Advertisement
১৮ এপ্রিল ২০২৪

করের টাকায় মুখ্যমন্ত্রীর ছবি, সরব সিপিএম

স্কুলের ষষ্ঠ শ্রেণিতে সরকারের তরফে পড়ুয়াদের যে খাতা দেওয়া হয়েছে, তাতেও মুখ্যমন্ত্রীর ছবি আছে দেখিয়ে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী শুক্রবার প্রশ্ন তুলেছেন, ‘‘মানুষের করের টাকায় এই মুখ দেখানো কত দিন চলবে? অহংসর্বস্বতা এক ধরনের রোগ! মুখ দেখাতে হলে নিজের টাকায় দেখান!’’

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭ ০৩:২৭
Share: Save:

সরকারি টাকায় রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে যে ঢালাও প্রচার চলছে, তা নিয়ে এ বার প্রশ্ন তুলল সিপিএম। বিভিন্ন সরকারি দফতরের যে কোনও হোর্ডিং বা বিজ্ঞাপনেই এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে। স্কুলের ষষ্ঠ শ্রেণিতে সরকারের তরফে পড়ুয়াদের যে খাতা দেওয়া হয়েছে, তাতেও মুখ্যমন্ত্রীর ছবি আছে দেখিয়ে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী শুক্রবার প্রশ্ন তুলেছেন, ‘‘মানুষের করের টাকায় এই মুখ দেখানো কত দিন চলবে? অহংসর্বস্বতা এক ধরনের রোগ! মুখ দেখাতে হলে নিজের টাকায় দেখান!’’

বামেদের দাবি, গুজরাতের ভোটের প্রচারে সি-প্লেন নামিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাবে চমক দিতে চেয়েছেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর হাবভাব একই রকম। অতীতে কোনও মুখ্যমন্ত্রীর ছবি বাংলায় এ ভাবে ব্যবহার করা হয়নি বলেও মন্তব্য করেছেন সুজনবাবু। তাঁর বক্তব্য, সরকারি কোষাগারের টাকা কী ভাবে খরচ করা যাবে, তার নির্দিষ্ট রূপরেখা আছে। সে সব কিছুই মানা হচ্ছে না। সুজনবাবুর কথায়, ‘‘মন্দিরে এই রকম দেবতার ছবি বিক্রি হয়! এখানে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ দেখলে মনে হবে, মুখ্যমন্ত্রীর বিশ্বকাপ। কবিগুরুর শ্রদ্ধাঞ্জলিতে ওঁর ছবি। সরকারি ‘পশ্চিমবঙ্গ’ পত্রিকার প্রচ্ছদ থেকে পাতায় পাতায় ওঁর ছবি। এই ধ্যাষ্টামি বন্ধ না হলে বিরক্ত হয়ে মানুষই এক দিন সব সরিয়ে দেবেন।’’ তৃণমূলের তরফে এক রাজ্য নেতা অবশ্য পাল্টা বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন ও সার্বিক সৌন্দর্যায়নের কাজ চলছে। দিশা না পেয়ে বামেরা এখন প্রচার পেতে যা খুশি বলছে!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Hoarding Cut Out CPM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE