Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভোটার তালিকায় আসুক ছিটমহল, চাইছে সব দল

বাংলাদেশে থাকা ছিটমহল ভারতভুক্ত হয়েছে। তাই এ বার সেখানকার বাসিন্দাদের নাম যথাযথ ভাবে ভোটার তালিকায় তোলার দাবি উঠল সর্বদলীয় বৈঠকে। ভোটার তালিকা সংশোধনের জন্য বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের ডাকা বৈঠকে স্বীকৃত সব রাজনৈতিক দলই এই দাবি জানায়।

নির্বাচন কমিশনের দফতরে চলছে সর্বদল বৈঠক। — নিজস্ব চিত্র।

নির্বাচন কমিশনের দফতরে চলছে সর্বদল বৈঠক। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৫ ০৩:০২
Share: Save:

বাংলাদেশে থাকা ছিটমহল ভারতভুক্ত হয়েছে। তাই এ বার সেখানকার বাসিন্দাদের নাম যথাযথ ভাবে ভোটার তালিকায় তোলার দাবি উঠল সর্বদলীয় বৈঠকে। ভোটার তালিকা সংশোধনের জন্য বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের ডাকা বৈঠকে স্বীকৃত সব রাজনৈতিক দলই এই দাবি জানায়।

মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্ত বৈঠকে জানান, ছিটমহলের বাসিন্দারা কে কোন পঞ্চায়েত তথা বিধানসভা এলাকায় পড়বেন, তা চিহ্নিত করার কাজ শুরু করেছেন জেলাশাসক ও ভূমি সংস্কার দফতর। সেই কাজ হলে ভোটার তালিকায় তাঁদের নাম তোলা হবে।

সাম্প্রতিক বন্যার পরিপ্রেক্ষিতে ভোটার তালিকায় নাম তোলার সময়সীমা বাড়ানোর দাবিও ওঠে এ দিনের বৈঠকে। রাজনৈতিক দলগুলির দাবি, ভোটার তালিকায় নাম তোলার শেষ দিন ১৮ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হোক। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর। বৈঠকে বিভিন্ন দলের প্রতিনিধিরা জানান, রাজ্যের ১২টি জেলায় বন্যার ফলে অসংখ্য মানুষ এখনও এলাকা-ছাড়া। ভোটার তালিকায় নাম তোলার মতো অবস্থায় নেই তাঁরা। মুখ্য নির্বাচনী অফিসার বৈঠকে বিভিন্ন দলের প্রতিনিধিদের আশ্বাস দেন, ভোটার তালিকা সংশোধনের সময়সীমা বাড়ানোর দাবি নির্বাচন কমিশনকে জানানো হবে।

তৃণমূল কংগ্রেসের পক্ষে মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা বৈঠকে বলেছি, তালিকায় সকলের নাম যথাযথ ভাবে তুলতে হবে। নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে হবে।’’ তিনি জানান, ছিটমহলের বাসিন্দাদের নাম ভোটার তালিকায় তোলা এবং ওই তালিকায় নাম তোলার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে সব দলই।

ওই দু’টি দাবি যে তাঁদেরও, বামফ্রন্টের পক্ষ থেকে রবীন দেব তা জানিয়ে দেন। তাঁর আরও দাবি, বুথ স্তরের অফিসারেরা যাতে কোনও রাজনৈতিক দলের অফিসে বসে কাজ না-করেন, সেটা নিশ্চিত করতে হবে। আর রাজনৈতিক কারণে যে-সব মানুষ এখনও এলাকা-ছাড়া, তাঁদের নামও ভোটার তালিকায় তুলতে হবে। কংগ্রেসের পক্ষে দেবব্রত বসুর দাবি, ভোটার তালিকায় নাম তোলা বা নাম বাদ দেওয়ার ক্ষেত্রে কমিশনের অফিসারেরা যাতে নিরপেক্ষ ভূমিকা নেন, সেটা নিশ্চিত করতে হবে।

সচিত্র ভোটার পরিচয়পত্র নির্ভুল করার দাবি তোলেন বিজেপির রীতেশ তিওয়ারি। তিনি জানান, কমিশনের দেওয়া ভোটার তথ্য সংক্রান্ত স্লিপ রাজনৈতিক দল বা ক্লাবের হাতে তুলে দেওযা যাবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chitmahal All party voter list bangadesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE