Advertisement
২৩ এপ্রিল ২০২৪
West Bengal News

বাংলায় বাহিনী দিতে তৈরি, সুপ্রিম কোর্টকে বলল কেন্দ্র, রায় সোমবার

বিজেপি-র তরফে এ দিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন মুকুল রোহতগি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে সওয়াল করেন অভিষেক মনু সিঙ্ঘভি।

কী বলবে সুপ্রিম কোর্ট সোমবার? অপেক্ষায় সব পক্ষই। —ফাইল চিত্র।

কী বলবে সুপ্রিম কোর্ট সোমবার? অপেক্ষায় সব পক্ষই। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৮ ২২:২৯
Share: Save:

পঞ্চায়েত মামলার রায় সোমবার। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। রাজ্য জুড়ে শাসক দল তৃণমূল বল্গাহীন সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ তুলে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। শুক্রবার সেই মামলারই শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে। দু’পক্ষের বক্তব্য শোনার পর সর্বোচ্চ আদালত জানিয়েছে, শুনানি শেষ। রায় ‘রিজার্ভ’ রাখা হচ্ছে সোমবার পর্যন্ত।

বিজেপি-র তরফে এ দিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন মুকুল রোহতগি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে সওয়াল করেন অভিষেক মনু সিঙ্ঘভি

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের নামে গণতন্ত্রের হত্যা হচ্ছে, বিরোধী দলগুলিকে মনোনয়নপত্র জমাই দিতে দেওয়া হচ্ছে না— অভিযোগ করেন মুকুল রোহতগি। বীরভূম-সহ বেশ কয়েকটি জেলায় মনোনয়ন জমা পড়ার হিসেব তুলে ধরে বিজেপি-র কৌঁসুলি দেখানোর চেষ্টা করেন, কী ভাবে বিরোধীরা শাসকের চেয়ে যোজন পিছিয়ে মনোনয়ন জমা দেওয়ার প্রশ্নে।

রাজ্য সরকারের তরফে পাল্টা পরিসংখ্যান দেওয়া হয়। আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দুই মেদিনীপুরে মনোনয়ন জমা পড়ার হিসেব তুলে ধরে অভিষেক মনু সিঙ্ঘভি দাবি করেন, প্রশাসন তার ভূমিকা সঠিক ভাবেই পালন করছে। সিঙ্ঘভি নিজের সওয়ালে বলেন— বাংলায় অশান্তি হচ্ছে, কিন্তু সে অশান্তির মূলে বিজেপি, বাংলায় তাদের কোনও রাজনৈতিক অস্তিত্ব নেই, অস্তিত্ব প্রমাণ করার জন্যই বিজেপি গোলমাল করছে।

আরও পড়ুন: পঞ্চায়েত: পুলিশের সামনেই বোমা-গুলি-লাঠি, হামলা চলছেই

আরও পড়ুন: ভোট আছে, হিংসা আছে, নেই সেই পঞ্চায়েত

কেন্দ্রীয় সরকারের কৌঁসুলিও এই মামলার সওয়াল-জবাবে অংশ নেন। বাংলায় শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের জন্য কেন্দ্র সব রকম সাহায্য করতে প্রস্তুত বলে তিনি সুপ্রিম কোর্টকে জানান। প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় বাহিনীও দেবে, জানান তিনি।

মনোনয়ন জমা দিতে বিরোধীদের বাধা দেওয়া হয়েছে, তাই মনোনয়ন জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়ার পাশাপাশি উপযুক্ত নিরাপত্তারও ব্যবস্থা করা হোক। সুপ্রিম কোর্টে এ দিন এমন আর্জিই জানিয়েছে বিজেপি-র লিগ্যাল সেল।

সব পক্ষের কথা শুনে শীর্ষ আদালত জানিয়েছে, রায় রিজার্ভ রাখা হচ্ছে। সোমবার ঘোষণা করা হবে। সোমবার যে হেতু মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ, সে হেতু মনোনয়নের জন্য অতিরিক্ত সময় দেওয়া হতে পারে বলে একাংশ আশা করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE