Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সুপ্রিয়ার অন্ত্যেষ্টিতেও বিতর্ক, ক্ষোভ শ্মশানে

বৃহস্পতিবার গভীর রাতে কুপার্স শ্মশানে গিয়ে আর কাউকে না পেয়ে সুপ্রিয়ার পরিবারের লোক, পড়শিরা তাঁকে টিকিট না দেওয়ার জন্য শিবুকে ঘিরে ধরে ক্ষোভ উগরে দিলেন। সেই ভিড়ে তৃণমূলের বহু কর্মীকে দেখা গেল গলা মেলাতে। তাঁরা বলতে থাকেন, এক নম্বর ওয়ার্ডে সুপ্রিয়াই তাঁদের কাউন্সিলর।

আত্মঘাতী বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থী সুপ্রিয়া দে। —নিজস্ব চিত্র।

আত্মঘাতী বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থী সুপ্রিয়া দে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রানাঘাট শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৭ ০২:৫০
Share: Save:

কুপার্স ক্যাম্পের পরাজিত কাউন্সিলর সুপ্রিয়া দের অন্ত্যেষ্টিতেও বিতর্ক জড়িয়েই থাকল। আর সেই সুতোয় জড়িয়ে পড়লেন বিদায়ী পুর প্রধান, এ বার কুপার্সের ১২ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে জয়ী কাউন্সিলার শিবু বাইন।

বৃহস্পতিবার গভীর রাতে কুপার্স শ্মশানে গিয়ে আর কাউকে না পেয়ে সুপ্রিয়ার পরিবারের লোক, পড়শিরা তাঁকে টিকিট না দেওয়ার জন্য শিবুকে ঘিরে ধরে ক্ষোভ উগরে দিলেন। সেই ভিড়ে তৃণমূলের বহু কর্মীকে দেখা গেল গলা মেলাতে। তাঁরা বলতে থাকেন, এক নম্বর ওয়ার্ডে সুপ্রিয়াই তাঁদের কাউন্সিলর। তৃণমূলের টিকিটে জয়ী অশোক চক্রবর্তীর উপরেও তাঁদের গভীর ক্ষোভ। শিবু তাঁদের বোঝান, অশোকের কোনও কাজ পছন্দ না হলে সরাসরি তাঁরা যেন প্রধানের কাছে এসে অভিযোগ জানান।

তবে, অশোকবাবু বলেন, “ওই এলাকার মানুষের সঙ্গে আমার ভাল সম্পর্ক। তাঁরাই আমাকে নির্বাচিত করেছেন। আমি সুখে দুঃখে তাদের পাশে থাকব।” তিনি জানান, “সুপ্রিয়া সম্পর্কে খারাপ কিছু বলেননি তিনি। রাতে, কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ময়নাতদন্ত করার পরে সুপ্রিয়ার দেহ কুপার্সের বাড়িতে আনা হয়। পরে সেখান থেকে কুপার্স শ্মশানে। নানা এলাকার বহু মানুষ সেখানে হাজির হয়েছিলেন। নানা ওয়ার্ড কাউন্সিলারের পাশাপাশি এসেছিলেন শিবুও। রাত দশটা নাগাদ তাঁকে ঘিরে ধরে অশোকবাবুর বিরুদ্ধে ক্ষোভ জানাতে শুরু করেন অনেকে। শিবু অবশ্য বলেন, “আমাকে কেউ ক্ষোভ দেখাননি। সুপ্রিয়ার মৃত্যুতে এলাকার বাসিন্দাদের অনেকেই কষ্ট পেয়েছেন। কয়েক জন মহিলা, তাঁদের কষ্টের কথা জানান মাত্র। আশা করছি পরে সব ঠিক হয়ে যাবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE