Advertisement
২৫ এপ্রিল ২০২৪

টুকরো খবর

কেন্দ্রের জনধন যোজনাই বেআইনি লগ্নি সংস্থার ফাঁস থেকে গরিব মানুষের মুক্তির উপায় বলে মনে করেন লেখক-সাংবাদিক তথা বিজেপি-র জাতীয় মুখপাত্র এম জে আকবর। কলকাতায় বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দফতরে বৃহস্পতিবার ‘ফ্রেন্ডস অফ বিজেপি’ আয়োজিত একটি আলোচনাসভায় আকবর বলেন, ‘‘গরিব মানুষ সারদা, রোজভ্যালির মতো চিট ফান্ডে টাকা রাখে বাধ্য হয়ে। তাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। তারা যাবে কোথায়? সারদা, রোজভ্যালির যোগ্য জবাব জনধন যোজনা।’’

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৫ ০৩:০৬
Share: Save:

সারদার দাওয়াই জনধন যোজনা, মত আকবরের

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

কেন্দ্রের জনধন যোজনাই বেআইনি লগ্নি সংস্থার ফাঁস থেকে গরিব মানুষের মুক্তির উপায় বলে মনে করেন লেখক-সাংবাদিক তথা বিজেপি-র জাতীয় মুখপাত্র এম জে আকবর। কলকাতায় বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দফতরে বৃহস্পতিবার ‘ফ্রেন্ডস অফ বিজেপি’ আয়োজিত একটি আলোচনাসভায় আকবর বলেন, ‘‘গরিব মানুষ সারদা, রোজভ্যালির মতো চিট ফান্ডে টাকা রাখে বাধ্য হয়ে। তাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। তারা যাবে কোথায়? সারদা, রোজভ্যালির যোগ্য জবাব জনধন যোজনা।’’ আকবরের অভিযোগ, বাম এবং তৃণমূল জমানায় পশ্চিমবঙ্গে কোনও শিল্পায়ন না হওয়ায় এ রাজ্য আর্থিক ভাবে পিছিয়ে গিয়েছে। এ রাজ্যে চাকরি নেই। ফলে চাকরিপ্রার্থীরা রাজ্য ছেড়ে চলে যান। ২০১১ সালে রাজ্যে শাসক পরিবর্তন হলেও এই পরিস্থিতি বদলায়নি। আকবরের কথায়, ‘‘একমাত্র পরিবর্তন হয়েছে এই যে, সিপিএমের গুন্ডারা তৃণমূলে যোগ দিয়েছে।’’ পক্ষান্তরে, ওই বিজেপি নেতার দাবি, ‘‘কেন্দ্রে মোদী সরকার আসার পর দেশের ছবি বদলাতে শুরু করেছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রিত হয়েছে। দারিদ্র্য দূর করার চেষ্টা শুরু হয়েছে।’’ আকবরের বক্তব্য, চাকরি তৈরি করা এবং গরিবের ক্রয়ক্ষমতা বাড়ানোর মধ্য দিয়েই দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব। মোদী সরকার সেই চেষ্টাই করছে।

জরিমানা আদায়ে পুরস্কৃত রেলকর্মী

বিনা টিকিটের যাত্রী এবং মাসুল না-দিয়ে পণ্য পরিবহণের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক রেলকর্মী একাই প্রায় ২০ লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন। প্রদীপকুমার হাজরা নামে শিয়ালদহ ডিভিশনের ওই কর্মীকে জাতীয় পুরস্কার দিয়েছে রেল মন্ত্রক। পূর্বাঞ্চলে এ বছর শুধু তিনিই রেলের জাতীয় পুরস্কার পেয়েছেন। গুয়াহাটিতে ৬০তম রেল সপ্তাহ অনুষ্ঠানে রেলমন্ত্রী সুরেশ প্রভু তাঁর হাতে পুরস্কার তুলে দেন। অন্যান্য জোনেও কর্মী ও অফিসারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। সাত দিন ধরে রেল সপ্তাহ পালিত হয়েছে রেলের সব জোনেই। ওই অনুষ্ঠান হয়েছে পূর্ব, দক্ষিণ-পূর্ব, মেট্রো রেলেও। এ বছর কলকাতা মেট্রো রেলের অনুষ্ঠানে দমদম মেট্রো স্টেশনটি পরিচ্ছন্ন স্টেশন হিসেবে পুরস্কৃত হয়েছে।

রক্ষা মানসের

অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাজ্যের কংগ্রেস বিধায়ক এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভুঁইয়া। বৃহস্পতিবার রাতে খড়্গপুর থেকে পুরভোটের প্রচার সেরে ফেরার পথে তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি ট্রেলার। পুলিশ জানায়, বোম্বে রোডে ওই দুর্ঘটনায় মানসবাবু ছাড়াও এআইসিসি-র সদস্য মনোজ পাণ্ডে, কংগ্রেসের সংখ্যালঘু সেলের প্রধান খালেদ এবাদুল্লা এবং গাড়ির চালক আহত হন। মানসবাবু জানান, ১০ চাকার ট্রেলারটি তাঁদের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায়। গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE