Advertisement
২০ এপ্রিল ২০২৪
West Bengal News

অবরোধ দেখেও ট্রেন ঢুকিয়ে দিলেন চালক, যাদবপুরে জখম ৪

স্থানীয় সূত্রের খবর। এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ অবরোধ শুরু হয় যাদবপুর স্টেশনে। দুই প্ল্যাটফর্মের মাঝে রেল ট্র্যাকের উপরেই অবস্থান করছিলেন অবরোধকারীরা। তাঁদের অভিযোগ, অবরোধ অগ্রাহ্য করে বারুইপুর থেকে শিয়ালদহগামী একটি ট্রেন বেপরোয়া ভাবে ঢুকে আসে প্ল্যাটফর্মে।

যাদবপুর স্টেশনে তুমুল বিক্ষোভ ট্রেন আটকে। —নিজস্ব চিত্র।

যাদবপুর স্টেশনে তুমুল বিক্ষোভ ট্রেন আটকে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:০০
Share: Save:

রেল অবরোধ ঘিরে ধুন্ধুমার হল যাদবপুরে। লাইনে অবরোধকারীদের বসে থাকতে দেখেও ট্রেন চালিয়ে দিলেন মোটরম্যান। প্ল্যাটফর্মে ঢোকার মুখে ট্রেনের গতি কমার বদলে বেড়ে যেতে দেখে আতঙ্কে শুরু হল দৌড়োদৌড়ি। অন্তত ৪ জন ট্রেনের ধাক্কায় জখম হয়েছেন বলে অবরোধকারীদের অভিযোগ। এক জনের অবস্থা গুরুতর। রেল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

যাত্রীদের সুরক্ষা, রেল হকারদের স্বার্থরক্ষা-সহ একগুচ্ছ দাবিতে শুক্রবার রেল রোকো-র ডাক দিয়েছিল সিপিএম-এর ছাত্র সংগঠন এসএফআই, যুব সংগঠন ডিওয়াইএফআই এবং মহিলা সংগঠন গণতান্ত্রিক মহিলা সমিতি। বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করে বামপন্থী গণসংগঠনগুলি। কিন্তু শিয়ালদহ দক্ষিণ শাখার যাদবপুর এবং ঢাকুরিয়া স্টেশনে সবচেয়ে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। অবরোধ চলতে দেখেও ট্রেন না থামানোর অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রের খবর। এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ অবরোধ শুরু হয় যাদবপুর স্টেশনে। দুই প্ল্যাটফর্মের মাঝে রেল ট্র্যাকের উপরেই অবস্থান করছিলেন অবরোধকারীরা। তাঁদের অভিযোগ, অবরোধ অগ্রাহ্য করে বারুইপুর থেকে শিয়ালদহগামী একটি ট্রেন বেপরোয়া ভাবে ঢুকে আসে প্ল্যাটফর্মে।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, ট্রেনটি প্ল্যাটফর্মের মুখে যখন পৌঁছয়, তখন সেটির গতি কমই ছিল। অবরোধ চলছে দেখে চালক ট্রেন থামিয়ে দেবেন বলেই সবাই আশা করেছিলেন। কিন্তু তা হয়নি। ট্রেন থামেনি, বরং গতি কিছুটা বাড়িয়ে প্ল্যাটফর্মে ঢুকে আসে সেটি।

যাদবপুর স্টেশনে যে ঘটনা ঘটেছে বৃহস্পতিবার, তাতে সংশ্লিষ্ট ট্রেনের চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। —নিজস্ব চিত্র।

অবরোধ অগ্রাহ্য করে ট্রেনটিকে ঢুকতে দেখে দ্রুত লাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করেন অবরোধকারীরা। অধিকাংশই কোনওক্রমে নিরাপদ জায়গায় পৌঁছে যান। কিন্তু দৌড়ঝাঁপ এবং বিশৃঙ্খলার মধ্যে ৪ জন লাইন থেকে নিরাপদ দূরত্বে সরতে পারেননি বলে জানা গিয়েছে। তাঁরা ছিটকে পড়েন এবং জখম হন।

আরও পড়ুন: জঙ্গলমহলে শক্তি বৃদ্ধি মাওবাদীদের, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে। তাঁদের মধ্যে ঝর্না নন্দী নামে এক জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। বয়স ষাটোর্ধ্ব হওয়ায় ঝর্নাদেবী দ্রুত লাইন থেকে সরতে পারেননি এবং ধাক্কা খেয়ে সজোরে ছিটকে পড়েন বলে অভিযোগ।

আরও পড়ুন: থাপ্পড় মেরে গৌরব বলল, চোখ নামা

এই ঘটনার জেরে প্রাথমিক ভাবে আতঙ্ক ছড়ায় অবরোধকারীদের মধ্যে। কিন্তু অল্পক্ষণেই সে আতঙ্ক প্রবল রোষে বদলে যায়। স্টেশন চত্বরে বিক্ষোভ তো চলেই। যাদবপুর ৮বি মোড়ও অবরোধ করা হয় কিছুক্ষণের জন্য।

ঢাকুরিয়া স্টেশনে অবরোধ চলাকালীন তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। বাম সংগঠনগুলি যখন রেল অবরোধ শুরু করেছিল, তখন তৃণমূলের হকার সংগঠন হামলা চালায় এবং জোর করে অবরোধ তুলে দেয় বলে অবরোধকারীদের দাবি।

যাদবপুর স্টেশনের ঘটনা নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে এ দিন বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। অবরোধকারীদের লাইনের উপর বসে থাকতে দেখেও কী ভাবে ট্রেন ঢুকিয়ে দিলেন চালক? প্রশ্ন উঠেছে বিভিন্ন শিবিরেই। শুধু বামেদের মধ্যে নয়, অন্যান্য রাজনৈতিক দলেও এই ঘটনা নিয়ে উদ্বেগ দেখা গিয়েছে।

রেল কর্তৃপক্ষ কিন্তু এই ঘটনা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। যাদবপুর স্টেশন কর্তৃপক্ষ বা পূর্ব রেল, কোনও তরফ থেকেই এ ঘটনার কোনও ব্যাখ্যা মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE