Advertisement
২৪ এপ্রিল ২০২৪

তৃণমূলের বিজয় মিছিলে বোমা ফেটে জখম ১০

তৃণমূল সরকারের শপথগ্রহণের পরে ২৪ ঘণ্টাও কাটল না, তাদেরই দলের বিজয় মিছিলে বোমা ফেটে গুরুতর জখম হলেন ৬ শিশু-সহ ১০ জন স্থানীয় বাসিন্দা। শনিবার সকাল ৯টায় ঘটনাটি ঘটেছে বসিরহাটের কৃপালপুরে। অভিযোগ উঠেছে, বিজয় মিছিলে তৃণমূলের কোনও সমর্থকের কাছেই এই বোমা ছিল।

হাসপাতালে জখম শিশুরা। —নিজস্ব চিত্র।

হাসপাতালে জখম শিশুরা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ২৮ মে ২০১৬ ১৫:২০
Share: Save:

তৃণমূল সরকারের শপথগ্রহণের পরে ২৪ ঘণ্টাও কাটল না, তাদেরই দলের বিজয় মিছিলে বোমা ফেটে গুরুতর জখম হলেন ৬ শিশু-সহ ১০ জন স্থানীয় বাসিন্দা। শনিবার সকাল ৯টায় ঘটনাটি ঘটেছে বসিরহাটের কৃপালপুরে। অভিযোগ উঠেছে, বিজয় মিছিলে তৃণমূলের কোনও সমর্থকের কাছেই এই বোমা ছিল। এই ঘটনার মূল অভিযুক্ত আলাউদ্দিন মোল্লা পলাতক।

এ দিন এই গ্রামে কয়েকশো লোক নিয়ে তৃণমূলের বিজয় মিছিল পালিত হচ্ছিল। হাতে বোমা নিয়ে অভিযুক্ত আলাউদ্দিন মোল্লাও সেই মিছিলে হাঁটছিল। উৎসবের আমেজে মিছিলের মধ্যে বাজি ফাটানো হচ্ছিল। তারই কোনও একটা ছিটকে আলাউদ্দিনের হাতে এসে লাগলে তার হাত ফসকে বোমা নীচে পড়ে ফেটে যায়। মুহূর্তের মধ্যেই রক্তাক্ত হয়ে পড়ে বিজয় মিছিল। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূলের স্থানীয় নেতা তাপস ঘোষ। তিনি মিছিলে বোমা নিয়ে যাওয়ার কথা অস্বীকার করলে স্থানীয়েরা তাঁদের ক্ষোভ উগরে দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bomb blast TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE