Advertisement
১৯ এপ্রিল ২০২৪
West Bengal News

তীব্র আক্রমণে বিজেপি, মুকুলের নিশানায় খোদ মমতা, অভিষেকও

ধর্মতলায় আজ বিজেপির সমাবেশ। প্রথম বার বিজেপির সভামঞ্চে মুকুল রায়।

সমাবেশ মঞ্চে মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়।

সমাবেশ মঞ্চে মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৭ ১৩:২৬
Share: Save:

রানি রাসমণি রোডে বড়সড় জমায়েত বিজেপির। আজই প্রথম বার বিজেপির প্রকাশ্য সভামঞ্চে এলেন মুকুল রায়। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বেই ধর্মতলায় এই সমাবেশের ডাক দিয়েছিল বিজেপি। কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। অন্যতম প্রধান বক্তা ছিলেন মুকুল রায়।

ধর্মতলার সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন মুকুল রায়। মমতার তীব্র নিন্দা করলেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষও। কী বলল বিজেপি? দেখে নিন এক ঝলকে:

• আগামী পঞ্চায়েত নির্বাচন আমাদের পরীক্ষা। পশ্চিমবঙ্গে পরিবর্তনের পরিবর্তন শুরু হবে পঞ্চায়েত থেকেই। বললেন দিলীপ।

• এত দিন আমরা খালি হাতে ভদ্রলোকের মতো নির্বাচন করতে যেতাম। এ বার আর তা হবে না। যে ঠাকুর যে ফুলে তুষ্ট, তাঁর জন্য সেই ফুলই নিয়ে যাবেন। বিজেপি কর্মীদের নির্দেশ দিলেন দিলীপ ঘোষ।

• মমতা বন্দ্যোপাধ্যায় আজ মিডিয়ার সামনে আসেন না। মাঝে-মধ্যে নবান্নে বসে বাণী দেন। উল্টো-পাল্টা, মিথ্যা তথ্য দেন। দাবি দিলীপের।

সেই মমতা বন্দ্যোপাধ্যায়, বাঘিনী, আজ বিড়ালে পরিণত হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের।

• মণিপুর, ত্রিপুরা-সহ বিভিন্ন রাজ্যে তৃণমূলের বিধায়করা বিজেপিতে যোগ দিচ্ছেন, বললেন দিলীপ ঘোষ।

মণিপুর, ত্রিপুরার প্রসঙ্গ টেনে দিলিপের আরও মন্তব্য— সব খুচরো দোকান একে একে বন্ধ করে দিয়েছি। ২০২১-এ পাইকারি দোকানটাও বন্ধ করে দেব। কালীঘাটের পাইকারি দোকানে তালা ঝুলিয়ে দেব।

• বিজেপিকে যে ভাঙতে আসবে, বিজেপি তাকে গুঁড়ো করে দেবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের।

• গোটা রাজ্যে বিরোধী দল ভাঙিয়ে একের পর এক পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ দখল করেছে তৃণমূল। বললেন দিলীপ।

• মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বিজেপি দল ভাঙাচ্ছে। দল ভাঙানোর রানি মমতা। তিনিই আমাদের বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ তুলছেন? বিস্ময় প্রকাশ করলেন দিলীপ।

• গোটা রাজ্যে বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। পুলিশ এবং গুণ্ডা লাগিয়ে আক্রমণ করছে তৃণমূল। অভিযোগ দিলীপের।

• তোষণের অভিযোগ তুলে মমতাকে ফের আক্রমণে রাজ্য বিজেপির সভাপতি।

• ‘এ কী ধরণের তোষণ!’ দুর্গাপুজোর বিসর্জনের জন্য আজ আদালত থেকে অনুমতি নিতে হচ্ছে। সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে। মন্তব্য দিলীপ ঘোষের।

• ভাষণ দিচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ

ধর্মতলায় বিজেপির সমাবেশে এ দিন যে রকম ভিড় দেখা গিয়েছে, তা দলের নেতৃত্বকে স্বস্তিতেই রাখবে।

• কেন্দ্রীয় সরকারের প্রকল্প স্বচ্ছ ভারত অভিযান। টাকা দিচ্ছে কেন্দ্র। সেই প্রকল্পের নাম বদলে করে দিয়েছেন, ‘মিশন নির্মল বাংলা’।

• কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। ৫০০০ কোটি টাকা দেওয়ার কথা রাজ্যের। সেই প্রকল্পের নাম বদলে করে দিয়েছে ‘বাংলা গ্রাম সড়ক যোজনা’, বললেন কৈলাস বিজয়বর্গীয়।

নির্লজ্জতারও একটা শেষ থাকে। বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বললেন কৈলাস বিজয়বর্গীয়।

• ভাষণ দিচ্ছেন কৈলাস বিজয়বর্গীয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণে কৈলাস।

• ডেলোর বৈঠক নিয়ে মুখ খুললেন মুকুল রায়

• ‘ডেলোর বৈঠকে আমি, কুণাল ঘোষ এবং রাঘবেন্দ্র সিংহ ছিলাম। কিন্তু পর্যটন নিয়ে আলোচনার পরে আমরা বেরিয়ে গিয়েছিলাম।’ বললেন মুকুল।

• সবাই জানেন ‘জাগো বাংলা’ তৃণমূলের মুখপত্র। আসলে ‘জাগো বাংলা’ অভিষেকের মালিকাধীন একটা সংস্থা।

• সুপার স্পেশ্যালিটি হাসপাতাল বানিয়ে দিচ্ছে, কিন্তু সেখানে ডাক্তার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা স্বাস্থ্য দফতরকে আক্রমণ করে মন্তব্য মুকুল রায়েক।

• বিজেপি দফতরে সাংবাদিক বৈঠক করে যে ফাইল দেখিয়েছিলেন মুকুল রায়, ধর্মতলার মঞ্চ থেকে সেই ফাইল খুললেন মুকুল।

• ‘নথি’ দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ মুকুলের।

• বিশ্ববাংলার যে লোগো ব্যবহার করছে রাজ্য সরকার, তা কোনও সরকারি লোগো নয়। বিশ্ববাংলার লোগো আসলে অভিষেকের মালিকাধীন সংস্থা, দাবি মুকুলের।

• তৃণমূলে কোনও গণতন্ত্র নেই, দলের মধ্যে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা।

• আপনার যদি সরকার চালানোর অধিকার থাকে, আমারও সমালোচনা করার অধিকার রয়েছে। মমতার উদ্দেশে বললেন মুকুল রায়।

পাল্টে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি মমতাকে আক্রমণে মুকুল রায়।

ডেঙ্গিতে মানুষ মারা যাচ্ছেন। আর মুখ্যমন্ত্রী উৎসব করে বেড়াচ্ছেন।

• পুলিশ দিয়ে বিরোধীদের দমন করা হচ্ছে বাংলায়। বাংলায় এখন পুলিশ রাজ চলছে, বললেন মুকুল।

• পুলিশ-গোয়েন্দাদের ব্যবহার করে বিরোধীদের দমনের রাজনীতি শুরু হয়েছে। এমনটা আগে কখনও হয়নি, বললেন মুকুল।

• মুকুলের ভাষণ শুরুর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন উত্তর ২৪ পরগণার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পার্থসারথি দত্ত।

• দুপুর ২টো ২৫ মিনিট। বলতে শুরু করলেন মুকুল রায়। বিজেপিতে যোগদানের পর মুকুল রায়ের প্রথম ভাষণ।

সভা শুরু হওয়ার আগেই ভিড়ে ঠাসা বিজেপির সমাবেশস্থল।

• তৃণমূলকে তীব্র আক্রমণ রাহুল সিংহের। বাংলায় তীব্র সাম্প্রদায়িক তোষণ শুরু করেছে তৃণমূল, অভিযোগ রাহুলের।

• ‘‘১০০টা মমতা এলেও পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে পারবেন না।’’ মন্তব্য রাহুল সিংহের।

• আজকের এই মঞ্চ ময়দান থেকে তৃণমূলের বিসর্জনের বাজনা বাজতে শুরু করেছে: রাহুল।

• তৃণমূল সৃষ্টি করেছিলেন যিনি, সেই মুকুল রায় আজ এখানে তৃণমূলের ধ্বংসের বীজ বপন করবেন: রাহুল।

• আমি নাকি তৃণমূল নেতার সঙ্গে বৈঠক করেছি। এই সব মিথ্যা রটাচ্ছে তৃণমূল, বললেন রাহুল।

• কুৎসার রাজনীতি করছে তৃণমূল। আমাকে আর মুকুলকে নিয়ে কুৎসা ছড়াচ্ছে, বললেন রাহুল সিনহা।

• দুপুর ২টো ১০ মিনিট। বক্তব্য রাখছেন রাহুল সিনহা।

• দুপুর ২টো ৫ মিনিট নাগাদ সভামঞ্চে পৌঁছলেন মুকুল রায়। মুকুলকে স্বাগত জানালেন কৈলাস, দিলীপ, রাহুলরা।

• রানি রাসমণি রোডের সভামঞ্চে পৌঁছলেন বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সদ্য দলে আসা মুকুল রায়, প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমানে দলের জাতীয় সচিব রাহুল সিংহ হাজির এক মঞ্চে।

• দিলীপ, মুকুল, রাহুলকে একমঞ্চে এনে দলে অসন্তোষের জল্পনা ওড়ানোর চেষ্টা বিজেপি নেতৃত্বের।

• বিজেপির সভার দিনে মুকুল রায়ের খাসতালুক কাঁচরাপাড়ায় রেল অবরোধ। শিয়ালদহ মেইন সেকশনে ট্রেন চলাচল বিপর্যস্ত।

• ট্রেনে সাধারণ কামরা ছেঁটে মহিলা কামরা বাড়ানোর প্রতিবাদে অবরোধ। কিন্তু মুকুল রায়ের দাবি, অবরোধের আসল কারণ বিজেপি কর্মী-সমর্থকদের কলকাতায় পৌঁছনোর পথ আটকে দেওয়া।

• নদিয়ার বিভিন্ন অঞ্চল থেকে এবং উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চল থেকে অনেক বিজেপি কর্মী-সমর্থক ট্রেনে ধর্মতলায় যাবেন স্থির করেছিলেন। তা ভেস্তে দিতেই তৃণমূল অবরোধ করেছে বলে মুকপল রায়ের ্অভিযোগ।

• বিভিন্ন জেলায় বিজেপি কর্মী-সমর্থকদের গাড়ি আটকানো হচ্ছে, হামলা হচ্ছে, পার্টি অফিস ভাঙচুর হচ্ছে বলে মুকুল রায়ের দাবি।

ছবি: সুমন বল্লভ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE