Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অভিন্ন ইঞ্জিনিয়ারিং নিয়ে আপত্তি-চিঠি

দেশ জুড়ে ইঞ্জিনিয়ারিংয়ের অভিন্ন প্রবেশিকা পরীক্ষা চালুর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি দিল রাজ্য। শনিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই কথা জানান।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০৩:১৪
Share: Save:

দেশ জুড়ে ইঞ্জিনিয়ারিংয়ের অভিন্ন প্রবেশিকা পরীক্ষা চালুর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে চিঠি দিল রাজ্য। শনিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই কথা জানান।

কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, ২০১৮-’১৯ সালের শিক্ষাবর্ষ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে। এ দিন পার্থবাবু বলেন, ‘‘মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীকে আমরা লিখেছি, বিজ্ঞানের সিলেবাস এক (অভিন্ন) নয়। আমাদের রাজ্যে কিছুটা চেপে নম্বর দেওয়া হয়। যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড রাজ্যে চল্লিশ বছর ধরে সার্থকতার সঙ্গে চলছে, সেটাও ক্ষতিগ্রস্ত হবে।’’ তাঁর যুক্তি, শিক্ষা কেন্দ্র-রাজ্যের যুগ্ম তালিকায় রয়েছে। তাই রাজ্যের মতামত ছাড়া অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নেওয়া হলে তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী হবে।

এর আগে চলতি মাসেই দিল্লিতে এক বৈঠকে রাজ্যের পক্ষ থেকে এ নিয়ে আপত্তি জানানো হয়েছিল। পশ্চিমবঙ্গের পাশাপাশি অভিন্ন প্রবেশিকার বিরোধিতা করেছিল তামিলনাড়ু। রাজ্যের উচ্চশিক্ষা সচিব বিবেক কুমার সেখানেও পাঠ্যক্রমের পার্থক্যের প্রসঙ্গ তুলেছিলেন। প্রশাসনের বক্তব্য, অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় মূলত সিবিএসই-র পাঠ্যক্রম অনুসরণ করা হবে বলে ভাবা হয়েছে। এ রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পাঠ্যক্রম তার থেকে অনেকটাই আলাদা। তাই এই ধরনের অভিন্ন পরীক্ষায় রাজ্যের পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হবে। গত মাসে কলকাতায় এসে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)-এর ভাইস চেয়ারম্যান এম পি পুনিয়া অবশ্য জানিয়েছিলেন, দেশের সব বোর্ডের পাঠ্যক্রম যাচাই করেই অভিন্ন পরীক্ষার পাঠ্যক্রম তৈরি করা হবে। বাংলা-সহ বিভিন্ন আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে বলেও তিনি জানিয়েছিলেন।

উচ্চশিক্ষা দফতরের বক্তব্য, মেডিক্যালে ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা নেওয়ার বিষয়ে আদালতের নির্দেশ ছিল। ইঞ্জিনিয়ারিংয়ে প্রবেশিকা পরীক্ষা নিয়ে আদালতের কোনও নির্দেশ নেই। তাই চাইলে কেন্দ্র তা পুনর্বিবেচনা করতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE