Advertisement
১৯ এপ্রিল ২০২৪

খাদিম কাণ্ডেআরও আট আসামির যাবজ্জীবন

সোমবার আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের বিশেষ আদালতের বিচারক অরুণকিরণ বন্দ্যোপাধ্যায় এই সাজা ঘোষণা করেন। গত শুক্রবার দ্বিতীয় পর্যায়ের মামলায় আট অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৩৪২, ৩৬৪এ এবং ১২০বি ধারায় দোষী সাব্যস্ত করা হয়।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৭ ০৫:০১
Share: Save:

প্রথম দফার রায়ে খাদিম-কর্তা পার্থ রায়বর্মণকে অপহরণের মূল চক্রী আফতাব আনসারি-সহ পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। সেই মামলার দ্বিতীয় পর্যায়েও আট অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড হল।

সোমবার আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের বিশেষ আদালতের বিচারক অরুণকিরণ বন্দ্যোপাধ্যায় এই সাজা ঘোষণা করেন। গত শুক্রবার দ্বিতীয় পর্যায়ের মামলায় আট অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৩৪২, ৩৬৪এ এবং ১২০বি ধারায় দোষী সাব্যস্ত করা হয়। জোর করে খাদিম-কর্তাকে আটক রেখে মুক্তিপণ আদায়ের দায়েই ওই আট জনকে সাজা দেওয়া হয়েছে বলে জানান সরকারি আইনজীবী নবকুমার ঘোষ। আট অপরাধীর নাম জালাল মোল্লা, মিজানুর রহমান, মোজাম্মেল শেখ, আরশাদ ওরফে আসলাম, শাহবাজ ওরফে নুর মহম্মদ, দিলশাদ ওরফে ইরশাদ, তারিক মেহমুদ ওরফে নইম এবং আখতার ওরফে পালোয়ান।

ওই আট জনের মধ্যে দিলশাদ, নইম আর আরশাদ পাকিস্তানের নাগরিক। এ দিন সাজা ঘোষণার পরে বিচারকের কাছে লিখিত আবেদনে ওই তিন পাকিস্তানি জানান, তাঁরা প্রায় ১৮ বছর জেলে আছেন। অতএব তাঁদের সাজা মকুব করে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। কিন্তু বিচারক সেই আবেদন নাকচ করে দিয়েছেন। ২০১২ সালে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। সাক্ষ্যদান পর্ব শুরু হয় ২০১৩-য়। সাক্ষ্য নেওয়া হয় ৬৮ জনের। সাক্ষীদের মধ্যে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব সৌরীন রায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE