Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ডেঙ্গি-যুদ্ধে দিলীপরা

ডেঙ্গি নিয়ে কোনও তথ্য গোপন করা হয়নি এবং হবেও না, নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করা হয়েছিল সরকারের তরফে। বিজেপি রাজ্য নেতৃত্বের অভিযোগ, তার পরেও কিন্তু অনেক তথ্যই প্রকাশ করা হয়নি।

ডেঙ্গি নিয়ে বিজেপির যুব মোর্চার বিক্ষোভে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। শিলিগুড়ির হাসমিচকে শনিবার। ছবি: বিশ্বরূপ বসাক

ডেঙ্গি নিয়ে বিজেপির যুব মোর্চার বিক্ষোভে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। শিলিগুড়ির হাসমিচকে শনিবার। ছবি: বিশ্বরূপ বসাক

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৭ ০৩:৪৪
Share: Save:

ডেঙ্গি নিয়ে জোরকদমে প্রচারে নামছে রাজ্য বিজেপি। এ দিন শিলিগুড়িতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, কোন জেলায় কত জন ডেঙ্গিতে আক্রান্ত এবং মৃত, তা নিয়ে জেলা নেতারা রিপোর্ট দেবেন রাজ্য নেতৃত্বকে। দিলীপবাবুর দাবি, রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯০। কিন্তু রাজ্য ডেঙ্গির কথা মানতেই চাইছে না। উল্টে তারা ডেঙ্গিতে মৃত্যু হলে তা ধামাচাপা দিতে চাইছে বলেও দাবি দিলীপের। রাজ্যের পরিসংখ্যানকে ভুল প্রমাণ করতে তাই জেলা নেতাদের তথ্য জোগাড়ের দায়িত্ব দেওয়া হল।

ডেঙ্গি নিয়ে কোনও তথ্য গোপন করা হয়নি এবং হবেও না, নবান্নে সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করা হয়েছিল সরকারের তরফে। বিজেপি রাজ্য নেতৃত্বের অভিযোগ, তার পরেও কিন্তু অনেক তথ্যই প্রকাশ করা হয়নি। উদাহরণ হিসেবে দিলীপবাবুরা শিলিগুড়িরই দাগাপুরের কথা বলছেন। বিকেলে সেখানকার বান্দ্রিজোতে দুই মৃতের বাড়িতে গিয়ে পরিজনদের সঙ্গে কথাও বলেন দিলীপ। ঘুরে দেখেন এলাকাটি।

বাসিন্দাদের একাংশের দাবি, দাগাপুর-সহ গোটা শিলিগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক স্কুল ছাত্র-সহ চার জনের মৃত্যু হয়েছে। কারও মৃত্যুর নথিতেই কারণ হিসেবে ‘ডেঙ্গি’ লেখা হয়নি।

দিলীপবাবুর অভিযোগ, ডেঙ্গি লুকোনোর চেষ্টা করাতেই যথাযথ চিকিৎসা হচ্ছে না। তাতেই রোগীদের মৃত্যু হচ্ছে বলে অভিযোগ তাঁর। তিনি বলেন, ‘‘ডেঙ্গি লুকোতে গিয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।’’

দিলীপবাবুর আরও দাবি, ডেঙ্গির সব তথ্য হাতে এলে রাজ্যের ডেঙ্গি-জালিয়াতি প্রমাণ হয়ে যাবে। মৃতের পরিবার পিছু ক্ষতিপূরণও চেয়েছে বিজেপি।

পুজোর ঢের আগে থেকেই শিলিগুড়িতে ডেঙ্গির প্রকোপ চলছে। বান্দ্রিজোতের যে এলাকায় এ দিন দিলীপবাবু যান, সেখানে মৃত্যুর প্রতিটা ঘটনাই পুজোর আগে হয়েছে। তবে এখনও এলাকায় জ্বরের রোগীর সংখ্যা অন্তত ২০ জন বলে দাবি করা হয়েছে।

বাসিন্দাদের অভিযোগ, কয়েক মাস ধরে জ্বরের প্রকোপ চললেও জেলা স্বাস্থ্য দফতরের কেউ খোঁজ করতে এলাকায় যাননি। স্বাস্থ্য দফতরের দাবি, এলাকায় ডেঙ্গিতে মৃত্যুর খবর নেই। রক্তাল্পতা, কিডনির অসুখে ভুগে মৃত্যুর ঘটনাকে ডেঙ্গির বলে চালানোর চেষ্টা হচ্ছে বলে দাবি করলেন স্বাস্থ্য দফতরের এক কর্তা। তাঁর কথায়, ‘‘এলাকায় সমীক্ষা হয়েছে। কয়েক জন জ্বরে আক্রান্ত ঠিকই তবে ডেঙ্গি পাওয়া যায়নি।’’

এর মধ্যে এ দিন বিকেলেই শিলিগুড়ির হাসমিচকে ডেঙ্গি রুখতে পুরসভা-রাজ্য সরকার ব্যর্থ অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। তা নিয়ে পুলিশের সঙ্গে যুব মোর্চার সমর্থকদের ধস্তাধস্তিও হয়। যুব মোর্চার তরফে দাবি করা হয়েছে, পুলিশের থেকে আগাম অনুমতি নিয়েই এই বিক্ষোভের কর্মসূচি আয়োজন করা হয়েছিল। কিন্তু পুলিশ বিনা প্ররোচনায় টানাহ্যাঁচড়া করে বিক্ষোভ ভন্ডুল করে দেয় বলে বিজেপির অভিযোগ। যদিও পুলিশের তরফে দাবি, বিক্ষোভের সম্মতি দিলেও থাকলেও অবরোধের অনুমতি ছিল না। বিজেপির যুব মোর্চার কর্মীরা হঠাৎ করে রাস্তায় বসে অবরোধ শুরু করে। সে কারণেই তাদের হঠিয়ে দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE