্কা হাঁকালেন তিনি!

খেলা চলছিল নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ফোর্ড কাপের। অকল্যান্ড এবং ক্যান্টারবেরির সেই ম্যাচে ব্যাট করছিলেন জিত রাভাল। বিধ্বংসী ফর্মে থাকা ভারতীয় বংশদ্ভূত এই বাঁহাতির ব্যাটে তখন বাউন্ডারি আর ওভার বাউন্ডারির বন্যা।

সেই সময়ে মিডিয়াম পেসার অ্যান্ডু এলিসের একটি বলে স্টেপ আউট করে মারেন রাভাল। তীব্র গতিতে বল এলিসের মাথায় লেগে লং অনের উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়। সঙ্গে সঙ্গে মাথায় হাত দেন এলিস। এগিয়ে যান রাভালও। কিন্তু আশ্চর্যজনক ভাবে মারাত্মক আঘাত লাগেনি এলিসের। এমনকী ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে যে সমস্যাগুলির দ্রুত সমাধান করতে হবে ভারতকে

রাভালের ১৪৯ রানের সৌজন্যে অবশ্য সহজেই ম্যাচ জেতে অকল্যান্ড। ম্যাচ শেষে রাভাল বলেন, “এই গতিতে মাথায় বল লাগলে মারাত্মক কিছু ঘটতে পারে। এলিস এবং আমার দু’জনেরই সৌভাগ্য যে, তেমন কিছু ঘটেনি। ও ম্যাচ শেষ করায় আমি খুব খুশি। সত্যিই দুর্দান্ত স্পোর্টসম্যান এলিস।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Jeet Raval Andrew Ellis
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE