Advertisement
১৮ এপ্রিল ২০২৪

প্রতিষ্ঠা দিবসে মোর্চায় কি বিনয় উদয়

এই অবস্থায় শনিবার দার্জিলিং মোটর স্ট্যান্ডে মোর্চার পতাকা তোলার কথা বিনয়ের। সভাও করবেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং ও শিলিগুড়ি শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৭ ০৪:০৭
Share: Save:

আজ, শনিবার দশ বছর পূর্ণ হচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চার। ঠিক তার প্রাক্কালে দলের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিমল গুরুঙ্গের সঙ্গে আর এক প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে জিটিএ-র কেয়ারটেকার বোর্ডের প্রধান বিনয় তামাঙ্গের টক্কর চলছে পুরোদমে। বৃহস্পতিবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের উপরে হামলার পরে এই দ্বৈরথ আরও তীব্র হয়েছে। গুরুঙ্গ গোপন ডেরা থেকে দিলীপকে রক্ষা করার বার্তা দিয়েছেন ঠিকই। কিন্তু শুক্রবার তাঁর ঘনিষ্ঠ কার্শিয়াং পুরসভার কাউন্সিলররা বিনয়ের সঙ্গে থাকার বার্তা দিয়েছেন।

এই অবস্থায় শনিবার দার্জিলিং মোটর স্ট্যান্ডে মোর্চার পতাকা তোলার কথা বিনয়ের। সভাও করবেন তিনি। বিনয়ের দাবি, অন্তত তিন হাজার কর্মী-সমর্থক হাজির থাকবেন সেখানে। গুরুঙ্গের নাম না করে তাঁর বার্তা, ‘‘কোনও নাশকতা অথবা অন্ধকারে থাকা নেতার সঙ্গে পাহাড়ের কেউ নেই, সেটা রোজই বেশি করে বুঝিয়ে দিচ্ছেন তাঁরা। দলের প্রতিষ্ঠা দিবসেও তা আরও জোরদার হবে।’’ প্রতিষ্ঠা দিবস পালন নিয়ে এ দিন সন্ধ্যে পর্যন্ত গুরুঙ্গের কোনও অডিও-বার্তা প্রকাশ্যে না এলেও বিমল-অনুগামীদের বিরুদ্ধে পাহাড়ের তিনটে জায়গায় রাস্তা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। তাই প্রতিষ্ঠা দিবস নিয়ে বিনয়-বিমলের দ্বৈরথের দিকেও নজর পাহাড়ের অন্যান্য দলেরও।

আরও পড়ুন: গাঁধী হত্যার তদন্ত? মত নেবে কোর্ট

বিনয় যে কেয়ারটেকার বোর্ডের দায়িত্ব পাওয়ার পরে ধীরে ধীরে তাঁর প্রভাব বিস্তার করছেন, সেটা মানছেন অন্য দলের নেতারাও। জিএনএলএফ ও জাপের অনেক নেতাই একান্তে বলছেন সে কথা। উদাহরণ হিসেবে তাঁরা গুরুঙ্গ শিবির থেকে বিনয়ের দিকে চলে যাওয়ার প্রবণতাকে। এ দিন গুরুঙ্গের অন্যতম ঘনিষ্ঠ বলে পরিচিত স্যামুয়েল গুরুঙ্গ এবং কার্শিয়াং পুরসভার সব কাউন্সিলর বিনয় তামাঙ্গ-অনীত থাপাদের সমর্থন জানিয়েছেন। আজ মোর্চার প্রতিষ্ঠা দিবসে গুরুঙ্গকে আরও কোণঠাসা করার ছক রয়েছে বিনয়দের। কালিম্পং এবং দার্জিলিং পুরসভার সিংহভাগ কাউন্সিলর এবং জিটিএ-র প্রাক্তন সভাসদদের অনেকেই বিনয়ের পাশে দাঁড়ানোর বার্তা দিতে পারেন বলেও বিনয় শিবিরের দাবি।

তবে গুরুঙ্গ শিবিরের খবর, চকবাজারের সভায় যাতে বেশি কর্মী-সমর্থক উপস্থিত হতে না পারেন, সে জন্য গোপনে প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন মোর্চা সভাপতি। তাই পাতলেবাস-সিংমারির পাঁচ জায়গায় রাস্তা কাটার অভিযোগের তিরও গুরুঙ্গ শিবিরের দিকে গিয়েছে। পুলিশের দাবি, জঙ্গলমহলে মাওবাদীদের ধাঁচে কাটা হয়েছে পাহাড়ের রাস্তা। এর মধ্যে দিলীপ ঘোষের উপরে হামলার অভিযোগে যে দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ, এ দিন তাঁরা জামিন পেয়ে যান।

বিমলের অনুগামী কাউকে এ দিন সকাল থেকে সক্রিয় হতে দেখা না গেলেও দিলীপবাবু গুরুঙ্গের হয়ে ব্যাট ধরেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতেই গুরুঙ্গের সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। দিলীপ বলেন, ‘‘গুরুঙ্গ এবং তাঁর অনুগামীরা তো চার মাস ধরে এখানে মার খাচ্ছেন। আমি মাত্র একদিন মার খেলাম।’’

এর জবাব দিতে চাননি বিনয়। তিনি সকালে কার্শিয়াঙে গিয়ে কাউন্সিলরদের সঙ্গে আলোচনায় বসেন। তার পর ব্যস্ত হয়ে পড়েন দার্জিলিং মোটর স্ট্যান্ডের বৈঠকের প্রস্তুতি নিয়ে। দলের প্রবীণ নেতাদের কয়েক জনের মতে, এই সভা থেকেই দলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চান বিনয়।

হলফনামা দেওয়ার নির্দেশ

পাহাড়ে সাম্প্রতিক আন্দোলনে ১১ জনের মৃত্যু এবং একাধিক বিস্ফোরণের সিবিআই ও এনআইএ তদন্তের আর্জি জানিয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চা। সেই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্ট সব পক্ষকে ছ’ সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে শুক্রবার এক প্রেস বিবৃতিতে মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি জানান। তিনি বলেন, ‘‘জুন মাস থেকে পাহাড়ে আন্দোলনে ১১ জনের মৃত্যু হয়েছে। একাধিক বিস্ফোরণ হয়েছে। আমরা ওই মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত চাই। বিস্ফোরণের ঘটনার তদন্ত এনআইএর হাতে দেওয়ার আর্জি জানিয়ে গত ৬ অক্টোবর সর্বোচ্চ আদালতে জনস্বার্থ মামলা করেছি।’’ রাজ্য সরকারের একটি সূত্রের দাবি, সর্বোচ্চ আদালতের নির্দেশের প্রতিলিপি পেলে সেই মতো পদক্ষেপ করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE