Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ডোবায় পড়ে ব্যালট, বন্‌ধ ডাকল বিজেপি

ডোবায় পড়ে গোছা গোছা ব্যালট পেপার। আর তার বেশিরভাগেই বিজেপি প্রার্থীর নামের পাশে ভোটদানের চিহ্ন।জেলা পরিষদের ওই আসনে নির্বাচন বাতিলের দাবিতে অভিযোগ তুলে রাস্তা অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা। আজ, রবিবার গড়বেতা-২ (গোয়ালতোড়) ব্লকে ১২ ঘণ্টা বন্‌ধেরও ডাক দিয়েছে বিজেপি।

উদ্ধার হওয়া ব্যালট দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। নিজস্ব চিত্র

উদ্ধার হওয়া ব্যালট দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
গোয়ালতোড় শেষ আপডেট: ২০ মে ২০১৮ ০৩:৪৬
Share: Save:

ডোবায় পড়ে গোছা গোছা ব্যালট পেপার। আর তার বেশিরভাগেই বিজেপি প্রার্থীর নামের পাশে ভোটদানের চিহ্ন।

পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের দু’দিন পরে এমনই ব্যালট উদ্ধার হয়েছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে। শনিবার সকালে গোয়ালতোড়ের কেড়ুমারা গ্রাম সংলগ্ন ডোবায় ব্যালট পেপার পড়ে থাকার খবর পেয়ে এলাকায় যান বিজেপির জেলাপরিষদ প্রার্থী পশুপতি দেবসিংহ। জেলা পরিষদের ওই আসনে নির্বাচন বাতিলের দাবিতে অভিযোগ তুলে রাস্তা অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা। আজ, রবিবার গড়বেতা-২ (গোয়ালতোড়) ব্লকে ১২ ঘণ্টা বন্‌ধেরও ডাক দিয়েছে বিজেপি।

গোয়ালতোড়ের এই আসন থেকে জেলা পরিষদে প্রার্থী হয়েছিলেন বিজেপির পশুপতি। তৃণমূলের কাবেরী চট্টোপাধ্যায়ের কাছে ১,৯৩৫ ভোটে হেরে যান তিনি। এ দিন সকালে ডোবায় ব্যালট পেপার পড়ে থাকার ঘটনায় ভোটে কারচুপির অভিযোগ তুলছেন বিজেপি প্রার্থী। পশুপতির অভিযোগ, ‘‘আমাকে হারাতে প্রশাসনের সহযোগিতায় তৃণমূল কারচুপি করেছে। বৈধ ব্যালট পেপারগুলি ডোবায় ফেলেছে। আমি এই কেন্দ্রে ফের নির্বাচনের দাবি জানাচ্ছি।’’ এ দিন গোয়ালতোড়ে এসেছিন বিজেপির রাজ্য নেতা ধীমান কোলে। তাঁর অভিযোগ, ‘‘যে সব ব্যালট পেপার উদ্ধার হয়েছে তাতে বুথের নম্বর, প্রিসাইডিং অফিসারের স্বাক্ষরও রয়েছে। এর প্রতিবাদে আমরা রবিবার সকাল ৬ টা থেকে ১২ ঘণ্টা গোয়ালতোড় বন্‌ধের ডাক দিচ্ছি।’’

অভিযোগ উড়িয়ে বিজয়ী তৃণমূল প্রার্থী কাবেরীদেবীর বক্তব্য, ‘‘কবে ভোট হয়ে গিয়েছে। গণনার পরেও একদিন কেটে গিয়েছে। বিজেপির লোকেরা নিজেরাই এ সব করে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে।’’ কিন্তু কী ভাবে ব্লক অফিসের স্ট্রং রুম থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে এই ব্যালট পেপারগুলি এল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রিটার্নিং অফিসার তথা গড়বেতা ২-এর বিডিও স্বপনকুমার দেব বলেন, ‘‘কোনও অনিয়ম হয়নি। ভোটের পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে এমন অভিযোগ তোলা অর্থহীন।’’

এ দিন সকালে ডোবায় কয়েকশো হলুদ রঙের ব্যালট পেপার পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যালট পেপারগুলিতে বিজেপি প্রার্থীর চিহ্নের পাশে ভোটদানের চিহ্ন থাকায় তাঁরা গোয়ালতোড়ের বিজেপি কার্যালয়ে খবর দেন। প্রার্থী পশুপতি-সহ দলের নেতা-কর্মীরা কেড়ুমাড়ায় এসে ডোবা থেকে উদ্ধার করেন ব্যালট পেপারগুলি। গোছা গোছা ব্যালট রাস্তায় ফেলে বিজেপি কর্মী-সমর্থকেরা গোয়ালতোড়ের কোলে মোড় অবরোধ করেন। ঘণ্টা দু’য়েক অবরোধ চলায় যানজট হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা পরিষদের এই আসনে নির্বাচন বাতিলের দাবিতে গোয়ালতোড় বাজার এলাকায় বিজেপির মিছিলও হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE