Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ট্রেনে মোবাইল চুরি রুখতে সাইবার সেল

চলন্ত ট্রেনে মোবাইল ও ল্যাপটপ চুরির ঘটনা বাড়ছে। এই প্রবণতা কমাতে মধ্যপ্রদেশ রেল পুলিশের ধাঁচে একটি ‘সাইবার সেল’ খুলতে চাইছে পশ্চিমবঙ্গের রেল পুলিশ। সেই সেলের প্রশিক্ষিত দল সর্বদা নজরদারি চালাবে। মধ্যপ্রদেশের সাইবার টিম কী ভাবে কাজ করছে, তা দেখতে রাজ্যের রেল পুলিশের এক কর্তা সেখানে গিয়েছেন।

সোমনাথ চক্রবর্তী
কলকাতা শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২৫
Share: Save:

চলন্ত ট্রেনে মোবাইল ও ল্যাপটপ চুরির ঘটনা বাড়ছে। এই প্রবণতা কমাতে মধ্যপ্রদেশ রেল পুলিশের ধাঁচে একটি ‘সাইবার সেল’ খুলতে চাইছে পশ্চিমবঙ্গের রেল পুলিশ। সেই সেলের প্রশিক্ষিত দল সর্বদা নজরদারি চালাবে। মধ্যপ্রদেশের সাইবার টিম কী ভাবে কাজ করছে, তা দেখতে রাজ্যের রেল পুলিশের এক কর্তা সেখানে গিয়েছেন।

রেল পুলিশের হিসেব অনুযায়ী ২০১৬ সালে ট্রেনে ১১৪৪টি চুরির ঘটনা নথিভুক্ত হয়েছে। তার মধ্যে মোবাইল, ল্যাপটপ এবং ট্যাব চুরির ঘটনাই প্রায় ৯০০। রেল পুলিশের এক কর্তা বলেন, ‘‘মোবাইল ও ল্যাপটপের নিরাপত্তার জন্য একটি বিশেষ নম্বর থাকে। নতুন সিমকার্ড নিয়ে চুরি যাওয়া মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করলে সেই বিশেষ নম্বরটি সার্ভিস প্রোভাইডারে ভেসে ওঠে। কলকাতা ও রাজ্য পুলিশ এ ভাবেই অপরাধীর খোঁজ পাচ্ছে। রেল পুলিশও তা চালু করতে চাইছে।’’

‘‘রেলে চুরি কমাতে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। মধ্যপ্রদেশ রেল পুলিশের সাইবার টিম কী ভাবে ওরা সাফল্য পাচ্ছে, তা দেখতে এক সিনিয়র অফিসার ভোপাল গিয়েছেন। তিনি রিপোর্ট দিলে ব্যবস্থা নেওয়া হবে,’’ বলেন রাজ্য রেল পুলিশের এডিজি অধীর শর্মা। রাজ্যে রেল পুলিশের আওতায় ৪৩টি থানা রয়েছে। দিঘা ও বালুরঘাটে দু’টি থানা তৈরি হচ্ছে। পুলিশের একাংশের বক্তব্য, সব থানাতেই লোকাভাব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cyber cell Mobile Train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE