Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মারিয়াকে এই সুবিধা কেন, প্রশ্ন প্রতিপক্ষের

স্টুটগার্ট ওপেনের সেমিফাইনালে নামার আগে বিপক্ষ মারিয়া শারাপোভাকে তোপ দাগলেন ফরাসি টেনিস খেলোয়াড় ক্রিস্টিনা ম্লাদেনোভিচ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০৩:৩৭
Share: Save:

স্টুটগার্ট ওপেনের সেমিফাইনালে নামার আগে বিপক্ষ মারিয়া শারাপোভাকে তোপ দাগলেন ফরাসি টেনিস খেলোয়াড় ক্রিস্টিনা ম্লাদেনোভিচ।

শুধু বিষোদগার করেই থেমে থাকেননি ম্লাদেনোভিচ। প্রশ্ন তুলেছেন, ‘‘নির্বাসন কাটিয়ে কোর্টে ফিরতেই পারে শারাপোভা। সে ব্যাপারে কোনও আপত্তি নেই। কিন্তু ওকে অতিরিক্ত সুবিধা করে দেওয়া হবে কেন? অন্য খেলোয়াড়রা তো সেই সুবিধা পায় না।’’

তবে একই সঙ্গে কোর্টে ফিরে শারাপোভার বিধ্বংসী মেজাজে একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার ব্যাপারে প্রশংসাও করেছেন ম্লাদেনোভিচ। বলছেন, ‘‘পনেরো মাস পরে ফিরে শারাপোভা উজ্জ্বীবিত টেনিস খেলছে। বোঝা যাচ্ছে আগের ফর্মেই রয়েছে ও।’’

ওয়াইল্ড কার্ড নিয়ে স্টুটগার্ট ওপেনে ফিরেই শারাপোভা ক্লে কোর্টে পুরনো ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। শুক্রবারই বিশ্বের প্রাক্তন এক নম্বর এই রুশ টেনিস সুন্দরী ৬-৩, ৬-৪ হারিয়েছেন এস্তোনিয়ার অ্যানেট কোন্তাভিতকে। একই সঙ্গে জয়ের হ্যাটট্রিক করে পৌঁছে গিয়েছেন সেমিফাইনালে।

সাংবাদিকরা তাঁর কাছে জানতে চেয়েছিলেন ফরাসি টেনিস খেলোয়াড়ের মন্তব্য, তাঁকে সেমিফাইনালের আগে বাড়তি মোটিভেশন জোগাচ্ছে কি না। জবাবে শারাপোভার সংক্ষিপ্ত উত্তর ছিল, ‘‘একদমই নয়। আমার টেনিস ম্যাচের ফল-ই আমার প্রত্যাবর্তন নিয়ে যা বলার সেটা বলবে।’’

শুধু স্টুটগার্টেই নয়। এর পরে রোম এবং মাদ্রিদ ওপেনেও ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে দেখা যাবে শারাপোভাকে। আর এতেই চটেছেন টেনিস সার্কিটের বেশ কিছু খেলোয়াড়।

বিশ্বের ১৯ নম্বর খেলোয়াড় ফ্রান্সের ম্লাদেনোভিচ তোপ দেগেছেন শারাপোভার এই ওয়ার্ল্ড কার্ড পাওয়া নিয়েই। তাঁর কথায়, ‘‘আজকের দিনে খেলাধূলা হল ব্যবসা। আর তা চলে প্রচারমাধ্যমের হাতের ইশারায়। মারিয়া টেনিসের একটা বড়সড় নাম। ওকে দেখতে লোক কোর্টে ভিড় করে। তাই আয়োজকরা ওকে খেলাতে মরিয়া। কারণ ও বিখ্যাত। মারিয়া খেললে লোকে দেখতে আসবে। তাতে আয়োজকদের বাণিজ্যিক পরিকল্পনা সফল হবে।’’

ম্লাদেনোভিচ এখানেই না থেমে আরও বলেন, ‘‘শারাপোভা ডোপিং কাণ্ডে ধরা পড়েও ওয়াইল্ড কার্ড পেয়েছে। ব্যাপারটা এমন নয় যে ও টেনিস সার্কিটের প্রথম মহিলা যে ডোপিং কাণ্ডে ধরা পড়েছিল। তা হলে অন্যদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হয়নি কেন? তাঁরা টুর্নামেন্টে খেলার আমন্ত্রণও তো পান না।’’

আগামী মাসে ফরাসি ওপেনে শারাপোভাকে অন্যতম ফেভারিট হিসেবে ধরে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে বুকিরা। যদিও ফরাসি ওপেন কর্তৃপক্ষ এ ব্যাপারেএখনও কিছু জানাননি। যার পিছনে শারাপোভার র‌্যাঙ্কিং কম থাকার কথা উঠে আসছে বার বার। সেমিফাইনালে ম্লাদেনোভিচকে হারিয়ে রবিবার যদি শারাপোভা স্টুটগার্ট ওপেন জিতে যান, তা হলে তাঁর র‌্যাঙ্কিং দাঁড়াবে ১২৫। আর তা হলেই ফরাসি ওপেন এবং উইম্বলডনে যোগ্যতা অর্জন পর্ থেকে খেলতে কোনও সমস্যা হওয়ার কথা নয় শারাপোভার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tennis Kristina Mladenovic Maria Sharapova
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE