Advertisement
১৬ এপ্রিল ২০২৪

আরও ৩০ স্মার্ট সিটি, দৌড়ে নেই পশ্চিমবঙ্গ

কেন্দ্রের এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বুঝিয়ে দেন, তাঁরা এই প্রতিযোগিতায় নেই। স্মার্ট সিটি-র পরিকল্পনা অনুযায়ী, কেন্দ্র ও রাজ্য ১০০ কোটি টাকা করে দেবে।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুন ২০১৭ ০৩:৫৬
Share: Save:

মোদী সরকারের আশা ছিল, স্মার্ট সিটি হওয়ার প্রতিযোগিতায় শেষ রাউন্ডে অন্তত প্রতিযোগিতায় নামবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু নবান্ন এ বারেও জানিয়ে দিল, এই দৌড়ে তারা নেই।

দেশ জুড়ে মোট ১০০টি শহরকে ‘স্মার্ট সিটি’-তে রূপান্তরিত করা হবে। এর মধ্যে ৬০টির নাম আগেই ঘোষণা হয়ে গিয়েছে। তার মধ্যে ছিল কলকাতার পাশের রাজারহাট-নিউটাউনও। এর পরেই পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে, নরেন্দ্র মোদীর স্মার্ট সিটি প্রকল্পে রাজ্য নেই। নয়াদিল্লিতে আজ বাকি ৪০টি শহরের নাম ঘোষণার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু কেবল ৩০টি শহরের নাম ঘোষণা করে বলেন, পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের শহরগুলি প্রতিযোগিতায় অংশ না নেওয়ায় সব নাম ঘোষণা করা হল না। বাকি ১০টি স্থানের জন্য মোট ২০টি শহর লড়বে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি। বিধাননগর, দুর্গাপুর ও হলদিয়া।

কেন্দ্রের এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বুঝিয়ে দেন, তাঁরা এই প্রতিযোগিতায় নেই। স্মার্ট সিটি-র পরিকল্পনা অনুযায়ী, কেন্দ্র ও রাজ্য ১০০ কোটি টাকা করে দেবে। ফিরহাদ বলেন, ‘‘আমরা আগেই বলেছি, এই তেলা মাথায় তেল দিতে চাই না। এক-একটা স্মার্ট সিটি-র জন্য প্রতি বছর ১০০ কোটি টাকা করে ৫ বছরে ৫০০ কোটি টাকা দিতে হবে রাজ্যকে। এই টাকা আমরা ব্যয় করব না। বিধানগর বা নিউটাউন আধুনিক শহর হিসেবেই তৈরি হয়েছে। তার বদলে কোথায় কোন শহরে টাকা খরচ করতে হবে, তা আমাদের অগ্রাধিকার অনুযায়ী আমরা ঠিক করব। তবে কেন্দ্র যদি চায় পুরো টাকাটাই দিয়ে দেবে, তা হলে দিয়ে দিক।’’

স্মার্ট সিটি-র বদলে রাজ্যের প্রতিটি শহরকে গ্রিন সিটি হিসেবে গড়ো তোলার পরিকল্পনা নিচ্ছে নবান্ন। যেখানে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা, পানীয় জলের জন্য জলাধার, এলইডি আলো, আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য পরিশোধন, সিসিটিভি ক্যামেরা থাকবে। পশ্চিমবঙ্গের মতো মুম্বইও এই স্মার্ট সিটি-র প্রতিযোগিতায় নেই। এ বিষয়ে একই মেরুতে তৃণমূল ও শিবসেনা। বৃহন্মুম্বই পুর নিগমের ক্ষমতায় এখন শিবসেনা। বিজেপিও তাতে শরিক। বেঙ্কাইয়া বলেছেন, মহারাষ্ট্রের বৃহন্মুম্বই, নবি মুম্বই ও অমরাবতী, এই ৩ টি শহরের স্মার্ট সিটি হওয়ার প্রতিযোগিতায় অংশ নেবে। শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন, ‘‘মুম্বই এমনিতেই স্মার্ট শহর। তাকে আরও ভাল করতে হলে আরও অর্থ দিক কেন্দ্র।’’

কেন্দ্র যে ৩০টি শহরের নাম জানিয়েছে, তাতে আছে কেরলের তিরুঅনন্তপুরম, ছত্তীসগঢ়ের নতুন রাজধানী নয়া রায়পুর, উত্তরাখণ্ডের দেহরাদূন, জম্মু ও শ্রীনগর। গুজরাতের রয়েছে গাঁধীনগর, রাজকোট ও দাহুদ। আগামী বছর ভোট এ রাজ্যে। সনিয়া গাঁধীর লোকসভা কেন্দ্র রায়বরেলী নেই তালিকায়। স্মার্ট সিটি নিয়ে রাজনৈতিক দ্বৈরথ তাই থামছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE