Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শামি-কাণ্ডে লালবাজারে বোর্ডের দুর্নীতি দমন শাখা

একটি অডিও টেপ শুনিয়ে হাসিন এমন অভিযোগও করেন যে, দুবাইয়ে জনৈক ‘মহম্মদ ভাই’-এর  থেকে টাকা নিতে আলিশবা নামে পাকিস্তানের নাগরিক এক মহিলার কাছে গিয়েছিলেন শামি।

মহম্মদ শামি

মহম্মদ শামি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৮ ০৩:৩২
Share: Save:

মহম্মদ শামির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে শনিবার কলকাতায় এলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখার প্রধান নীরজ কুমার। তাঁর সঙ্গে এসেছিলেন দুর্নীতি দমন শাখার আরও চার অফিসার। গোয়েন্দাপ্রধান প্রবীণ ত্রিপাঠীর সঙ্গে তাঁরা দীর্ঘক্ষণ কথা বলেন। শামি ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন নীরজ কুমার-দের সামনে। এ দিন লালবাজারে হাসিন জাহানকেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন দুর্নীতি দমন শাখার অফিসাররা।

ভারতীয় দলের তারকা পেসার শামির স্ত্রী হাসিন জাহান নানা অভিযোগ করেছেন তাঁর স্বামীর বিরুদ্ধে। একটি অডিও টেপ শুনিয়ে হাসিন এমন অভিযোগও করেন যে, দুবাইয়ে জনৈক ‘মহম্মদ ভাই’-এর থেকে টাকা নিতে আলিশবা নামে পাকিস্তানের নাগরিক এক মহিলার কাছে গিয়েছিলেন শামি। কেন তিনি টাকা নিতে গিয়েছিলেন, ক্রিকেট বোর্ডের তা তদন্ত করে দেখা উচিত বলেও দাবি করেছিলেন হাসিন।

এর পরেই ভারতীয় বোর্ড তাদের চুক্তিপত্র থেকে সাময়িক ভাবে বাইরে রাখে শামি-কে। বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে আইনগত প্রশ্ন উঠেছে যে, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে তারা এমন পদক্ষেপ করতে পারে কি না। সম্ভবত তারই জেরে দুর্নীতি দমন শাখাকে দিয়ে দ্রুত শামির ব্যাপারে তদন্ত সম্পূর্ণ করতে চায় বোর্ড। ।

পাশাপাশি হাসিনের অভিযোগ খতিয়ে দেখতে শনিবারেই উত্তরপ্রদেশের আমরোহিতে শামির পৈতৃক বাড়িতে পৌঁছে গিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। শামি-বিতর্ক এখন অন্য দিকে মোড় নিয়েছে বলেও মনে করা হচ্ছে কারণ স্ত্রীর মতো শামিও এখন পাল্টা অভিযোগ করতে শুরু করেছেন। নবতম অভিযোগে শামি বলেছেন, বিয়ের সময় তিনি জানতেন না তাঁর স্ত্রীর আগে বিয়ে হয়েছিল। তাঁদের বিয়ের নথিপত্রেও নাকি হাসিন ‘ব্যাচেলর’-এর জায়গা চিহ্নিত করেছিলেন বলে প্রমাণ রয়েছে। যদিও বোর্ডের দুর্নীতি দমন শাখা এ সব নিয়ে মাথা ঘামাবে না। তারা শুধু খতিয়ে দেখবে, স্ত্রীর অভিযোগ মতো শামির সত্যিই কোনও ক্রিকেট দুর্নীতির সঙ্গে যোগসাজশ আছে কি না। বাকিটা পুলিশ খতিয়ে দেখবে।

শামির অভিযোগের উত্তরে রাতে হাসিন সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘‘আমার বিবাহ-বিচ্ছেদ হয়েছিল গার্হস্থ্য-হিংসার কারণে। শামি তখন গাড়ি চালিয়ে আমাকে সিউড়ি নিয়ে যেত আদালতে শুনানি চলাকালীন। ফলে ও সব জানে। বিয়ের সময় শামিই বলে ওর পরিবারের কাউকে আমার আগের বিবাহ সম্পর্কে না জানাতে। যদিও কাটজুনগরে আমার পাশের বাড়ির কেয়ারটেকার শামির পরিবার-কে জানিয়েছিল আমার আগের বিয়ে ও সেই পক্ষের দুই সন্তানের ব্যাপারে।’’ সর্বভারতীয় মিডিয়ার দাবি, শামি নাকি অভিযোগ করেছেন তাঁর সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট চালাতেন হাসিন। এ দিন সেই অভিযোগও উড়িয়ে দেন হাসিন। বলেন, ‘‘গ্রামের, অশিক্ষিত ছেলের সব মিথ্যা অভিযোগ আদালতেই প্রমাণ হয়ে যাবে।’’ দুবাই বিমানবন্দরের কাছে একটি হোটেলে গত ১৭-১৯ ফেব্রুয়ারি শামি থেকেছেন বলে পুলিশকে জানিয়েছেন হাসিন। তাঁর দাবি, ওই হোটেলেই আলিশবা-র সঙ্গে দেখা হয় শামির। হাসিনের এই অভিযোগের ভিত্তিতে দুবাইয়ের ওই হোটেলের যাবতীয় তথ্য (রেজিস্ট্রেশন ডিটেলস, হোটেলের লবির ফুটেজ থেকে শুরু করে হোটেল এলাকার যাবতীয় ফুটেজ) পেতে শনিবার কলকাতা পুলিশের তরফে আলিপুর আদালতে আবেদন করা হয়। লালবাজার সূত্রের খবর, আলিপুর আদালত ওই আবেদন মঞ্জুর করেছে। হোটেলের পুরো নথি পেতে আলিপুর আদালতের রায়ের ওই কপি শীঘ্রই দুবাইয়ের ওই হোটেল কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

হাসিন এ দিন সাংবাদিক সম্মেলনে দাবি করেন, সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে ছবি-সহ শামির কীর্তি জানানোর আগে তিনি বাংলার এক বিখ্যাত ক্রিকেট ব্যক্তিত্ব-কে এ ব্যাপারে জানিয়েছিলেন। (ওই বিখ্যাত ক্রিকেট ব্যক্তিত্বকে ফোনে যোগাযোগ করা যায়নি। তাই একপাক্ষিক অনুযোগের ভিত্তিতে তাঁর নাম প্রকাশ করছে না আনন্দবাজার)। এ দিকে, শামি শুধু স্ত্রীর আনা সমস্ত অভিযোগ উড়িয়েই দিচ্ছেন না, পাল্টা অভিযোগ করছেন যে, ‘‘আমিও অনেক মিথ্যের শিকার।’’ শনিবার রাতে ভারতীয় পেসার বললেন, ‘‘তদন্তকে স্বাগত। চাই, অভিযোগের সত্য-মিথ্যা প্রমাণিত হোক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE