Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রেল-ঝক্কি সামলাতে চালু ৮ রুট

মাতৃভূমি লোকাল নিয়ে গত কয়েক দিন ধরেই সরগরম বনগাঁ-শিয়ালদহ শাখার রেলপথ। সড়ক পথেও কমেছে যানবাহনের সংখ্যা। ফলে অসুবিধায় পড়ছেন নিত্যযাত্রীরা। সমস্যা মেটাতে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনায় বিধাননগর, বারাসত, ব্যারাকপুর, বনগাঁ ও বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকায় নতুন ৮টি নতুন রুট চালু করা হল। এই রুটগুলিতে ১১০টি বাস ও ম্যাজিক ট্যাক্সি চলবে বলে জেলা পরিবহণ দফতর সূত্রে খবর।

নতুন রুটের উদ্বোধনে (বাঁ দিক থেকে) জ্যোতিপ্রিয় মল্লিক, পূর্ণেন্দু বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, আলাপন বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু এবং কাকলি ঘোষ দস্তিদার। বৃহস্পতিবার, বারাসতে। — নিজস্ব চিত্র

নতুন রুটের উদ্বোধনে (বাঁ দিক থেকে) জ্যোতিপ্রিয় মল্লিক, পূর্ণেন্দু বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, আলাপন বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু এবং কাকলি ঘোষ দস্তিদার। বৃহস্পতিবার, বারাসতে। — নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ০০:০৬
Share: Save:

মাতৃভূমি লোকাল নিয়ে গত কয়েক দিন ধরেই সরগরম বনগাঁ-শিয়ালদহ শাখার রেলপথ। সড়ক পথেও কমেছে যানবাহনের সংখ্যা। ফলে অসুবিধায় পড়ছেন নিত্যযাত্রীরা। সমস্যা মেটাতে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনায় বিধাননগর, বারাসত, ব্যারাকপুর, বনগাঁ ও বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকায় নতুন ৮টি নতুন রুট চালু করা হল। এই রুটগুলিতে ১১০টি বাস ও ম্যাজিক ট্যাক্সি চলবে বলে জেলা পরিবহণ দফতর সূত্রে খবর।
এ দিন বারাসতে নতুন রুটগুলি উদ্বোধনের পরে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘বাড়তি ট্রেনের ব্যাপারে আমরা আর্জি জানিয়েছি। সড়ক পথে যাতায়াতের সমস্যা মেটাতে নতুন রুটগুলি চালু করা হল।’’ অনুষ্ঠানে চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, পূর্ণেন্দু বসুর মতো মন্ত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন বারাসতের সাংসদ কাকলী ঘোষদস্তিদার, জেলাশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। কিছু দিনের মধ্যেই আরও কিছু নতুন রুটে বাস-গাড়ি চলবে বলে জানিয়েছে জেলা পরিবহণ দফতর।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে খবর, জেলার মধ্যে গোবরডাঙা, ঠাকুরনগর, খড়িবাড়ি-সহ কয়েকটি এলাকায় যাতায়াতের ভরসা শুধুই ট্রেন। আবার বাগদা, স্বরূপনগর, চারঘাট, বাদুড়িয়া, দেগঙ্গা, কচুয়ার মতো বিস্তীর্ণ এলাকায় রেলপথ নেই। ফলে সেখানকার বাসিন্দাদের সড়কপথে বাদুড়ঝোলা হয়ে যাতায়াত করতে হয়।

এ দিন আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘এলাকার মানুষ যাতে স্বচ্ছন্দে যাতায়াত করতে পারেন তাই এতগুলি বাস চালু হল।’’ পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু জানান, শহর থেকে গ্রামে যাতায়াত গতিময় করতেই এই উদ্যোগ।
জেলা পরিবহণ দফতরের কর্তা গোপাল শেঠ জানান, এলাকার বেকার যুবকেরাই নতুন গাড়িগুলি নিয়েছেন। এর পরে দক্ষিণেশ্বর-সেক্টর ফাইভ, বারাসত-সাঁতরাগাছি, শেখরপুর-শ্যামবাজারের মতো কিছু রুটে প্রায় ১৪০টি বাস, ৫৬টি বাতানুকূল বাস এবং ৮০টি ম্যাজিক গাড়ি নামবে। পরিবহণ দফতর সূত্রে খবর, সম্প্রতি বেআইনি অটো বাতিল করে ১১৮২টি অটোকে লাইসেন্স দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE