Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জিতে তোপ দাগলেন নাদাল

গত কাল মেলবোর্নের গরম নিয়ে মুখ খুলেছিলেন নোভাক জকোভিচ। শুক্রবার তাপমাত্রা উঠে গিয়েছিল ৪০.২ ডিগ্রি-তে।

দুরন্ত: অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে নাদাল। ছবি: এএফপি

দুরন্ত: অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে নাদাল। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৮ ০৪:২৪
Share: Save:

এক দিকে মহাতারকাদের এগিয়ে চলা, অন্য দিকে প্রচণ্ড গরমে খেলোয়াড়দের বেহাল অবস্থা। এই দুই ছবি এখন পাশাপাশি দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনে।

শুক্রবার যেমন সহজেই জিতলেন রাফায়েল নাদাল। কিন্তু পাশাপাশি সংগঠকদের উদ্দেশে তোপও দেগেছেন তিনি। এ দিন সার্বিয়ার দামির জুমুরের বিরুদ্ধে ৬-১, ৬-৩, ৬-১ জিতে সহজেই চতুর্থ রাউন্ডে উঠে গেলেন নাদাল। কিন্তু তার পরেই তোপ দেগেছেন তিনি। বিশ্বের এক নম্বর তারকা পরিষ্কার বলে দিয়েছেন, ‘‘আমার মত হল, মাঝে মাঝে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যাতে খেলোয়াড়দের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।’’

গত কাল মেলবোর্নের গরম নিয়ে মুখ খুলেছিলেন নোভাক জকোভিচ। শুক্রবার তাপমাত্রা উঠে গিয়েছিল ৪০.২ ডিগ্রি-তে। যার পরে নাদাল বলছেন, ‘‘গত কাল আর এ দিন তাপমাত্রা খুব বেশি ছিল। খেলোয়াড়দের জন্য পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়ছিল। এই অবস্থায় যে কেউ অসুস্থ পড়তে পারে। এটাই হল বাস্তব। খেলোয়াড়া যে ভাবে কোর্টে নেমে সমস্যায় পড়ছে, সেটা দেখতে মোটেও ভাল লাগছে না।’’

তবে নাদাল বলেছেন, অন্তত একটা ব্যাপার কিছুটা হলেও খেলোয়াড়দের সুবিধে করে দিচ্ছে। কী সেটা? নাদালের বক্তব্য, ‘‘এখানে অন্তত আর্দ্রতার সমস্যায় পড়তে হচ্ছে না খেলোয়াড়দের।’’

এ দিন আবার সহজ জয় পেয়েছেন মেয়েদের দ্বিতীয় বাছাই ক্যারোলিন ওজনিয়াকি। শেষ ষোলোয় ওঠার পথে ওজনিয়াকি ৬-৪, ৬-৩ হারিয়েছেন নেদারল্যান্ডসের কিকি বার্টেন্সকে। এই ম্যাচ জিতে উঠে তিনি বলেছেন, ‘‘আমার এখন কিছুই হারানোর নেই। আমি তো আগের রাউন্ডেই হেরে যেতে পারতাম। তাই এখন কোনও চাপ নেই আমার ওপর।’’ একই দিনে নিক কিরিয়স হারিয়ে দিয়েছেন জো উইলফ্রেড সঙ্গাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rafa Nadal Tennis Australian Open
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE