Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সিবিআইয়ে ভয় পান না মমতা, পাঁচলায় অভিষেক

সিবিআই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখানো যাবে না বলে জানিয়ে দিলেন সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: সুব্রত জানা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: সুব্রত জানা।

নিজস্ব সংবাদদাতা
পাঁচলা শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ০১:২৯
Share: Save:

সিবিআই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখানো যাবে না বলে জানিয়ে দিলেন সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হাওড়ার পাঁচলা মোড়ে দলীয় জনসভায় এসে অভিষেক বলেন, ‘‘সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনফোর্সমেন্টকে লাগিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখানো যাবে না। বরং যত এ সব করা হবে তৃণমূল তত শক্তিশালী হবে।’’

আগামী ২১ জুলাই কলকাতায় তৃণমূল শহিদ দিবস পালনের প্রস্তুতি উপলক্ষে জেলা যুব তৃণমূল এদিনের জনসভার আয়োজন করে। বক্তৃতায় আদ্যন্ত বিরোধীদের সমালোচনা করেন। পাঁচলা যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা তাই এ দিন তাঁর সমালোচনার মূল লক্ষ্য ছিল বিজেপি। প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘‘মোদী বলেছিলেন ভোটে জেতার পরেই আচ্ছে দিন আসবে। কিন্তু কোথায় কী? প্রধানমন্ত্রী হওয়ার পরে ১ বছর ২ মাস কেটে গিয়েছে। রাজ্যে ১০ পয়সাও তিনি দেননি।’’

কংগ্রেস এবং সিপিএমকেও বিজেপির সঙ্গে একই সারিতে বসিয়ে বলেন, ‘‘রাজ্যের প্রতি অবিচার নিয়ে সংসদে আমরা প্রশ্ন তুললেও কংগ্রেস এবং সিপিএমের সাংসদরা একটি দিনও সংসদে কোনও আলোচনা করেননি। পথেও নামেননি তারা।’’

এদিন সংখ্যালঘুদের উন্নয়নে মমতা কী কী করছেন তাঁর ফিরিস্তি দেন অভিষেক। তাঁর দাবি, ‘‘সংখ্যালঘুদের উন্নয়নে মমতা যা করেছেন ভারতের কোনও রাজ্য তার ২ শতাংশও করেনি।’’ হাওড়ায় এদিনই দলের কর্মীসভায় যোগ দিতে এসেছিলেনে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেই প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, ‘‘অমিত শাহ যতবার বাংলায় আসবেন তৃণমূল তত শক্তিশালী হবে।’’ এদিনের সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। জেলার তিন মন্ত্রী অরূপ রায়, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং হায়দর আজিজ সফি উপস্থিত ছিলেন। এ ছাড়াও ছিলেন অভিনেতা হিরণ এবং সোহম ও গায়ক ইন্দ্রনীল রায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE