Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সরকার বরখাস্তের দাবি, আজ রাজভবনে বিজেপি

নারদ মামলায় সুপ্রিম কোর্টের মন্তব্য পর্যন্ত অপেক্ষা করছিল রাজ্য বিজেপি। শীর্ষ আদালতে ওই মামলায় মঙ্গলবার দুপুরে রাজ্য সরকারের নাক-কান কাটা যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা দাবি করল, এ বার রাজ্যপাল এই সরকারকে বরখাস্ত করুন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ০৩:২৫
Share: Save:

নারদ মামলায় সুপ্রিম কোর্টের মন্তব্য পর্যন্ত অপেক্ষা করছিল রাজ্য বিজেপি। শীর্ষ আদালতে ওই মামলায় মঙ্গলবার দুপুরে রাজ্য সরকারের নাক-কান কাটা যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা দাবি করল, এ বার রাজ্যপাল এই সরকারকে বরখাস্ত করুন। অথবা, রাষ্ট্রপতি বা কেন্দ্রীয় সরকারকে বলুন, রাজ্য সরকারকে বরখাস্ত করার ব্যবস্থা করতে। বস্তুত, আজ, বুধবার রাজভবনে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করে এই দাবিই জানাবে বিজেপি। তার আগে কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে নারদ-কাণ্ডে জড়িত তৃণমূল নেতা-জনপ্রতিনিধি এবং আইপিএস কর্তার পদত্যাগের দাবি তুলবে তারা।

বিরোধী রাজনৈতিক পরিসরে বাম এবং কংগ্রেসের জমিতে ভাগ বসাতে বেশ কিছু দিন ধরেই তৎপর হয়েছে বিজেপি। এ ক্ষেত্রে তাদের জোড়া কৌশল— মেরুকরণের রাজনীতি এবং নারদ-সারদা-রোজভ্যালি ইত্যাদি কেলেঙ্কারি নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে লাগাতার আক্রমণ চালানো। এর মধ্যে মেরুকরণের দায়িত্ব পালন করছে আরএসএস এবং তাদের সহযোগী শক্তিগুলি। আর দুর্নীতি হাতিয়ারে শাসক দলকে বধ করতে চাইছে বিজেপি। যে কারণে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ দিন বলেন, ‘‘মুখ্যমন্ত্রী চোর-বেষ্টিত হয়ে সরকার চালাচ্ছেন! এঁদের আর ক্ষমতায় থাকার নৈতিক অধিকারই নেই। মুখ্যমন্ত্রী হয় ওই
ঘুষখোর-চোরদের দল থেকে তাড়ান, নয়তো পদত্যাগ করুন!’’ একই সঙ্গে দিলীপবাবুর কটাক্ষ, ‘‘যদিও জানি, ওঁর সেই হিম্মৎ নেই। উনিও জড়িয়ে গিয়েছেন! সরকার চোরেদের হয়ে সুপ্রিম কোর্টে আবেদন করতে গিয়েছিল। থাপ্পড় খেয়ে ফিরে এসেছে!’’ বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহের মন্তব্য, ‘‘সুপ্রিম কোর্ট যে সরকারকে ক্ষমতা চাইতে বলেছে, এটা বাংলার লজ্জা। মুখ্যমন্ত্রীর উচিত এর জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং আর কখনও সরকারকে দলীয় স্বার্থে ব্যবহার না করা।’’

তবে নারদ-কাণ্ড নিয়ে বিজেপি পথে নামার অনেক আগেই আন্দোলনে নেমেছে বাম এবং কংগ্রেস। দিলীপবাবুর মন্তব্য, ‘‘সিপিএম-কংগ্রেসের প্রতি মানুষের বিশ্বাস চলে গিয়েছে। আমাদের প্রভাব বাড়ছে।’’ যদিও নারদ-রায় নিয়ে প্রকাশ্যে উৎফুল্ল হলেও সংশয়ের চোরাস্রোত রাজ্য বিজেপি-তে বইছেই। সুপ্রিম কোর্টের এ দিনের নির্দেশে নারদ-তদন্তে সিবিআই এক মাস সময় পেয়েছে। বিজেপির আশঙ্কা, এই সময়ের মধ্যে ফের তাঁদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকার তৃণমূলের আবেদন-নিবেদনে সাড়া দিয়ে ফেলবেন না তো?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Governor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE