Advertisement
২৪ এপ্রিল ২০২৪

শুল্ক কর্তার বাড়িতে হানা দিল সিবিআই

কলকাতা বিমানবন্দরের পণ্য বিভাগে কর্মরত শুল্ক দফতরের ওই ডেপুটি কমিশনারের নাম নবনীত কুমার।

সিবিআই

সিবিআই

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৭ ০২:৩৫
Share: Save:

প্রয়োজনীয় শুল্ক কর না-দিয়েই বিদেশ থেকে আমদানি করা দামি ঘড়ি, সিগারেট, পেনড্রাইভ, মেমরি চিপ-সহ অন্যান্য সামগ্রী বাইরে বের করে দেওয়ার অভিযোগে সোমবার রাতে কলকাতার এক শুল্ক কর্তার বাড়িতে হানা দিল সিবিআই।

কলকাতা বিমানবন্দরের পণ্য বিভাগে কর্মরত শুল্ক দফতরের ওই ডেপুটি কমিশনারের নাম নবনীত কুমার। জুনে বিমানবন্দর থেকে ১৯৫ কোটি টাকার মাল বাজেয়াপ্ত করা হয়। অভিযোগ, দুবাই ও হংকং থেকে আসা ওই সামগ্রীর জন্য নির্ধারিত শুল্ক করের অনেক কম কর দিয়ে বের করে নেওয়া হচ্ছিল সেই সামগ্রী। তার মধ্যে বিদেশে তৈরি শরীরের ক্ষমতাবর্ধক পানীয়ও ছিল। অভিযোগ পেয়ে তদন্তে নামে ডিরেক্টরেট অব রেভিনিউ ইনটেলিজেন্স (ডিআরআই)।

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, প্যাকেটের ভিতরে দামি ঘড়ি বা সিগারেট থাকলেও খাতায়কলমে তা সস্তার মোবাইলের যন্ত্রাংশ হিসেবে দেখিয়ে অনেক টাকা কম শুল্ক দেওয়া হয়েছিল। আগেও এ ভাবে কর ফাঁকি দিয়ে কয়েকশো কোটি টাকার মাল বাইরে বেরিয়ে গিয়েছে বলে সন্দেহ ডিআরআই অফিসারদের। নবনীত ছাড়াও শুল্ক দফতরের আরও কর্মী ও কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের কিছু কর্মী এই ঘটনায় যুক্ত বলে ডিআরআই জানতে পারে। পরে বিমানবন্দর থেকে সরানো হয় ওই শুল্ক অফিসারকে।

ডিআরআই-এর এক অফিসার জানান, তাঁরা শুল্ক করের ক্ষতির দিকটি তদন্ত করেছেন। ঘটনায় জড়িত সন্দেহে ৭ জন আমদানিকারককে গ্রেফতারও করেছে ডিআরআই। ষড়যন্ত্রের দিকটি সিবিআইকে দেখতে বলা হয়েছিল। তারই তদন্তে নেমে সিবিআই সোমবার রাতে বিরাটিতে নবনীতের বাড়িতে হানা দেয়। এ ছাড়াও কলকাতার আরও ৭টি জায়গায় এবং বিহারের দু’টি জায়গায় হানা দেন সিবিআই অফিসারেরা। নবনীতের বাড়ি থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE