Advertisement
১৯ এপ্রিল ২০২৪

টুকরো খবর

দক্ষিণ ভারত বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়া বাসযাত্রীরা পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিলেন। শনিবার গভীর রাতে তামিলনাড়ুর রমানাথপুরম জেলার তিরুপুল্লানি গ্রামে চলন্ত বাসের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল দুই মহিলা-সহ এ রাজ্যের পাঁচ ভ্রমাণার্থীর। গুরুতর জখম হন ছ’জন। দুর্ঘটনায় রক্ষা পেয়েছেন এমন ৬৬ জন ভ্রমণার্থী সোমবার রাতে চেন্নাই থেকে ট্রেনে চেপে কলকাতা রওনা দেন। এঁদের মধ্যে ৩৬ জন মহিলা।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৪ ০২:৫৬
Share: Save:

দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীরা ফিরছেন

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

দক্ষিণ ভারত বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়া বাসযাত্রীরা পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিলেন। শনিবার গভীর রাতে তামিলনাড়ুর রমানাথপুরম জেলার তিরুপুল্লানি গ্রামে চলন্ত বাসের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল দুই মহিলা-সহ এ রাজ্যের পাঁচ ভ্রমাণার্থীর। গুরুতর জখম হন ছ’জন। দুর্ঘটনায় রক্ষা পেয়েছেন এমন ৬৬ জন ভ্রমণার্থী সোমবার রাতে চেন্নাই থেকে ট্রেনে চেপে কলকাতা রওনা দেন। এঁদের মধ্যে ৩৬ জন মহিলা। রমানাথপুরমের সাংসদ আনওয়ার রাঝা জানান, যাত্রাপথের যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য যাবতীয় আয়োজন করা হয়েছে। রেল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হয়েছে। জানা গিয়েছে, গায়ত্রী বাখলি নামে এক জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। গত ২২ অগস্ট আরামবাগের একটি ভ্রমণ সংস্থা থেকে বাস ভাড়া নিয়ে এবং কোতুলপুর থানার লেগো গ্রামের অন্য একটি ভ্রমণ সংস্থার ব্যবস্থাপনায় ৭৮ জন যাত্রী দক্ষিণ ভারত গিয়েছিলেন। যাত্রীরা হাওড়া, হুগলি ও বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। শনিবার গভীর রাতে রামেশ্বরম মন্দির দেখে ফেরার সময় চলন্ত বাসে আগুন লেগে যায়। অনুমান, বাসের পিছনের আলো থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছিল। আর ভ্রমণার্থীদের রান্নার জন্য বাসের ছাদে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন ছড়িয়েছিল দ্রুত।

হিমঘরের আলু বার করার নির্দেশ

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

প্রতি বছরের মতো এ বারেও নভেম্বরের মধ্যে আলু রাখার হিমঘরগুলি খালি করে দেওয়ার নির্দেশ দিল রাজ্য। কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় সোমবার বলেন, “রক্ষণাবেক্ষণের জন্য হিমঘর খালি করা দরকার। তাতে কমপক্ষে এক মাস লাগে। তাই ব্যবসায়ীদের হিমঘর খালি করতে বলা হয়েছে।” এ দিনও বিভিন্ন বাজারে ২০-২২ টাকা কিলোগ্রাম দরেই জ্যোতি আলু বিক্রি হয়েছে। ভিন্ রাজ্যে আলু পাঠানো বন্ধ থাকলেও বাজারদরে তার কোনও প্রভাব দেখা যায়নি। এই ব্যাপারে মন্ত্রীও কোনও আশ্বাস দিতে পারেননি। তিনি শুধু জানান, হিমঘর থেকে আলু বেরোনো শুরু হলে বাজারে জোগান বাড়বে।

নতুন নেতৃত্ব

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

দুই শীর্ষ যুব নেতা বিজেপি-তে চলে যাওয়ার পরে নতুন নেতৃত্ব বেছে নিল ফরওর্য়াড ব্লকের যুব লিগ। মালদহে দলের যুব সংগঠনের দু’দিনের বিশেষ কনভেনশন থেকে যুব লিগের নতুন রাজ্য সম্পাদক হয়েছেন আব্দুর রউফ এবং রাজ্য সভাপতি হয়েছেন ফরিদ মোল্লা। রাজ্য কমিটিও পুনর্গঠিত হয়েছে। সারদা-সহ নানা প্রশ্নে ২২ সেপ্টেম্বর রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে যুব লিগ।

‘স্মার্ট সিটি’

রাজ্যে কোন দশটি শহরকে ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলা হবে, তার তালিকা চূড়ান্ত করল নগরোন্নয়ন দফতর। তাতে অন্যতম স্থান পেয়েছে নিউ টাউন। এ ছাড়াও রয়েছে বোলপুর, দুর্গাপুর, বাউড়িয়া, গঙ্গাসাগর, হুগলি প্রভৃতি। প্রাথমিক ভাবে নগরোন্নয়ন দফতর, পরিকল্পনা দফতর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা সমীক্ষার কাজ শুরু করেছেন। মহকুমা শাসক পদমর্যাদার ১০ জনকে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁদের নিয়ে ৪ সেপ্টেম্বর কলকাতায় বৈঠক হবে। ৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের সঙ্গে বৈঠক হবে দিল্লিতে। ‘স্মার্ট সিটি’গুলিতে আধুনিক আবাসন, মনোরেলের মতো পরিবহণ, তথ্যপ্রযুক্তি পার্ক-সহ সব উন্নত মানের সুবিধে থাকবে বলে খবর।

আলু নিয়ে

প্রতি বছরের মতো এ বারেও নভেম্বরের মধ্যে আলু রাখার হিমঘরগুলি খালি করে দেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার। কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় সোমবার মহাকরণে বলেন, “রক্ষণাবেক্ষণের জন্য হিমঘর খালি করা দরকার। সেই কাজে কমপক্ষে এক মাস সময় লাগে। তাই ব্যবসায়ীদের হিমঘর খালি করতে বলা হয়েছে।” এ দিনও বিভিন্ন বাজারে ২০-২২ টাকা কিলোগ্রাম দরেই জ্যোতি আলু বিক্রি হয়েছে। ভিন্ রাজ্যে আলু পাঠানো বন্ধ থাকলেও বাজারদরে তার কোনও প্রভাব দেখা যায়নি। এই ব্যাপারে মন্ত্রীও কোনও আশ্বাস দিতে পারেননি। তিনি শুধু জানান, হিমঘর থেকে আলু বেরোনো শুরু হলে বাজারে জোগান বাড়বে। সরকারের একাংশের অভিযোগ, ব্যবসায়ীরা স্থানীয় বাজারে বেশি করে আলু পাঠানোর বদলে ভিন্ রাজ্যে তা পাঠাতেই বেশি আগ্রহী। ধর্মঘট তুলে নেওয়ার পরে ব্যবসায়ীরা এখন রফতানির জন্য মুখ্যমন্ত্রীর সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি।

তন্ময়কে শো-কজ

ভক্তবালা বিএড কলেজে টাকা নিয়ে ভর্তির অভিযোগ ঘিরে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) নেতা তন্ময় আচার্যকে শো-কজ করল কল্যাণী বিশ্ববিদ্যালয়। বিএড দুর্নীতিতে বারবার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠছে কেন, তার ব্যাখ্যা চেয়ে তন্ময়কে চিঠি দিয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রতনলাল হাংলু। সোমবার উপাচার্য জানান, তন্ময় এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। তাই কারণ জানানোর চিঠি দেওয়া ছাড়া তাঁকে আর কিছু বলতে পারেন না তিনি।

পরিদর্শক বদলি

কলকাতা, দার্জিলিং-সহ বিভিন্ন জেলার প্রায় ২০ জন জেলা স্কুল পরিদর্শককে বদলি করল স্কুলশিক্ষা দফতর। পদোন্নতি হয়েছে দফতরের অন্তত ৩০ জন আধিকারিকের। সোমবার এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে। বদলি হওয়া পরিদর্শকদের একাংশের প্রশ্ন, অবসরের কয়েক মাস আগে এ ভাবে অন্যত্র সরিয়ে দেওয়ার মানে কী? তাঁদের দাবি, অবসরের অন্তত এক বছর বাকি থাকলে তবেই বদলি করাটা চিরাচরিত প্রথা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বলেন, “নিয়ম মেনেই যা করার করা হয়েছে।” শিক্ষা দফতর সূত্রের খবর, কয়েক জন পরিদর্শকের বদলি রদ করার আর্জি জানিয়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন এক দল কর্মী। সেই আবেদন গ্রাহ্য হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

brief story raj tukro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE