Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সারদা কাণ্ডে এ বার ডাক শঙ্কুকে

লগ্নি-কেলেঙ্কারির তদন্তের সূত্রে তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক শঙ্কুদেব পণ্ডাকে ডাক পাঠাতে চলেছে সিবিআই। কয়েক দিনের মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করে তাঁকে জেরা করা হবে বলে সিবিআই-সূত্রের ইঙ্গিত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৫ ০৩:১২
Share: Save:

লগ্নি-কেলেঙ্কারির তদন্তের সূত্রে তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক শঙ্কুদেব পণ্ডাকে ডাক পাঠাতে চলেছে সিবিআই। কয়েক দিনের মধ্যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করে তাঁকে জেরা করা হবে বলে সিবিআই-সূত্রের ইঙ্গিত।

শঙ্কুদেব এক সময়ে সারদার একটি সংবাদ চ্যানেলে চাকরি করতেন। সেখান থেকে নিয়মিত বেতন পেতেন। পাশাপাশি রোজ ভ্যালি সংস্থার সঙ্গেও তাঁর যোগাযোগের কিছু প্রমাণ মিলেছে বলে সিবিআইয়ের খবর। কেন্দ্রীয় গোয়েন্দারা এ সব ব্যাপারেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান।

শঙ্কুদেবের চাকরি জীবনের শুরু সাংবাদিকতা দিয়ে। পরে তিনি চলে আসেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে। ২০০৯-এ তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর রাজ্য সভাপতি পদে শঙ্কুদেবকে আনেন মমতা। পরে তাঁকে দলীয় ছাত্র সংগঠনের সভাপতির পদ থেকে সরিয়ে তুলে আনা হয় দলের উচ্চ পদে। তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক মনোনীত হন শঙ্কুদেব পণ্ডা তৃণমূলের নিজস্ব যে চ্যানেল, শঙ্কু এই মুহূর্তে তারও গুরুত্বপূর্ণ পদাধিকারী।

সিবিআইয়ের সম্ভাব্য তলব সম্পর্কে শঙ্কুদেবের প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি। বুধবার তাঁকে ফোন করে সাড়া মেলেনি। মোবাইলে এসএমএস পাঠালেও জবাব আসেনি। তবে ঘনিষ্ঠ মহলে তিনি সিবিআইয়ের তরফে কোনও নোটিস পাওয়া বা জেরার সম্ভাবনার কথা খারিজ করে দিয়েছেন বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE