Advertisement
২৫ এপ্রিল ২০২৪

পুলিশের জালে অর্থলগ্নি সংস্থার চেয়ারম্যান

অর্থলগ্নি সংস্থা বিশাল গোষ্ঠীর চেয়ারম্যান রতন চৌধুরী-সহ দু’জনকে নাগপুর থেকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতের ঘটনা। পুলিশ জানিয়েছে, এ রাজ্যে প্রায় দশ বছর ধরে ব্যবসা রয়েছে বিশাল গোষ্ঠীর। মূলত অর্থলগ্নি সংস্থা হলেও বিভিন্ন ব্যবসা শুরু রয়েছে এই গোষ্ঠীর। সুগন্ধি তেল তৈরি করা থেকে শুরু করে রাজ্যে মিনারেল ওয়াটারের কারখানা রয়েছে তাদের। সংস্থার বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বহু মন্ত্রীদেরও দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রের খবর।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ১২:৩৫
Share: Save:

অর্থলগ্নি সংস্থা বিশাল গোষ্ঠীর চেয়ারম্যান রতন চৌধুরী-সহ দু’জনকে নাগপুর থেকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতের ঘটনা।

পুলিশ জানিয়েছে, এ রাজ্যে প্রায় দশ বছর ধরে ব্যবসা রয়েছে বিশাল গোষ্ঠীর। মূলত অর্থলগ্নি সংস্থা হলেও বিভিন্ন ব্যবসা শুরু রয়েছে এই গোষ্ঠীর। সুগন্ধি তেল তৈরি করা থেকে শুরু করে রাজ্যে মিনারেল ওয়াটারের কারখানা রয়েছে তাদের। সংস্থার বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বহু মন্ত্রীদেরও দেখা গিয়েছে বলে স্থানীয় সূত্রের খবর।

সূত্রের খবর, সংস্থার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিস্তর অভিযোগ জমা হচ্ছিল। এ রাজ্যের বিভিন্ন থানায় সংস্থার এজেন্টদের লিখিত অভিযোগও ছিল। কিন্তু, বেশ কিছু দিন থেকে পলাতক ছিলেন রানাঘাটের বাসিন্দা রতন চৌধুরী। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কল্যাণীর চাকদহ থানা থেকে রতনবাবুর বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে গত রাতেই নাগপুরে যায় চাকদহ থানার দু’জন আধিকারিক-সহ ছ’জনের একটি দল। পুলিশ জানিয়েছে, নাগপুরের পুলিশের জালেই ধরা পড়েন রতনবাবু-সহ দু’জন। ধৃতদের ট্রানজিট রিমান্ডে রাজ্যে ফেরাবে চাকদহ থানার পুলিশ। রবিবার রাতের ট্রেনেই ধৃতদের নিয়ে ফিরবে চাকদহ থানার দলটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kolkata police finance company nagpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE