Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সিবিআই জেরায় ইস্টবেঙ্গল-কর্তা

সারদা কেলেঙ্কারিতে এ বার সিবিআইয়ের জেরার মুখে পড়লেন শহরের এক ক্লাব কর্তা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত সরকারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে সারদা তদন্তে বিধাননগর কমিশনারেট ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও (ইডি) দেবব্রতবাবুকে জেরা করেছিল।

দেবব্রত সরকার

দেবব্রত সরকার

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৪ ০২:৩৩
Share: Save:

সারদা কেলেঙ্কারিতে এ বার সিবিআইয়ের জেরার মুখে পড়লেন শহরের এক ক্লাব কর্তা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত সরকারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে সারদা তদন্তে বিধাননগর কমিশনারেট ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও (ইডি) দেবব্রতবাবুকে জেরা করেছিল।

এ দিন সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজির হন দেবব্রতবাবু। সে সময় এক দফা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে যান তিনি। ঘণ্টাখানেক পর ফিরে আসেন। তার পর থেকে টানা জিজ্ঞাসাবাদ চলে। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সিবিআই দফতর থেকে বেরোন দেবব্রতবাবু। সিবিআই সূত্রের খবর, ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে সারদা গোষ্ঠীর তিন বছরের জন্য কয়েক কোটি টাকার চুক্তি হয়েছিল। তা নিয়েই ওই ক্লাবকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সন্ধ্যায় এ ব্যাপারে প্রশ্ন করা হলে দেবব্রতবাবু জানান, সারদার সঙ্গে চুক্তির ব্যাপারে জানতে চেয়ে ক্লাবকে চিঠি পাঠিয়েছিল সিবিআই। তিনি ক্লাবের প্রতিনিধি হিসেবে চুক্তির কাগজপত্র সিবিআইয়ের কাছে জমা দিতে আসেন। ওই চুক্তির বিষয় নিয়েই সিবিআই কর্তাদের সঙ্গে তাঁর আলোচনা হয়। তাঁর দাবি, “সারদা-দুর্নীতি নিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করেনি সিবিআই।” সিবিআই সূত্রের খবর, শহরের অন্য কোনও ক্লাবের সঙ্গে সারদার চুক্তি হয়েছিল কি না, তা নিয়ে ইস্টবেঙ্গল কর্তাকে প্রশ্ন করা হয়। তিনি কিছু জানাতে পারেননি।

সারদা গোষ্ঠীর সঙ্গে সেবি-র কয়েক জন অফিসারের মধ্যস্থতাকারী হিসেবে দেবব্রতবাবু কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। এ দিন তিনি বলেন, “এগুলি সংবাদমাধ্যমের তৈরি করা।” সিবিআই এ ব্যাপারে তাঁকে প্রশ্ন করলে তিনি প্রমাণ-সহ উত্তর দেবেন বলে দেবব্রতবাবু জানান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cbi debobrata sarkar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE