Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sports News

রঞ্জি ট্রফি না খেলে সমালোচনার মুখে যুবরাজ

এই বিষয়ে যুবরাজের কোনও মন্তব্য পাওয়া যায়নি। বিসিসিআই-এর কাছে এমন তথ্য এসে পৌঁছেছে যেখানে জানা যাচ্ছে পঞ্জাব দলকে যুবরাজ জানিয়েছেন, তাঁকে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে ফিটনেস ট্রেনিং করতে বলা হয়েছে।

যুবরাজ সিংহ। —ফাইল চিত্র।

যুবরাজ সিংহ। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৭ ২০:৫৮
Share: Save:

রঞ্জি ট্রফি খেলেই জাতীয় দলে জায়গা করে নিতে হয় ভারতীয় ক্রিকেটারদের। ফিরতেও হয় সেই রঞ্জি ট্রফি খেলেই। এমন অবস্থায় রঞ্জি না খেলে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পড়ে রয়েছেন যুবরাজ সিংহ। ইতিমধ্যেই পঞ্জাবের পাঁচটি র়়ঞ্জি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। তার মধ্যে চারটিতেই খেলেননি যুবি। যা নিয়ে বিসিসিআই-এর ভিতরেই উঠতে শুরু করেছে প্রশ্ন। বিদর্ভের বিরুদ্ধে একটি ম্যাচেই খেলেছেন তিনি। যেখানে তাঁর ব্যাট থেকে এসেছে ২০ ও ৪২ রান।

আরও পড়ুন

‘এই ইডেনে মার্শাল, হোল্ডিংরা থাকলে ব্যস্ত থাকত অ্যাম্বুল্যান্স’

যদিও তাঁর কোনও চোট নেই। যে কারণ দেখিয়ে তিনি খেলবেন না বা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রি-হ্যাব করবেন। যা খবর ‘ইও ইও’ ফিটনেস টেস্ট আগের বার পাস করতে পারেননি যুবি। সেই জন্যই ফিটনেস নিয়ে বাড়ত সচেতন হয়ে পড়েছেন। বিসিসিআই-এর এক কর্তা নাম না করে বলেন, ‘‘আমাদের কাছে এমন কোনও তথ্য নেই যুবরাজ রি-হ্যাব করছে। কিন্তু আমরা জানতে পেরেছি ও বিশেষ ফিটনেস ট্রেনিং করছে ‘ইও ইও’ টেস্ট পাস করার জন্য। এ বার এটা যুবরাজের সিদ্ধান্ত সে রঞ্জি ট্রফিকে আদৌ গুরত্ব দেবে কি না।’’

আরও পড়ুন

আইপিএল-এর প্লেয়ার ধরে রাখা নিয়ে সিদ্ধান্ত ঝুলে রইল

এই বিষয়ে যুবরাজের কোনও মন্তব্য পাওয়া যায়নি। বিসিসিআই-এর কাছে এমন তথ্য এসে পৌঁছেছে যেখানে জানা যাচ্ছে পঞ্জাব দলকে যুবরাজ জানিয়েছেন, তাঁকে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে ফিটনেস ট্রেনিং করতে বলা হয়েছে। যদিও নির্বাচকরা র়ঞ্জি ট্রফিতেই বেশি গুরুত্ব দেন। ইশান্ত শর্মার উদাহরণ দিয়েও বিসিসিআই কর্তা বলেছেন, ইশান্ত দলে থাকলেও তাঁকে রঞ্জি ট্রফির জন্য রিলিজ করে দেওয়া হয়েছে। এটা এখনও পরিষ্কার নয়, নির্বাচক প্রধান এমএসকে প্রসাদের নজরে এই বিষয়টি রয়েছে কি না। যদিও সদ্য জাতীয় দলে তাঁকে সুযোগ দেওয়া হয়নি ফিটনেসের অজুহাতেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE