Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সোমবারই নতুন করে মনোনয়ন, নির্ঘণ্ট ঘোষণা নিয়ে কাটেনি ধন্দ

সোমবার মনোনয়ন জমার পরে এক দিন বাদে বুধবার তার বৈধতা যাচাই হবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। শনিবার রাতে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৮ ০৩:১২
Share: Save:

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশের মেয়াদ এক দিন বাড়াল রাজ্য নির্বাচন কমিশন। আগামিকাল, সোমবার নতুন করে মনোনয়ন দেওয়া যাবে। দিনভর টানাপড়েনের পরে শনিবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত হলেও ভোটের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে ধন্দ কিন্তু কাটেনি।

সোমবার মনোনয়ন জমার পরে এক দিন বাদে বুধবার তার বৈধতা যাচাই হবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। শনিবার রাতে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। ২৮ এপ্রিল সেই পর্ব মেটার পরে স্বাভাবিক ভাবেই আগের নির্ঘণ্ট মতো ১ মে থেকে ভোট শুরু করা সম্ভব নয়। কিন্তু ভোটের নতুন দিনক্ষণ এ দিন ঘোষণা করেনি কমিশন।

পঞ্চায়েত আইন অনুযায়ী মনোনয়ন পর্বের সঙ্গে সঙ্গেই ভোটের দিন ঘোষণা করা হয়। এ ক্ষেত্রে তার অন্যথা হল কেন? কমিশনের এক কর্তা জানান, হাইকোর্টের নির্দেশ মেনেই প্রথমে মনোনয়ন ও তার পর ভোটগ্রহণের নির্ঘণ্ট ঘোষণা করা হবে।

শনিবার রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে আলাদা করে বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশন। বিকেলে কমিশনার অমরেন্দ্রকুমার সিংহের সঙ্গে দেখা করেন পঞ্চায়েত দফতরের আধিকারিক সৌরভ দাস। বৈঠক থেকে বেরিয়ে তিনিই প্রথম মনোনয়ন জমার নির্ঘণ্ট জানান। সৌরভ বলেন, ‘‘সরকার যা বলেছে, তা কমিশন মেনে নিয়েছে। কমিশনের সঙ্গে কোনও বিরোধ নেই।’’

কমিশন সূত্রে খবর, রাজ্য সরকারের প্রতিনিধির এই ‘আচরণে’ ক্ষুণ্ণ কমিশনার। সৌরভ কেন এমন কথা সংবাদমাধ্যমে বললেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। সন্ধ্যায় বিজেপি দাবি করে, কমিশনার তাঁদের বলেছেন, তিনি তখনও মনোনয়নের দিনক্ষণ ঘোষণা করেননি। বাইরে কে কী বলেছেন, তা তিনি জানেন না।

সূত্রের খবর, ভোটগ্রহণের নির্ঘণ্ট নিয়ে কমিশনারের কাছে প্রস্তাব রাখতে চেয়েছিলেন সৌরভ। কিন্তু তা নিয়ে আলোচনা চাননি কমিশনার। সে কারণে মনোনয়নপত্র জমা, তার বৈধতা যাচাই ও প্রত্যাহারের বিষয়েই আলোচনা সীমাবদ্ধ থাকে। এক কমিশন-কর্তার কথায়, ‘‘হাইকোর্টের নির্দেশ মেনে এখন মনোনয়ন পেশের বিষয় নিয়ে আলোচনা চলেছে। নির্ঘণ্টের সঙ্গে এর সম্পর্ক নেই।’’

তৃণমূল এ দিন রমজান মাস শুরুর আগে ভোটগ্রহণ শেষ করার দাবি জানিয়েছে। প্রয়োজনে এক দিনে ভোট হলেও তাঁদের আপত্তি নেই বলে জানান পার্থ চট্টোপাধ্যায়। ২০১৩ সালে অবশ্য রমজান মাসেই পঞ্চায়েত ভোট হয়েছিল। কমিশনের মতে, এ ব্যাপারে আইনি বাধা নেই।

১২ এপ্রিল ভোট-প্রক্রিয়া বন্ধ করে বিজ্ঞপ্তি জারির আগে যে সব মনোনয়ন প্রত্যাহার হয়েছে, তা বৈধ বলেই এ দিন জানিয়েছে কমিশন।

এ দিন দুপুরে কমিশনারের সঙ্গে দেখা করতে যান পাঁচ বিজেপি নেতা। কিন্তু প্রতি দলের দু’জন দেখা করতে পারবেন বলে কমিশন জানিয়েছিল। প্রতিবাদে বৈঠক বয়কট করে বিজেপি হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে গিয়ে বিষয়টি জানান। পরে সন্ধ্যায় অবশ্য কমিশনে গিয়ে বৈঠক করে বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE