Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ঘরে থেকেও মঞ্জু ব্রাত্য নোয়াপাড়ায়

আগামী ২৯ জানুয়ারি নোয়াপাড়ায় উপনির্বাচন। সোমবার ওই কেন্দ্রে প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ছিল। এখনও পর্যন্ত তৃণমূল প্রার্থী সুনীল সিংহের সমর্থনে এক বারের জন্যও প্রচারে দেখা যায়নি মঞ্জুদেবীকে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেবারতি সিংহ চৌধুরী
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৮ ০২:৩১
Share: Save:

বিজেপি প্রার্থী হিসেবে নোয়াপাড়ায় তাঁর নাম ঘোষণা করে দিয়েছিল। তার পরে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ককে দলে ‘ধরে রাখতে’ কম কসুর করেনি তৃণমূল। কিন্তু ভিন্ দলে যেতে না দিলেও মঞ্জু বসুকে এখনও নোয়াপাড়ার ভোটে ‘কাজে’ লাগালো না তৃণমূল!

আগামী ২৯ জানুয়ারি নোয়াপাড়ায় উপনির্বাচন। সোমবার ওই কেন্দ্রে প্রার্থী প্রত্যাহারের শেষ দিন ছিল। এখনও পর্যন্ত তৃণমূল প্রার্থী সুনীল সিংহের সমর্থনে এক বারের জন্যও প্রচারে দেখা যায়নি মঞ্জুদেবীকে। তাঁর বিজেপি-তে চলে যাওয়া আটকানোর পরে তৃণমূল নেতৃত্ব চেয়েছিলেন নোয়াপাড়ার ঘরে ঘরে মঞ্জুদেবীকে ভোট-প্রচারে নিয়ে যেতে। যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চেয়েছিলেন, প্রাক্তন এই বিধায়ককে প্রচারে ‘ব্যবহার’ করা হোক। কিন্তু নোয়াপাড়ার ভোটের মূল দায়িত্বপ্রাপ্ত ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংহের ‘আপত্তি’ই তাঁকে পথে নামাতে দেয়নি বলে তৃণমূল সূত্রের খবর।

বিজেপি নোয়াপাড়ার জন্য তাঁর নাম ঘোষণার পরে মঞ্জুদেবী বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর নেত্রী, তাঁর মা। আনুগত্যে তিনি ‘অটল’ বলে দাবি করে এ দিনও বলেন, ‘‘আমি তো এলাকাতেই রয়েছি। তৃণমূলেও আছি। কিন্তু প্রচারে যাওয়ার জন্য আমার সঙ্গে তো কেউ যোগাযোগ করেনি!’’ ভোটের আগে কি প্রচারে যাওয়ার পরিকল্পনা রয়েছে? মঞ্জুদেবীর জবাব, ‘‘পরিস্থিতি কখন কী হয়, বলতে পারছি না। এখনও কিছু জানি না!’’

মঞ্জুদেবীকে কেন প্রচারে নামানো হয়নি, তা নিয়ে অবশ্য অর্জুন কোনও মন্তব্য করতে চাননি। অর্জুনের সঙ্গে মঞ্জুদেবীর সম্পর্ক দীর্ঘ দিন ধরেই ‘অম্ল-মধুর’। ফলে, অর্জুনের আত্মীয়ের হয়ে নোয়াপাড়ায় মঞ্জুদেবীকে যে নামানো সম্ভব হবে না, তা আঁচ করেই দলের একাংশ করেছিল মঞ্জুদেবীকে ব্যক্তিগত স্তরে অনুরোধ করে প্রচারে নামাতে। কিন্তু সেই অনুরোধেও প্রাক্তন বিধায়ক ‘গররাজি’। যদিও অর্জুন-ঘনিষ্ঠদের অভিযোগ, এলাকার মানুষের সঙ্গে মঞ্জুদেবীর সুসম্পর্ক নেই। গত বিধানসভা ভোটে নোয়াপাড়ার কোনও বুথে তৃণমূলের এজেন্ট ছিল না বলেও তাঁদের অভিযোগ! অর্জুন-ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার বক্তব্য, ‘‘মঞ্জুদেবীর যা ভাবমূর্তি, তাতে উনি প্রচারে বেরোলে তৃণমূলের ভোট কমে যেতে পারে!’’ আগামী সপ্তাহ থেকে তৃণমূলের মন্ত্রী, সাংসদ, নেতাদের নোয়াপাড়ায় পরপর সভা করার কথা। কবে, কোথায় সভা বা মিছিল হবে, তা অর্জুন-শিবিরকে এড়িয়ে ঠিক করা সম্ভব নয়। তাই ওই সভার কোনওটাতেই মঞ্জুদেবীর থাকার সম্ভাবনা আপাতত ক্ষীণ। তবে আগামী ২৫ জানুয়ারি অভিষেক নোয়াপাড়ায় সভা করবেন। ওই দিন মঞ্জুদেবীকে মিছিলে আনার চেষ্টা চালাচ্ছে দলের একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE