Advertisement
১৭ এপ্রিল ২০২৪

এ বার সহবাস-মামলা মুকুল-ঘনিষ্ঠের বিরুদ্ধে

বালুরঘাটে ঋতব্রত-কাণ্ডের পুনরাবৃত্তি ঘটল রায়গঞ্জে! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন সহবাস করার পর তাঁকে বিয়ে করতে অস্বীকার করার অভিযোগ উঠল উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক শুভ্র রায়চৌধুরীর বিরুদ্ধে। শুভ্রবাবু এক সময়ে বিজেপি-র জেলা সভাপতি ছিলেন।

এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন সহবাস করার অভিযোগ উঠল মুকুল-ঘনিষ্ঠ শুভ্র রায়চৌধুরীর বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।

এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন সহবাস করার অভিযোগ উঠল মুকুল-ঘনিষ্ঠ শুভ্র রায়চৌধুরীর বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৭ ০৩:১৮
Share: Save:

বালুরঘাটে ঋতব্রত-কাণ্ডের পুনরাবৃত্তি ঘটল রায়গঞ্জে! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন সহবাস করার পর তাঁকে বিয়ে করতে অস্বীকার করার অভিযোগ উঠল উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক শুভ্র রায়চৌধুরীর বিরুদ্ধে। শুভ্রবাবু এক সময়ে বিজেপি-র জেলা সভাপতি ছিলেন। ২০১৫ সালের শেষ দিকে তিনি ওই দায়িত্ব থেকে অপসারিত হন। ২০১৬ সালের জানুয়ারি মাসে তিনি তৃণমূলে যোগ দিয়ে দলের জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এখন তিনি বিজেপি নেতা মুকুল রায়ের অনুগামী বলে পরিচিত।

কলকাতার বেহালার বাসিন্দা ওই তরুণী রবিবার রায়গঞ্জের উকিলপাড়ায় শুভ্রবাবুর বাড়িতে গিয়ে স্ত্রীর স্বীকৃতির দাবি তোলেন। তখন শুভ্রবাবু বাড়িতে ছিলেন না। তাঁর মা গীতা রায়চৌধুরী ও স্ত্রী বনানী রায়চৌধুরী ওই তরুণীকে মারধর করে ও খুনের হুমকি দিয়ে বাড়ি থেকে বার করে দেন বলে অভিযোগ। তার পরেই ওই তরুণী স্ত্রীর স্বীকৃতির দাবিতে শুভ্রবাবুর বাড়ির সামনে ধর্নায় বসেন। তরুণীর চিৎকারে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের ভিড় জমে যায় সেখানে। তাঁর দাবি, এক সময় বিজেপি করার সূত্রেই তাঁর সঙ্গে শুভ্রবাবুর আলাপ হয়েছিল। প্রায় দু’ঘণ্টা ধর্নার পর ওই তরুণী রায়গঞ্জ মহিলা থানায় গিয়ে শুভ্রবাবু, তাঁর মা ও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে সহবাস, তাঁকে ধর্ষণ ও তাঁর সন্তান নষ্টের অভিযোগে শুভ্রবাবুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করে পুলিশ। পাশাপাশি, শুভ্রবাবুর মা ও স্ত্রীর বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগেও মামলা হয়। ওই তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য পুলিশ রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেছে।

রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাসের বক্তব্য, প্রাথমিক তদন্ত শেষ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর অবস্থানকে স্বাগত বামেদের

গোটা ঘটনায় শুভ্রবাবুর প্রতিক্রিয়া জানার জন্য তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। শুভ্রবাবুর মা গীতাদেবী ও স্ত্রী বনানীদেবীর অবশ্য দাবি, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাঁরা আইনের পথে লড়বেন।

তবে জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য ও বিজেপির জেলা সভাপতি নির্মল দাম পৃথক ভাবে দাবি করেছেন, শুভ্রবাবুর সঙ্গে তৃণমূল ও বিজেপির কোনও সম্পর্ক নেই। আইনের আইনের পথে চলুক। আর বিজেপির লোকসভার প্রার্থী নিমু ভৌমিকের ভাইপো এবং স্থানীয় নেতা যশোদীপ ভৌমিকের দাবি, ‘‘মুকুলবাবুর সঙ্গে শুভ্রবাবুর সম্পর্ক নেই। এটা তৃণমূলের ষড়যন্ত্র।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE