Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অভিষেক নিয়ে মন্তব্য নয়, নির্দেশ দিলীপকে

অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু জানান, তাঁর মক্কেল বা তাঁর আত্মীয়-পরিজনদের উদ্দেশে মন্তব্য নিয়ে বিচারপতি সেন গত ১৯ জুন দিলীপবাবুকে যে-নির্দেশ দেন, তা প্রত্যাহারের আর্জি জানিয়ে ওই বিজেপি নেতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি সেন এ দিন সেই আবেদনটাই নাকচ করে দিয়েছেন।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৭ ০৪:২০
Share: Save:

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিজনদের উদ্দেশে মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ প্রত্যাহারের ব্যাপারে দিলীপবাবুর আবেদন সোমবার খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌমেন সেন। তাঁর নির্দেশ, তথ্যপ্রমাণ ছাড়া ওই তৃণমূল নেতা বা তাঁর স্বজনদের সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি কোনও মন্তব্য করতে পারবেন না।

অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু জানান, তাঁর মক্কেল বা তাঁর আত্মীয়-পরিজনদের উদ্দেশে মন্তব্য নিয়ে বিচারপতি সেন গত ১৯ জুন দিলীপবাবুকে যে-নির্দেশ দেন, তা প্রত্যাহারের আর্জি জানিয়ে ওই বিজেপি নেতা হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি সেন এ দিন সেই আবেদনটাই নাকচ করে দিয়েছেন।

অভিষেকের আইনজীবী জানান, তৃণমূলের অন্যতম সাংসদ কেডি সিংহের সঙ্গে তাঁর মক্কেলের আত্মীয়তা রয়েছে বলে দিলীপবাবু গত ২৭ জানুয়ারি সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন। কেডি সিংহকে অভিষেকের ‘খুড়শ্বশুর’ বলে অভিহিত করেন তিনি। তার জেরে বিজেপির ওই নেতার বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলা দায়ের হয়। বিচারপতি সেন ১৯ জুন সেই মামলাতেই দিলীপবাবুকে নির্দেশ দেন, ভবিষ্যতে অভিষেক বা তাঁর পরিজনের উদ্দেশে তিনি কোনও মন্তব্য করতে পারবেন না।

দিলীপবাবুর আইনজীবী অজয় চৌবে এ দিন আদালতের নির্দেশ প্রত্যাহারের আবেদন জানিয়ে বলেন, তাঁর মক্কেল সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে ওই মন্তব্য করেন। তিনি নিজে জানতেন না। তাঁর কোনও অসৎ উদ্দেশ্যও ছিল না। তা শুনে বিচারপতি সেন প্রশ্ন তোলেন, ‘‘দিলীপবাবুর মতো এক জন নেতা শোনা কথায় কান দিয়ে এই ধরনের মন্তব্য করলেন কী ভাবে?’’ তার পরেই বিজেপি নেতার আবেদন খারিজ করে অভিষেক সম্পর্কে মন্তব্য করার ব্যাপারে আগেকার নির্দেশ বহাল রাখেন বিচারপতি সেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE