Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সুদীপকে মমতা বলেন, ‘যা করেছ, বেশ করেছ’, কোর্টে জানাল সিবিআই

প্রভাবশালী তত্ত্বেই রোজ ভ্যালি কাণ্ডে ধৃত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আদালতে বিঁধল সিবিআই। সঙ্গে নতুন একটি অভিযোগও আদালতকে জানাল কেন্দ্রীয় এই তদন্তকারী দল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০১৭ ০৩:৫১
Share: Save:

প্রভাবশালী তত্ত্বেই রোজ ভ্যালি কাণ্ডে ধৃত সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আদালতে বিঁধল সিবিআই। সঙ্গে নতুন একটি অভিযোগও আদালতকে জানাল কেন্দ্রীয় এই তদন্তকারী দল। তবে দু’পক্ষের শুনানির পরে সুদীপের জামিনের বিষয়ে সোমবার কোনও সিদ্ধান্ত হয়নি। আদালত নির্দেশ মুলতুবি রাখে।

সোমবার ভুবনেশ্বর হাইকোর্টে বিচারপতি জে পি দাসের বেঞ্চে সিবিআইয়ের আইনজীবী কে রাঘোচারিলু সওয়ালে বলেন, ‘‘সুদীপবাবু এতটাই প্রভাবশালী, যে আদালতের অনুমতি নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে সুদীপবাবুর সঙ্গে দেখা করেন। তিনি সুদীপবাবুকে বলেন— যা করেছ, বেশ করেছো। আমি তোমার পাশে আছি!’’ সিবিআইয়ের আইনজীবীর ব্যাখ্যা, পাশে স্বয়ং মুখ্যমন্ত্রী। সুতরাং সুদীপ জামিনে মুক্ত হলে সাক্ষীদের অবস্থা কী হতে পারে, তা আদালতই আন্দাজ করুক। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে সুদীপের সাক্ষাতের সময়ে সিবিআইয়ের দুই অফিসারও সেখানে ছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সুদীপের সব কথোপকথন রেকর্ড করা হয়েছিল। ওই তথ্যও আদালতে দেওয়া হয়েছে বলে জানায় সিবিআই।

সওয়ালের সময়ে সিবিআইয়ের আইনজীবী আদালতে জানিয়েছেন, সুদীপবাবু সাংসদ ও প্রাক্তন মন্ত্রী। লোকসভার সংসদীয় অর্থ মন্ত্রকের স্থায়ী কমিটির চেয়ারম্যানও। প্রভাব খাটিয়ে তিনি রোজ ভ্যালিকে নানা সুবিধা পাইয়ে দিয়েছেন। জামিনে মুক্ত হলে তিনি বেআইনি কাগজপত্র সরিয়ে তথ্য লোপাট করতে পারেন, এমন আশঙ্কা রয়েছে।

সুদীপের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী তাঁর দীর্ঘদিনের দলীয় কর্মীর সঙ্গে দেখা করতে আসেন। এতে প্রভাবশালী তত্ত্ব কেন উঠে এল বুঝতে পারছি না। সুদীপের শারীরিক অবস্থার নিরিখে সঠিক বিচার পাব বলে আশা করছি।’’

শুধু প্রভাবশালী তত্ত্বই নয়। সিবিআইয়ের অভিযোগ, গৌতম কুণ্ডুকে দিয়ে সুদীপবাবু কলকাতার একটি কলেজে ১ কোটি টাকা অনুদানের ব্যবস্থা করেছিলেন। পরে কলেজ কর্তৃপক্ষ তৃণমূলের তহবিলে ওই ১ কোটি টাকা দিয়ে দেন। সিবিআই আইনজীবীদের দাবি, রোজ ভ্যালি অর্থলগ্নি সংস্থার টাকা এ ভাবে ঘুর পথে শাসক দলের তহবিলে ঢালা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, এই টাকা লেনদেন নিয়ে ওই কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাতে স্পষ্ট হয়েছে, রোজ ভ্যালির টাকা দলীয় তহবিলে দেওয়ার ক্ষেত্রে সুদীপবাবু কলেজের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ব্যবহার করেছিলেন।

কেমন আছেন সাংসদ

• সমস্যা অগ্ন্যাশয়ে

• শারীরিক অবস্থা স্থিতিশীল

• খান সাধারণ কিছু অ্যাসিডিটির ওযুধ

• খাবার রান্না করে নিয়ে যান স্ত্রী

• হাসপাতালের মোট খরচ ১৪ লক্ষ টাকা
(বিলাসবহুল কেবিনের ভাড়া ১০ লাখ ৩৫ হাজার, ডাক্তারদের ভিজিট ১ লক্ষ, ওষুধ ৬০ হাজার টাকা)

*আদালতে সিবিআইয়ের দেওয়া তথ্য

সিবিআইয়ের আইনজীবীরা সুদীপের শারীরিক অবস্থার রিপোর্টও আদালতে জমা দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, সুদীপবাবুর অগ্ন্যাশয়ে সমস্যা থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল। অ্যাসিডিটির কয়েকটি ওষুধ তিনি নিয়মিত খান। ফিজিওথেরাপিও করাচ্ছেন। হাসপাতালে এখনও পর্যন্ত ১৪ লক্ষ টাকা খরচ হয়েছে। তার মধ্যে কেবিন ভাড়াই ১০ লক্ষ ৩৫ হাজার টাকা। চিকিৎসকদের ভিজিট বাবদ বিল হয়েছে ১ লক্ষ টাকা। ওযুধ বাবদ খরচ হয়েছে ৬০ হাজার টাকা। বাড়ির রান্না খাবারই খাচ্ছেন সুদীপ।

আরও পড়ুন:গৌতমের গোপন খাতায় আরও কিছু নাম

সিবিআইয়ের তদন্তকারীরা জানাচ্ছেন— রোজ ভ্যালি তদন্ত এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে। এ পর্যন্ত অজানা অনেক কিছু তথ্য তাঁদের হাতে এসেছে। রোজ ভ্যালির মালিক গৌতম কুণ্ডুকে কলকাতার প্রেসিডেন্সি জেল থেকে ভুবনেশ্বরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু হচ্ছে। বেআইনি এই অর্থলগ্নি সংস্থার কাছ থেকে টাকা প্রাপক হিসেবে রাজ্যের শাসক দলের বেশ কিছু নেতা-মন্ত্রী-সাংসদ-বিধায়কের নামও উঠে আসছে তদন্তে। এই অবস্থায় সুদীপ জামিন পেলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছে সিবিআই। আদালতে এই সাংসদের জামিন আটকাতে তাই
উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE