Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সুভাষচন্দ্রের মৃত্যু-রহস্য

সুভাষচন্দ্রের মৃত্যু-রহস্য নিয়ে বিতর্ক আদতে রাজনীতির খেলা বলে শুক্রবার দাবি করলেন চিত্রপরিচালক শ্যাম বেনেগাল। বইমেলায় কলকাতা সাহিত্য উৎসবের আসরে ‘বোস দ্য ফরগটেন হিরো’ ছবির স্রষ্টার দাবি, ‘‘নেতাজির মৃত্যু নিয়ে আমার একটুও আগ্রহ নেই।’’

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:২০
Share: Save:

সুভাষচন্দ্রের মৃত্যু-রহস্য নিয়ে বিতর্ক আদতে রাজনীতির খেলা বলে শুক্রবার দাবি করলেন চিত্রপরিচালক শ্যাম বেনেগাল। বইমেলায় কলকাতা সাহিত্য উৎসবের আসরে ‘বোস দ্য ফরগটেন হিরো’ ছবির স্রষ্টার দাবি, ‘‘নেতাজির মৃত্যু নিয়ে আমার একটুও আগ্রহ নেই।’’ নেতাজির মৃত্যু কী ভাবে হয়েছে, তাঁর ছবিতে এ নিয়ে কোনও মন্তব্য করেননি শ্যাম। আর সুভাষচন্দ্রের বিষয়ে নরেন্দ্র মোদী-মমতা বন্দ্যোপাধ্যায়দের নতুন ফাইল খোলার আবহে তাঁর মন্তব্য, ‘‘আমি এতে বিস্মিত নই। নেতাজির মতো আইকন (বরেণ্য)-কে তো নেতারা রাজনৈতিক তাগিদে ব্যবহার করেই থাকেন। বরাবরই করেছেন।’’ বইমেলার মঞ্চ থেকে প্রবীণ চিত্রপরিচালকের বক্তব্য, ‘‘নেতাজির মৃত্যু নিয়ে জল্পনার থেকে বেশি জরুরি তাঁর জীবনের মর্ম বোঝা!’’ একই কথা বলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনও। —নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE