Advertisement
২৫ এপ্রিল ২০২৪
সারদা মামলা

সাক্ষ্যের বয়ান নেই, দিতে হবে নতুন চার্জশিট

সিবিআইয়ের দাখিল করা চার্জশিট অসম্পূর্ণ বলে অভিযোগ তুললেন সারদা কাণ্ডে অভিযুক্তদের আইনজীবীরা। সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির মামলায় গত সোমবার আলিপুর আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। বুধবার অভিযুক্তদের আইনজীবীদের মধ্যে সেই চার্জশিটের প্রতিলিপি বিলি করা হয়। তার পরেই আইনজীবীরা এই অভিযোগ তোলেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৪ ০৩:৪৯
Share: Save:

সিবিআইয়ের দাখিল করা চার্জশিট অসম্পূর্ণ বলে অভিযোগ তুললেন সারদা কাণ্ডে অভিযুক্তদের আইনজীবীরা। সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির মামলায় গত সোমবার আলিপুর আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। বুধবার অভিযুক্তদের আইনজীবীদের মধ্যে সেই চার্জশিটের প্রতিলিপি বিলি করা হয়। তার পরেই আইনজীবীরা এই অভিযোগ তোলেন।

চার্জশিটে অসম্পূর্ণতা কোথায়?

অভিযুক্তদের কৌঁসুলিদের বক্তব্য, অভিযুক্তদের বিরুদ্ধে কী কী ধারা প্রয়োগ করা হয়েছে, তা জানানো হয়েছে ওই চার্জশিটে। সেই সঙ্গে আছে কিছু সাক্ষীর নাম এবং তাঁদের জবানবন্দির কথাও। কিন্তু ওই সব সাক্ষ্যের কোনও বিবরণ দেওয়া হয়নি। অর্থাত্‌ ওই চার্জশিট পেশের ক্ষেত্রে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি মান্য করা হয়নি বলে আইনজীবীদের অভিযোগ। তাঁদের বক্তব্য, এই কারণেই চার্জশিট অসম্পূর্ণ থেকে গিয়েছে। তাতে সব সাক্ষীর পূর্ণাঙ্গ বয়ান অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়ার জন্য এ দিন আলিপুর আদালতে অতিরিক্ত মুখ্য দায়রা বিচারক হারাধন মুখোপাধ্যায়ের আদালতে আর্জি জানান তাঁরা।

বিচারক অভিযুক্তদের আবেদন মঞ্জুর করেন। তিনি সিবিআইয়ের আইনজীবীদের নির্দেশ দেন, অভিযুক্তদের আইনজীবীদের দাবি অনুযায়ী সাক্ষীদের বক্তব্যের সবিস্তার বিবরণ-সহ সম্পূর্ণ চার্জশিট আগামী ৩ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।

সারদা রিয়েলটি মামলায় ধৃত রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রজত মজুমদার, ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা দেবব্রত সরকার ওরফে নিতু, অসমের গায়ক সদানন্দ গগৈ, ব্যবসায়ী সন্ধির অগ্রবালকে এ দিন অতিরিক্ত মুখ্য দায়রা বিচারকের এজলাসে হাজির করানো হয়। আদালত সূত্রের খবর, সিবিআইয়ের পেশ করা চার্জশিট অনুযায়ী এই মামলায় মোট অভিযুক্ত সাত জন। সারদার চারটি সংস্থার নাম রয়েছে চার্জশিটে। এই মামলায় সারদার কর্ণধার সুদীপ্ত সেন এবং ওই সংস্থার অন্যতম ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায় জামিন পেয়েছেন। চার্জশিটে সন্ধিরের বাবা সজ্জন অগ্রবালকেও অভিযুক্ত দেখানো হয়েছে। তবে এখনও তাঁকে গ্রেফতার করা হয়নি। সিবিআইয়ের কৌঁসুলিরা জানান, সজ্জনকে নোটিস দেওয়া হয়েছে। পরে তাঁকেও হেফাজতে নেওয়া হবে।

সদানন্দ গগৈ এ দিন বিচারকের কাছে জামিনের আর্জি জানিয়ে বলেন, “আমার ব্লাড সুগার এবং ইউরিক অ্যাসিড বেড়ে গিয়েছে। জেলে শুকনো ভাত খাচ্ছি। তা ছাড়া আমার স্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে বাইরে চলে যান। আমার একটি শিশুকন্যা রয়েছে। তাকে দেখার কেউ নেই। তাই আমার জামিন মঞ্জুর করা হোক।” বিচারক তাঁর আবেদন মঞ্জুর করেননি। সেই সঙ্গে দেবব্রতবাবু, রজতবাবু, সন্ধিরের জামিনের আবেদনও খারিজ করে দেন তিনি। ওই সব অভিযুক্তকেই ৩ ডিসেম্বর পর্যন্ত ফের জেল-হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সারদা কাণ্ডে কোন কোন প্রভাবশালী ব্যক্তি লাভবান হয়েছেন, সিবিআই-কে তদন্ত করে তা জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের তদন্তকারীরা আগেই প্রভাবশালী ব্যক্তিদের একটি তালিকা দিল্লির বিভাগীয় কর্তাদের পাঠিয়েছিলেন। তাতে যাঁদের নাম আছে, তাঁদের মধ্যে রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্র এবং সৃঞ্জয় বসুকে ইতিমধ্যেই তলব করেছে সিবিআই। তালিকায় কংগ্রেস নেতা সোমেন মিত্র-সহ বেশ কয়েক জন প্রভাবশালীর নাম রয়েছে বলে ওই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর। যদিও বুধবার রাত পর্যন্ত সিবিআইয়ের তরফে ফোনে কিংবা ই-মেল অথবা ফোন আসেনি বলে ওই কংগ্রেস নেতার দাবি। সোমেনবাবু বলেন, “সিবিআইয়ের কোনও ই-মেল, ফোন কিংবা নোটিস পাইনি। সিবিআই ডাকলে নিশ্চয়ই যাব। না-ডাকলে কী করে যাব?” ওই কংগ্রেস নেতার দাবি, তাঁরাই সংসদ ভবনের লবিতে দাঁড়িয়ে সারদা কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্ত দাবি করেছিলেন। “আমাকে ডাকলে খুশি হবো। কারণ, তা হলে বুঝব, সিবিআই নিয়ে মস্করা হচ্ছে না। সিরিয়াসলি কাজ হচ্ছে,” এ দিন বলেছেন সোমেনবাবু।

সিবিআইয়ের মতো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র তদন্তকারীরাও সারদা কেলেঙ্কারিতে উধাও হওয়া টাকার সন্ধানে বেশ কয়েক জন প্রভাবশালী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারেন বলে ওই তদন্ত সংস্থা সূত্রে জানা গিয়েছে। এ দিন প্রায় চার ঘণ্টা ধরে রাজ্যের এক প্রবীণ সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করে ইডি। তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই সাংবাদিক একাধিক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। তার মধ্যে একটি সংস্থায় সারদা-সহ একাধিক লগ্নি সংস্থার টাকা বিনিয়োগ করা হয়েছিল। তিনি ইতিমধ্যে যে-সব নথি জমা দিয়েছেন, তাতে বিস্তর অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রের দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE