Advertisement
১৬ এপ্রিল ২০২৪

এইবার ম্যাচের আগে উদ্বেগ বার্সা শিবিরে

বার্সেলোনা শিবিরে অবশ্য এইবার নয়, উদ্বেগ বাড়ছে চেলসিকে নিয়ে! অথচ চ্যাম্পিয়ন্স লিগ প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে আন্তোনিও কন্তের দলের বিরুদ্ধে মেসি-দের লড়াই ২০ ফেব্রুয়ারি লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে।

 ত্রয়ী: এইবার যাওয়ার পথে বিমানে সুয়ারেস, কুটিনহো ও মেসি। স্প্যানিশ লিগে এই মুহূর্তে শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ বার্সেলোনার। ছবি: টুইটার

 ত্রয়ী: এইবার যাওয়ার পথে বিমানে সুয়ারেস, কুটিনহো ও মেসি। স্প্যানিশ লিগে এই মুহূর্তে শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ বার্সেলোনার। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৩৬
Share: Save:

মাঠে তাঁরা প্রতিদ্বন্দ্বী। কিন্তু মাঠের বাইরে আশ্চর্য মিল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-র মধ্যে!

প্যারিস সঁ জরমাঁ-কে চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে হারিয়ে বিশ্ববাসীকে রোহিঙ্গা শিশুদের পাশে দাঁড়ানোর আবেদন করেছেন সি আর সেভেন। চব্বিশ ঘণ্টার মধ্যেই মেসি এগিয়ে ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য। এইবারের বিরুদ্ধে ম্যাচের আগে আন্তর্জাতিক শিশু ক্যানসার দিবসে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে তাঁর বার্তা, ‘এই দিনটা বিশ্বের সমস্ত ক্যানসার আক্রান্ত শিশুদের সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠার বার্তা দেয়।’

বার্সেলোনা শিবিরে অবশ্য এইবার নয়, উদ্বেগ বাড়ছে চেলসিকে নিয়ে! অথচ চ্যাম্পিয়ন্স লিগ প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে আন্তোনিও কন্তের দলের বিরুদ্ধে মেসি-দের লড়াই ২০ ফেব্রুয়ারি লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে। জেরার পিকে বলেছেন, ‘‘চেলসির বিরুদ্ধে হারলে কিন্তু পুরো পরিস্থিতিটাই বদলে যাবে। তাই আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। কারণ, খারাপ সময় যে কোনও মুহূর্তে আসতে পারে।’’ এই মরসুমে লা লিগায় এখনও পর্যন্ত কোনও ম্যাচ হারেনি বার্সেলোনা। ২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষস্থান দখলে রেখে খেতাবের দৌড়ে অনেকটাই এগিয়ে তারা। চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে প্যারিস সঁ জরমাঁ-কে উড়িয়ে দিলেও অনেকটাই পিছনে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রোনাল্ডো-রা। ফুটবল পণ্ডিতরা বার্সেলোনাকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন মনে করছেন। পিকে অবশ্য সতর্ক। স্প্যানিশ তারকা বলেছেন, ‘‘প্রত্যাশা তুঙ্গে। সব টুর্নামেন্টেই বার্সেলোনা খেলে ফেভারিট হিসেবে। কিন্তু তাতে আত্মতুষ্ট হলে চলবে না। অতীতের ব্যর্থতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’’ পিকে এখনও ভুলতে পারেননি আগের ম্যাচে খেতাফের বিরুদ্ধে ০-০ ড্রয়ের যন্ত্রণা।

বার্সেলোনা ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে এইবারের বিরুদ্ধেই চেলসি ম্যাচের প্রস্তুতি সেরে নিতে চান। তাই প্রথম একাদশে খুব বেশি পরিবর্তনের পক্ষপাতী নন তিনি। তবে খেতাফের বিরুদ্ধে ড্র যে তাঁরও উদ্বেগ বাড়িয়েছে, স্বীকার করে নিয়েছেন ভালভার্দে। ২৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলের সাত নম্বরে থাকা এইবারের বিরুদ্ধে ম্যাচের আগে বার্সেলোনা ম্যানেজার বলেছেন, ‘‘এই মরসুমে সেরা ফর্মে আছে এইবার। প্রচণ্ড গতিতে ওরা খেলে। ফলে ম্যাচটা একেবারেই সহজ হবে না।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘এইবারের চাপ সামলে সুযোগের সদ্ব্যবহার করাই প্রধান লক্ষ্য।’’ এইবার ম্যাচের প্রস্তুতির মধ্যেই বিশ্বকাপের জন্য মেসি-কে কী ভাবে বিশ্রাম দেওয়া যায়, তার ভাবনা-চিন্তাও শুরু করে দিয়েছেন বার্সেলোনা ম্যানেজার। আর্জেন্তিনা অধিনায়ক অবশ্য মাঠ নামতে মরিয়া। গত নভেম্বরে জুভেন্তাসের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে বিশ্রাম দেওয়ার জন্য মেসিকে প্রথম দলে রাখেননি ভালভার্দে। ম্যাচের পরে স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘‘রিজার্ভ বেঞ্চে বসে থাকা আমি একদম মেনে নিতে পারি না। আমি চাই সব ম্যাচেই মাঠে নেমে দলকে সাহায্য করতে।’’

মেসিকে বিশ্রাম দেওয়ার জন্য চাপ বাড়িয়েছে আর্জেন্তিনা ফুটবল ফেডারেশন। প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া বলেছেন, ‘‘মেসিকে বলেছি সতর্ক থাকতে। বলেছি, বিশ্বকাপের আগে চেষ্টা করতে বার্সেলোনার হয়ে যত সম্ভব কম ম্যাচ খেলতে।’’ আর্জেন্তিনা কোচ জর্জে সাম্পাওলি-ও চিন্তিত তাঁর অধিনায়ককে নিয়ে। তিনি বলেছেন, ‘‘টানা ম্যাচ খেলার ক্লান্তি নিয়েই চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপে নেমেছিল মেসি। রাশিয়ায় তার পুনরাবৃত্তি চাই না।’’

ভালভার্দে কি দলের সেরা অস্ত্রকে বিশ্রাম দেওয়ার ঝুঁকি নিতে পারেন কি না, সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE