Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Sport News

তিন দল নিশ্চিত, রাজস্থান না মুম্বই ফয়সালা আজ

মঙ্গলবার মুম্বইয়ে কোয়ালিফায়ার ১-এ কোন দুই দলের লড়াই ও বুধবার ইডেনে এলিমিনেটরে কাদের দ্বৈরথ, তা জানার জন্য রবিবার রাত পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

জুটি: পুণেতে গ্রুপের শেষ ম্যাচের আগে ধোনি ও সাক্ষী। ছবি: টুইটার।

জুটি: পুণেতে গ্রুপের শেষ ম্যাচের আগে ধোনি ও সাক্ষী। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ মে ২০১৮ ০৩:৫০
Share: Save:

শনিবার আইপিএল প্লে-অফের তিনটি দলের জায়গা নিশ্চিত হয়ে গেলেও চতুর্থ দলটি কারা ও শেষ পর্যন্ত প্লে-অফে কে কার মুখোমুখি হবে, তা রবিবার রাতের আগে জানা জানা যাবে না।

মঙ্গলবার মুম্বইয়ে কোয়ালিফায়ার ১-এ কোন দুই দলের লড়াই ও বুধবার ইডেনে এলিমিনেটরে কাদের দ্বৈরথ, তা জানার জন্য রবিবার রাত পর্যন্ত অপেক্ষা করতেই হবে। যতক্ষণ না দিল্লির ফিরোজ শাহ কোটলায় মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ডেয়ারডেভিলস ও পুণেয় চেন্নাই সুপার কিংস বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচ শেষ হচ্ছে।

প্রতি ম্যাচের পরে যে ভাবে লিগ তালিকায় দলগুলির অবস্থান বদলে যাচ্ছে, তাতে অঙ্কের হিসাবই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শনিবার রাজস্থান রয়্যালসের কাছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যঙ্গালোর হেরে যাওয়ায় মুম্বইয়ের প্লে-অফের রাস্তা কিছুটা সহজ হয়ে গেল। রবিবার জিতলে রোহিত শর্মারাই প্লে-অফে যাবে। আর তাঁরা হারলে উঠবেন অজিঙ্ক রাহানেরা। তবু অঙ্কের হিসেবে পঞ্জাবের ক্ষীণ সম্ভাবনা থাকছেই।

সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাইয়ের পরে লিগ তালিকায় কলকাতা নাইট রাইডার্স। শনিবার রাতে লিগ তালিকায় দীনেশ কার্তিকরা তিন নম্বরে থাকলেও শেষ পর্যন্ত সিএসকে-কে সরিয়ে দু’নম্বরে উঠে আসতে পারেন কি না, সেটাই দেখার। এটা অবশ্য নাইটদের হাতে নেই। বরং মহেন্দ্র সিংহ ধোনিরাই রবিবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে তা ঠিক করবেন। তবে নেট রান রেটে সিএসকে (০.২২০) কলকাতার (-০.০৭০) চেয়ে এতটাই এগিয়ে যে, সুরেশ রায়নারা রবিবার অস্বাভাবিক ব্যবধানে না হারলে তাদের তিনে নামার সম্ভাবনা কম। তবে হায়দরাবাদের যা নেট রান রেট (০.২৮৪) রবিবার ধোনিরা জিতে এক নম্বরেও উঠে যেতে পারেন।

রাজস্থান শনিবার বেঙ্গালুরুকে হারানোয় কিংস ইলেভেন পঞ্জাবের প্লে-অফে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে গেল। রাজস্থানের নেট রান রেটের (-০.২৪৬) সঙ্গে তাদের নেট রান রেটের (-০.৪৯০) যে তফাৎ, তা মেটাতে আর অশ্বিনের দলকে বড় ব্যবধানে জিততে হবে। তাই মুম্বই যদি দিল্লির কাছে হেরে যায়, তা হলে রাজস্থানের প্লে-অফে যাওয়ার রাস্তা পরিস্কার হয়ে যাবে।

দিল্লির কাছে ধাক্কা খাওয়ার পরে চেন্নাই সতর্ক। শুক্রবার হারার পরে ধোনি বলেন, ‘‘আমাদের শক্তি আরও বাড়াতে হবে। দূর্বলতাগুলোও কাটাতে হবে। কিছু জায়গায় এখনও উন্নতি করতে হবে আমাদের। প্লে-অফের আগে নিজেদের সেরা জায়গায় নিয়ে আসতেই হবে।’’

অন্য দিকে, শেষ তিন ম্যাচের মধ্যে দু’টিতেই জিতেছেন রোহিতরা। শেষ ম্যাচটা কার্যত তাঁদের কাছে নক আউট ম্যাচ। যা নিয়ে ওপেনার সূর্যকুমার যাদব শনিবার বলেন, ‘‘নেট রান রেট নিয়ে আমরা ভাবছি না। বরং সেই ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে বেশি ভাবছি, যা আমাদের রবিবার দু’পয়েন্ট এনে দিতে পারে।’’ দেওয়ালে পিঠ ঠেকে গেলেই যে মুম্বই ইন্ডিয়ান্স ভাল খেলে, তা মনে করিয়ে দিয়ে সূর্য বলেন, ‘‘এটাই আমাদের দলের বৈশিষ্ট। যত চাপ বাড়ে, আমরা ভাল খেলি। এ বারও হয়তো তাই হবে। চাপের মুখে মাথা ঠাণ্ডা রাখাই আমাদের অভ্যাস।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket IPL 11 IPL 2018 Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE