Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মিঠুনের বাড়িতে হাজির ইডি

সারদা কাণ্ডে অভিনেতা-সাংসদ মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মিঠুন এখন মুম্বইয়ে রয়েছেন। বৃহস্পতিবার তৃণমূল সাংসদের মুম্বইয়ের বাড়িতে গিয়ে ইডি অফিসারেরা তাঁর সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন। ইডি অফিসারদের বিভিন্ন প্রশ্নের যে জবাব মিঠুন দিয়েছেন, তার ভিত্তিতে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৪ ০৩:১৭
Share: Save:

সারদা কাণ্ডে অভিনেতা-সাংসদ মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মিঠুন এখন মুম্বইয়ে রয়েছেন। বৃহস্পতিবার তৃণমূল সাংসদের মুম্বইয়ের বাড়িতে গিয়ে ইডি অফিসারেরা তাঁর সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন। ইডি অফিসারদের বিভিন্ন প্রশ্নের যে জবাব মিঠুন দিয়েছেন, তার ভিত্তিতে তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর।

মূলত সারদার সঙ্গে মিঠুনের সম্পর্কের কথাই জানতে গিয়েছিলেন ইডি অফিসারেরা। মিঠুন জানান, তাঁর সঙ্গে সারদার এক বছরের চুক্তি হয়েছিল। ঠিক হয়েছিল, সারদার অধীনস্থ চ্যানেলে হাজির থেকে বিপণনে সাহায্য করবেন মিঠুন। এর জন্য এক বছরে তাঁকে ২ কোটি টাকা দেবে সারদা। মিঠুনের অভিযোগ, চুক্তি মতো তাঁকে সেই পুরো টাকা দেয়নি সারদা। দিয়েছিল ১ কোটি ৭৬ লক্ষ। তিনি সারদার বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ আনার তোড়জোড়ও শুরু করেছিলেন। কিন্তু সেই সময়েই সারদা নিয়ে হইচই শুরু হয়ে যায়। গ্রেফতার হন সুদীপ্ত সেন-সহ অন্যরা। তাই তাঁর আর অভিযোগ করা হয়ে ওঠেনি বলে ইডি-কে জানিয়েছেন মিঠুন। এ দিন তাঁর ব্যাঙ্ক সংক্রান্ত বেশ কিছু নথি ইডি বাজেয়াপ্ত করেছে।

বৃহস্পতিবারই ভুবনেশ্বরের আদালতে তোলা হয় সুদীপ্ত সেনকে। তিনি গত ১৪ দিন ধরে ভুবনেশ্বরে ইডি-র হেফাজতে ছিলেন। অভিযোগ, পশ্চিমবঙ্গের মতো ওড়িশাতেও সারদায় টাকা রেখে প্রতারিত হয়েছেন বহু মানুষ। এই রাজ্যের মতো ভুবনেশ্বরেও ইডি আলাদা করে সারদার বিরুদ্ধে তদন্তে নেমেছে। এ মাসের গোড়ায় ভুবনেশ্বরের আদালতে তোলা হলে সুদীপ্তকে ১৪ দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। এই ক’দিনে ওড়িশার বেশ কয়েকটি জায়গায় তাঁকে নিয়ে ঘুরেছেন ইডি অফিসারেরা। প্রতিদিন কয়েক ঘণ্টা করে জেরা করা হয়েছে তাঁকে। ইডি-র দাবি, সুদীপ্তর কাছ থেকে ওড়িশার মামলা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও পাওয়া গিয়েছে। ওড়িশার সাধারণ মানুষের কাছ থেকে যে টাকা সারদা তুলেছিল, তার মধ্যে প্রায় ৮০ কোটি টাকা নয়ছয় হয়েছে বলে প্রাথমিক ভাবে ইডি জানতে পেরেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ED saradha case mithun chakraborty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE