Advertisement
২৩ এপ্রিল ২০২৪

শিল্প সফরে মুখ্যমন্ত্রী, আশা পাহাড়ে

গত ফেব্রুয়ারি মাসে পাহাড়ে গিয়ে সব সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। দার্জিলিং বিশ্ববিদ্যালয় স্থাপনের কথাও ঘোষণা করেন তিনি। ওই সময়ে বিনয়রা পাহাড়ে বিনিয়োগ টানতে শিল্প সম্মেলনের প্রস্তাব দেন। মুখ্যমন্ত্রী সম্মতি দেওয়ায় প্রস্তুতি শুরু হয়।

সফরের আগে সেজে উঠছে পাহাড়। নিজস্ব চিত্র

সফরের আগে সেজে উঠছে পাহাড়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ১১ মার্চ ২০১৮ ০৩:১৬
Share: Save:

রাত পোহালেই সোমবার ফের দার্জিলিঙে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি সূত্রের খবর, ওই সময়ে পাহাড়ে আসছেন অন্তত ১০ জন প্রথম সারির শিল্পপতি। পরে আসবেন আরও অন্তত ২০ জন শিল্পোদ্যোগী। আগামী ১৩ এবং ১৪ মার্চ দার্জিলিঙে প্রথম শিল্প সম্মেলন। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) কেয়ারটেকার বোর্ডের উদ্যোগ যাতে সফল হয়, তারজন্য সবরকম সহযোগিতা করছে রাজ্য সরকার। সূত্রের খবর, ওই সম্মেলনে রাজ্যের শিল্পমন্ত্রী, পর্যটন মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সহ অন্তত ১২ জন মন্ত্রী থাকার কথা। জিটিএ-এর কেয়ারটেকার চেয়ারম্যান বিনয় তামাঙ্গ বলেছেন, ‘‘শিল্প সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী পাশে থাকায় পাহাড়ে শিল্পক্ষেত্রে বিনিয়োগ টানার কাজও মসৃণ হবে।’’

গত জুন মাসে পাহাড়ে মন্ত্রিসভার বৈঠকের দিন বিমল গুরুঙ্গের নেতৃত্বে আলাদা রাজ্যের দাবিতে ফের আন্দোলন শুরু হলে দার্জিলিং অগ্নিগর্ভ হয়ে ওঠে। টানা ১০৪ দিনের বন্‌ধে বিপর্যস্ত হয়ে যায় পাহাড়ের জনজীবন ও অর্থনীতি। পুজোর মুখে মুখ্যমন্ত্রীর শান্তি ফেরানোর উদ্যোগে বিনয় তামাঙ্গ, মন ঘিসিঙ্গ সহ সব উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা সামিল হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে বিনয়কে জিটিএ-এর কেয়ারটেকার বোর্ডের চেয়ারম্যান করে রাজ্য। মনকেও দার্জিলিং উন্নয়ন কমিটির চেয়ারম্যান করা হয়।

গত ফেব্রুয়ারি মাসে পাহাড়ে গিয়ে সব সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। দার্জিলিং বিশ্ববিদ্যালয় স্থাপনের কথাও ঘোষণা করেন তিনি। ওই সময়ে বিনয়রা পাহাড়ে বিনিয়োগ টানতে শিল্প সম্মেলনের প্রস্তাব দেন। মুখ্যমন্ত্রী সম্মতি দেওয়ায় প্রস্তুতি শুরু হয়।

বিমল গুরুঙ্গ পাহাড় ছাড়া হলেও তাঁর অনুগামীদের একাংশ এখনও তলে তলে সক্রিয় বলে পুলিশ ও গোয়েন্দাদের সন্দেহ। সে জন্য পাহাড়ে রোজই অভিযান চলছে। ইতিমধ্যে গুরুঙ্গের দেহরক্ষী -সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে গাড়ি। ম্যাল চৌরাস্তায় যেখানে শিল্প সম্মেলন চলবে সেখানে রোজই পরিদর্শনে যাচ্ছেন বিনয়।

দার্জিলিঙের আইজি মনোজ ভার্মা, পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদীও সকাল-সন্ধ্যা নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখছেন। সিআইআই-এর উত্তরবঙ্গ শাখার চেয়ারম্যান রাজীব লোচন বিদেশে রয়েছেন। তিনি বলেন, ‘‘পাহাড়ের শিল্প সম্মেলনের আয়োজনে আমরাও সামিল রয়েছি। আমি ১৩ মার্চ বিদেশ থেকে সরাসরি বাগডোগরায় ফিরে দার্জিলিঙে পৌঁছে যাব।’’ গ্রীষ্মের পর্যটন মরসুম শুরুর আগে পাহাড়ে দু’দিনের শিল্প সম্মেলন দেশ-বিদেশের পর্যটকদের ফের দার্জিলিং সম্পর্কে আগ্রহী করে তুলবে বলে সিআইআই কর্তাদের আশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chief Minister Mamata Banerjee Darjeeling
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE