Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ই-গ্রন্থাগার চান মুখ্যমন্ত্রী

বিধানসভা চত্বরে বুধবার নতুন প্ল্যাটিনাম জুবিলি ভবনের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলার এই বিধানসভায় কত নথি, কত দস্তাবেজ আছে। সকলের স্বার্থে ই-গ্রন্থাগার হওয়া উচিত।”

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৭ ০১:০৮
Share: Save:

শুধু জনপ্রতিনিধিই নন। ছাত্র-ছাত্রী, গবেষক ও সাধারণ মানুষের স্বার্থে বিধানসভায় ই-গ্রন্থাগার গড়ে তোলা উচিত বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গেই তাঁর আহ্বান, কলকাতা ও রাজ্য পুলিশের হেফাজতে থাকা নানা ঘটনার নথিও ডিজিটাল সংস্করণ করে জনসমক্ষে আনা হোক। কারণ, কাগজ সংরক্ষণ করা কঠিন।

বিধানসভা চত্বরে বুধবার নতুন প্ল্যাটিনাম জুবিলি ভবনের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলার এই বিধানসভায় কত নথি, কত দস্তাবেজ আছে। সকলের স্বার্থে ই-গ্রন্থাগার হওয়া উচিত। পুলিশকেও বলব, তাদের সংরক্ষণাগারকে ই-গ্রন্থাগারে উন্নীত করা হোক। এই সম্পদ আমরা ভাগ করে নিতে চাই, ধরেও রাখতে চাই।’’ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রস্তাবিত ভবনে আধুনিক গ্রন্থাগার ও সংগ্রহশালা থাকবে। নীচের তলায় একটি প্রেক্ষাগৃহ হবে। যেখানে বিধানসভার আয়োজনে নানা বিষয়ে আলোচনাচক্র ও অনুষ্ঠান হবে। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান, এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনুষ্ঠানে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীকে অতিথি হিসাবে ডাকা হলেও বিজেপি-র পরিষদীয় নেতার নাম আমন্ত্রণপত্রে ছিল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE