Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বিক্ষোভকে পাশ করাল সিন্ডিকেট

রেকর্ড ফেল নিয়ে ধুন্ধুমার বিক্ষোভের পরে খোদ শিক্ষামন্ত্রী পুরনো নিয়মের পক্ষে সওয়াল করেছিলেন। স্নাতক পার্ট-১ পরীক্ষায় ফেল করা পড়ুয়াদের ফল পুরনো নিয়মেই আবার প্রকাশ করার সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৫৮
Share: Save:

রেকর্ড ফেল নিয়ে ধুন্ধুমার বিক্ষোভের পরে খোদ শিক্ষামন্ত্রী পুরনো নিয়মের পক্ষে সওয়াল করেছিলেন। স্নাতক পার্ট-১ পরীক্ষায় ফেল করা পড়ুয়াদের ফল পুরনো নিয়মেই আবার প্রকাশ করার সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।

শিক্ষা শিবিরের পর্যবেক্ষণ: এতে ফেল করা পড়ুয়াদের পাশ করানোর অর্থাৎ পরবর্তী পরীক্ষায় বসার বন্দোবস্ত হল। আপাতত বহাল রাখা হল পরীক্ষার পুরনো নিয়মবিধি।

মঙ্গলবার সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে, ২০০৯ সালের পুরনো নিয়মেই নতুন করে ফল প্রকাশ করা হবে। যে-সব পরীক্ষার্থী ২০১৭ সালের পরীক্ষায় ফেল করেছেন, নতুন মার্কশিট দেওয়া হবে শুধু তাঁদেরই। যদিও পরীক্ষার্থীর সেই সংখ্যাটি কত, কর্তৃপক্ষ তা জানাননি।

এ বার বিএ পার্ট ওয়ানে কলা বিভাগের ৫৭.৫০% পড়ুয়া ফেল করেছেন। বিজ্ঞানে পাশের হার কমেছে ১০%। পড়ুয়াদের অভিযোগ, ২০১৬ সালের নতুন নিয়মে পরীক্ষা নেওয়ায় এই বিপর্যয়। নিয়ম বদলের কথা তাঁরা জানতেনই না। পাশ করিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ-অবরোধ শুরু হয়। এ দিন আন্দোলন করে টিএমসিপি-ও। সিন্ডিকেটের সিদ্ধান্ত জানার পরে আবির খেলেন পড়ুয়াদের একাংশ। উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পরবর্তী বিজ্ঞপ্তির আগে পর্যন্ত ২০০৯ সালের নিয়মই বহাল থাকছে। পড়ুয়ারা ওই নিয়মে ভর্তি হয়েছিলেন। তাই সেই নিয়মেই ফল প্রকাশ করা উচিত বলে মনে করে সিন্ডিকেট। অকৃতকার্যদের তাই নতুন মার্কশিট দেওয়া হবে।’’ থাকছে সাপ্লিমেন্টারির ব্যবস্থাও। উপাচার্য জানান, পড়ুয়াদের সুবিচার দিতে যে-কোনও ভুলই সংশোধনের পক্ষে মত দিয়েছে সিন্ডিকেট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE