Advertisement
২৫ এপ্রিল ২০২৪

এসইজেড জট কাটবে, আশায় ইনফোসিস

তাদের প্রকল্পের জন্য রাজ্যর কাছে ফের বিশেষ আর্থিক অঞ্চলের (এসইজেড) তকমা চেয়ে আর্জি জানাল তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। এসইজেড তকমা ছাড়া যে এ রাজ্যে প্রকল্প গড়া সম্ভব নয়, সে কথা সংস্থার তরফে বহু বারই জানানো হয়েছে। এসইজেড ছাড়পত্র না দেওয়ার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেমন অনড়, তেমনই অবস্থান বদলাতে নারাজ ইনফোসিসও। তবে এখনও তাদের আশা, জট কেটে যাবে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ মে ২০১৫ ০৪:০৩
Share: Save:

তাদের প্রকল্পের জন্য রাজ্যর কাছে ফের বিশেষ আর্থিক অঞ্চলের (এসইজেড) তকমা চেয়ে আর্জি জানাল তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। এসইজেড তকমা ছাড়া যে এ রাজ্যে প্রকল্প গড়া সম্ভব নয়, সে কথা সংস্থার তরফে বহু বারই জানানো হয়েছে। এসইজেড ছাড়পত্র না দেওয়ার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেমন অনড়, তেমনই অবস্থান বদলাতে নারাজ ইনফোসিসও। তবে এখনও তাদের আশা, জট কেটে যাবে।

সংবাদ সংস্থা পিটিআই মঙ্গলবার জানিয়েছে, এসইজেড ছাড়পত্র দেওয়া না-হলে রাজারহাটে কেনা ৫০ একর জমির দাম ফেরত চেয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে ইনফোসিস। কিন্তু নবান্ন সূত্রে এই খবর ভিত্তিহীন বলা হয়েছে। হিডকো ও তথ্যপ্রযুক্তি দফতর সূত্রের খবর, এ ধরনের কোনও বার্তা ইনফোসিসের কাছ থেকে তারা পায়নি। রাজ্যের শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও বর্ধমানে বলেন, ‘‘ওরা (ইনফোসিস) চলে যাবে কেন? ইনফোসিস আন্তর্জাতিক সংস্থা। তার উপরে ভরসা আছে।... ওদের সঙ্গে কথা বলব।’’ এসইজেড তকমার ব্যাপারে চলতি বছরের জানুয়ারি মাসেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন ইনফোসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রামদাস কামাথ। রাজ্য সরকার আয়োজিত গ্লোবাল বিজনেস সামিটের তিন দিন আগে মমতার সঙ্গে দেখা করে তিনি জানান, এ রাজ্যে ক্যাম্পাস তৈরি করতে তাঁর সংস্থা খুবই আগ্রহী। কিন্তু এসইজেড-এর ছাড়পত্র না পেলে সেটা সম্ভব নয়। নবান্ন সূত্রে খবর, কামাথ এ কথা বলার পরেই আলোচনা থামান মুখ্যমন্ত্রী। কামাথের মুখের উপরেই তিনি বলে দেন, এ বিষয়ে আর কোনও কথা হবে না। এর পরে জমি ফিরিয়ে দেওয়ার চিন্তাভাবনা করলেও রাজ্যকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি ইনফোসিস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE