Advertisement
১৯ এপ্রিল ২০২৪
West Bengal News

বিজেপির সঙ্গে দেখা হল না নির্বাচন কমিশনারের, তীব্র কটাক্ষ শমীকের

পঞ্চায়েত মামলায় কলকাতা হাইকোর্ট নিজের রায় জানানোর পরে মনোনয়ন জমা নেওয়ার তারিখ এক দিন বাড়িয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা হল না বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের। —নিজস্ব চিত্র।

নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা হল না বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৮ ২১:৫৪
Share: Save:

আবার নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলল বিজেপি। বার বার ইচ্ছা করে বিজেপি-কে এড়িয়ে যেতে চাইছেন নির্বাচন কমিশনার। এমন অভিযোগই তোলা হল। নির্বাচন কমিশনার রাজ্যের মন্ত্রীদের স্টেনোগ্রাফারের মতো আচরণ করছেন, মন্তব্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের।

পঞ্চায়েত মামলায় কলকাতা হাইকোর্ট নিজের রায় জানানোর পরে মনোনয়ন জমা নেওয়ার তারিখ এক দিন বাড়িয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু বিরোধী দলগুলি তাতে মোটেই সন্তুষ্ট নয়। মাত্র এক দিনের জন্য মনোনয়ন জমা নিয়ে কী লাভ হবে? প্রশ্ন সব বিরোধী দলেরই। মনোনয়ন শুধুমাত্র বিডিও অফিসে কেন নেওয়া হবে? আগের মতো এসডিও অফিসেও নয় কেন? সেই প্রশ্নও তোলা হয়েছে।

এই সব বিষয় নিয়ে আলোচনা করতেই রবিবার নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে চেয়েছিল বিজেপি, সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস এবং সিপিএম নেতাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র সিংহ দেখাও করেন। কিন্তু বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে তাঁর দেখা হয়নি। প্রাক্তন বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য এবং বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এ দিন নির্বাচন কমিশনে গিয়েছিলেন। কিন্তু কমিশনার তার আগেই বেরিয়ে গিয়েছিলেন।

আরও পড়ুন: দিনবৃদ্ধি পরীক্ষা শাসক, বিরোধীর

এর আগে শনিবারও বিজেপি নেতাদের সঙ্গে নির্বাচন কমিশনারের বৈঠক নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। শুক্রবার হাইকোর্টের রায় প্রকাশিত হয়। তার প্রেক্ষিতেই শনিবার সব দলকে বৈঠকে ডাকেন কমিশনার। প্রতিটি দলকে দু’জন করে প্রতিনিধি পাঠাতে বলা হয়েছিল। বিজেপি পাঁচ জনের প্রতিনিধি দল পাঠানোয় কমিশনে প্রথমে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। পরে কমিশনের তরফে ফের বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হয়। শনিবার রাতে বৈঠকও হয়।

রবিবার শমীক ভট্টাচার্য বললেন, ‘‘আজ নির্বাচন কমিশনে গিয়ে জানতে পারলাম, আমরা পৌঁছনোর আগেই নির্বাচন কমিশনার বেরিয়ে গিয়েছেন। আমার মনে হয়, তিনি ইচ্ছাকৃতই বেরিয়ে গিয়েছেন। আমাদের সঙ্গে দেখা করবেন না বলেই এটা করেছেন।’’

আরও পড়ুন: সোমবারই নতুন করে মনোনয়ন, নির্ঘণ্ট ঘোষণা নিয়ে কাটেনি ধন্দ

কমিশনারকে না পেয়ে রাজ্য নির্বাচন কমিশনের সচিবের কাছে নিজেদের বক্তব্য জানিয়ে আসেন শমীক-জয়প্রকাশ। শমীক বলেন, ‘‘বিডিও অফিসে যে নিরাপদে মনোনয়ন জমা দেওয়া যাচ্ছে না, তা তো নির্বাচন কমিশনার নিজেই মেনে নিয়েছিলেন। মেনে নিয়েছিলেন বলেই তো নির্দেশ দিয়েছিলেন যে, এসডিও অফিসেও মনোনয়ন নিতে হবে। তা হলে এই যে একটা দিন নতুন করে মনোনয়ন জমা নেওয়া হবে, সে দিন শুধু বিডিও অফিসে কেন? এসডিও অফিসে নয় কেন?’’ রাজ্য নির্বাচন কমিশনারকে তীব্র কটাক্ষ করে শমীকবাবুর মন্তব্য, ‘‘উনি মন্ত্রীদের স্টেনোগ্রাফার হিসেবে কাজ করছেন। আমরা আমাদের বক্তব্য জানিয়ে এসেছি। দেখি কী হয়। এটুকু জানিয়ে রাখছি, আমরা মাঠেও আছি, কোর্টেও আছি।’’

প্রয়োজনে যে বিজেপি আবার আদালতে যাবে, সে কথা শমীক ভট্টাচার্যের কথায় স্পষ্ট। এসডিও অফিসে মনোনয়ন জমা নেওয়ার দাবিতে সরব হয়েছে বাম-কংগ্রেসও। নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেই সিপিএম ও কংগ্রেসের তরফে সে দাবি জানিয়ে আসা হয়েছে।

বিজেপি-র অভিযোগ বা বিরোধী দলগুলির দাবি প্রসঙ্গে নির্বাচন কমিশনের কোনও বক্তব্য জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE