Advertisement
২০ এপ্রিল ২০২৪

ইমরানকে আবার তলব, জেরা শুরু সিবিআইয়ের

কিছু দিন যেন বিরতি ছিল মাঝখানে। শুক্রবার কিন্তু সারদা কেলেঙ্কারির তদন্ত প্রক্রিয়ায় ফের হইচই। কারণ, তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরানকে সিবিআইয়ের তদন্তকারীরা এ দিন দুপুরে ফের সল্টলেকে তাঁদের অফিসে ডেকে পাঠিয়ে জেরা শুরু করেছেন। সপ্তাহ দুয়েক আগে সিবিআই ইমরানকে তাদের দফতরে হাজির হতে বলে নোটিস দেয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৫ ১৫:৪৮
Share: Save:

কিছু দিন যেন বিরতি ছিল মাঝখানে। শুক্রবার কিন্তু সারদা কেলেঙ্কারির তদন্ত প্রক্রিয়ায় ফের হইচই।

কারণ, তৃণমূল সাংসদ আহমেদ হাসান ইমরানকে সিবিআইয়ের তদন্তকারীরা এ দিন দুপুরে ফের সল্টলেকে তাঁদের অফিসে ডেকে পাঠিয়ে জেরা শুরু করেছেন। সপ্তাহ দুয়েক আগে সিবিআই ইমরানকে তাদের দফতরে হাজির হতে বলে নোটিস দেয়।

ইমরান শাসক দল তৃণমূলের রাজ্যসভার সাংসদ। সারদা কর্তা সুদীপ্ত সেন শ্যামল সেন কমিশনে জানিয়েছিলেন, তাঁর কাছ থেকে ইমরান ১৬ কোটি টাকা নেন ‘কলম’ পত্রিকা চালানোর জন্য।

আগেও সিবিআই ইমরানকে ডেকে পাঠিয়েছিল। অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-ও ইমরানকে একাধিক বার জেরা করেছে।

সিবিআই সূত্রের খবর, ইমরানের কাছ থেকে ‘কলম’ সংক্রান্ত হিসেবের কাগজপত্র চাওয়ার পর তিনি কিছু নথি জমা দেন। তবে সেখানে বহু অসঙ্গতি আছে বলে সিবিআইয়ের দাবি। তা ছাড়া, সিবিআইয়ের বক্তব্য, রাজ্যসভার তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার সময়ে সম্পত্তি ও আয়ের যে হিসেব ইমরান দাখিল করেছিলেন, তাতেও বিস্তর গরমিল পাওয়া গিয়েছে।

সিবিআই জানিয়েছে, এই সব নিয়ে জিজ্ঞাসাবাদ করতে সাম্প্রতিক অতীতে ইমরানকে বেশ কয়েক বার তলব করা হলেও ওই সাংসদ প্রতি বারই এড়িয়ে যান। এ দিনও ঘণ্টা দু’য়েক জেরা করা হয় শাসকদলের এই সাংসদকে। বিকাল সাড়ে চারটে নাগাদ সল্টলেকের সদর দফতর থেকে বেরিয়ে যান তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE