Advertisement
১৬ এপ্রিল ২০২৪

পঞ্চায়েত নিয়ে ফের হাইকোর্টে বিরোধীরা, মামলা উঠবে কাল

মঙ্গলবার সকালেই সেই মামলা শুনবেন বিচারপতি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৮ ১৩:২৭
Share: Save:

পঞ্চায়েত নির্বাচন নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ বিরোধীরা। সোমবার সকালেই বিচারপতি সুব্রত তালুকদারের কাছে কমিশনের বিরুদ্ধে নালিশ জানিয়ে মামলা করার অনুমতি চায় কংগ্রেস। দলের তরফে ঋজু ঘোষাল অভিযোগ করেন, কমিশন শীর্ষ আদালত ও সিঙ্গল বেঞ্চের নির্দেশ মানছে না। ঋজু সওয়াল করেন, আদালত কমিশনকে নির্দেশ দিয়েছিল সমস্ত মামলাকারীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে যাতে সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করা যায়, সমস্ত পক্ষের অভিযোগের মীমাংসা করা যায়। অথচ কমিশন মামলাকারীদের পরামর্শ উপেক্ষা করে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে বিচারপতি তালুকদারের কাছে মামলার অনুমতি চাইলে, ঋজুর সঙ্গে যোগ দেন বিজেপি, পিডিএস, সিপিআই এবং সিপিএমের প্রতিনিধিরা। তাঁরাও একই অভিযোগ তুলে আলাদা আলাদা আবেদন জানান। বিচারপতি সবার বক্তব্য শুনে মামলার অনুমতি দেন। মূল পঞ্চায়েত মামলার সঙ্গেই যুক্ত করা হবে এই আবেদনগুলিকে। মঙ্গলবার সকালেই সেই মামলা শুনবেন বিচারপতি।

শনিবারই কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মামলা করার হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। অন্য বিরোধীরাও কমিশনের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে।

আইনজীবীদের ধারণা, সোমবার মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে রাজ্য জুড়ে যে অশান্তির ছবি দেখা গেল, তা মঙ্গলবার আদালতে বিরোধীদেরই হাত শক্ত করবে। কারণ, আদালত কমিশনকেই দায়িত্ব দিয়েছিল যাতে সবাই বিনা বাধায় মনোনয়নপত্র দাখিল করতে পারেন। কিন্তু বাস্তবে সোমবারের চিত্র দেখা গেল সম্পূর্ণ উল্টো। বিরোধীরা নির্বাচনকে ঘিরে যে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন, সোমবারের অশান্তির ছবি সেই দাবিকেই জোরালো করবে আদালতে।

আরও পড়ুন: লাঠি, গুলি, বোমায় আজও রক্তাক্ত মনোনয়ন, নিহত ২

আর তাই ফের পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে লম্বা আইনি লড়াইয়ের সম্ভাবনা বাড়ছে, সঙ্গে বাড়ছে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা।

আরও পড়ুন: ‘অনাথ’ করে দেবেন, হুমকি দিলীপের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nomination SEC West Bengal Panchayat Election 2018
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE