Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কেষ্টর অফিসেই পৌঁছে গেলেন সেই বিজেপি ‘প্রার্থী’ চিত্রলেখা

চিত্রলেখার উত্তর, ‘‘এটি একান্তই পারিবারিক ব্যাপার। কারও কথায় কিছু হয়নি।’’ তা হলে বিজেপিতে কেন গেলেন? চিত্রলেখার উত্তর, ‘‘বলছি তো, কিছু একটা হয়েছিল।’’ কী সেটা, তা আর খোলসা করেননি।

অনুব্রত মণ্ডলের পাশে চিত্রলেখা রায়। যিনি এ বার বিজেপি’র হয়ে মনোনয়ন জনা দিলেও পরে তা তুলে নেন। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী

অনুব্রত মণ্ডলের পাশে চিত্রলেখা রায়। যিনি এ বার বিজেপি’র হয়ে মনোনয়ন জনা দিলেও পরে তা তুলে নেন। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৮ ০১:৫৫
Share: Save:

দু’দিন আগেও তিনি ছিলেন বীরভূম জেলার একমাত্র বিরোধী প্রার্থী। রাজনগর আসন থেকে বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নও জমা দিয়েছিলেন চিত্রলেখা রায়। তবে, বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন তিনি। শুক্রবার সেই চিত্রলেখাকেই দেখা গেল বোলপুরের তৃণমূল কার্যালয়ে।

সদ্য শেষ হয়েছে মনোনয়ন পর্ব। এ বার কী করণীয়, তার রূপরেখা ঠিক করতে এ দিন তৃণমূল জেলা কমিটির বৈঠক হয় বোলপুরে। জেলার নেতারা সেখানে উপস্থিত ছিলেন। জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নেতৃত্বে এই বৈঠক হয়। বৈঠক শেষে তিনি বলেন, ‘‘কোথায় কী মনোনয়ন জমা পড়ল না পড়ল, ফর্ম-বি কাদের দেওয়া হবে না হবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বৈঠক।’’

কিন্তু, এ দিনের আলোচনার কেন্দ্রে ছিলেন চিত্রলেখা রায়। এ দিনও প্রশ্নটা ঘুরছিল। তা হলে কি চাপের মুখে মনোনয়ন তুলতে বাধ্য করা হয়েছে? প্রশ্ন শুনে অনুব্রত জবাব দেন নিজেই। বলেন, ‘‘প্রার্থীকেই জিজ্ঞেস করুন। এসেছে তো। ওকে আমি নিজেই বারবার জিজ্ঞেস করেছিলাম কেউ কি চাপ দিয়েছে? ও একটাই কথা বলেছে, মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে থাকতে চাই। নইলে অন্যায় করা হবে।’’ আর চিত্রলেখার উত্তর, ‘‘এটি একান্তই পারিবারিক ব্যাপার। কারও কথায় কিছু হয়নি।’’ তা হলে বিজেপিতে কেন গেলেন? চিত্রলেখার উত্তর, ‘‘বলছি তো, কিছু একটা হয়েছিল।’’ কী সেটা, তা আর খোলসা করেননি।

তৃণমূল সদস্য হিসেবে কী ভাবে কাজ করতে চান? চিত্রলেখার উত্তর, ‘‘আগেও ছিলাম, এখনও আছি, থাকবো।’’ তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবাসেন। তাই শেষ পর্যন্ত এই দলেই থাকতে চান। এ বিষয়ে অনুব্রত ফের বলেন, ‘‘যেহেতু ওঁর স্বামীও তৃণমূলের সক্রিয় সদস্য, তাই চিত্রলেখা যদি সক্রিয় ভাবে দল করবেন ভাবেন দলে সব সময় স্বাগত জানাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE